Mamata Banerjee: রাজনীতির স্বার্থে ইতিহাস বদলে দেওয়া হচ্ছে ! তোপ মমতার

author img

By

Published : Sep 21, 2022, 5:07 PM IST

Updated : Sep 21, 2022, 5:43 PM IST

Mamata Banerjee claims history of India is being changed only for politics

বুধবার আলিপুর সংশোধনাগারে (Alipore Central Correctional Home) সংশ্লিষ্ট সংগ্রহশালার (Alipore Museum) উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) ৷ তাঁর ভাষণে কী বার্তা দিলেন মমতা ?

কলকাতা, 21 সেপ্টেম্বর: শুধুমাত্র রাজনীতির স্বার্থে ভারতের ইতিহাস (History of India) বদলে ফেলার চেষ্টা করা হচ্ছে ! তাই এই মুহূর্তে ইতিহাসকে সংরক্ষণ করা সবথেকে জরুরি ৷ আমরা সেটাই করছি ৷ ভবিষ্যৎ প্রজন্ম যাতে দেশের প্রকৃত ইতিহাস, স্বাধীনতা সংগ্রামের প্রকৃত ইতিহাস, জানতে না পারে, তার জন্যই ইতিহাস, ভূগোল সবকিছু বদলে দেওয়া হচ্ছে ৷ বুধবার আলিপুর সংশোধনাগারে (Alipore Central Correctional Home) সংশ্লিষ্ট সংগ্রহশালার (Alipore Museum) উদ্বোধন করতে এসে একথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) ৷ ওয়াকিবহাল মহলের বক্তব্য, নাম না করে এখানে কেন্দ্রীয় সরকার তথা গেরুয়া শিবিরকেই নিশানা করেছেন তিনি ৷

এদিনের অনুষ্ঠানে মমতা সরাসরি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটের কথা তুলে ধরে কোনও দল বা ব্যক্তিকে নিশানা করেননি ৷ বরং, নানাভাবে বুঝিয়ে দিয়েছেন, ভারতের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে অখণ্ড ভারতের আদর্শ গঠনে বাংলা তথা বাঙালির অবদান অনস্বীকার্য ৷ আর সেটা করতে গিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, সকলের কথাই উল্লেখ করেছেন মমতা ৷ প্রসঙ্গত, ইদানীং বিজেপি-এর মুখেই সবথেকে বেশি 'অখণ্ড ভারত' শব্দ দু'টি শোনা যায় !

আরও পড়ুন: স্থগিত মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর, কটাক্ষ বিরোধীদের

এদিন ভাষণের শুরুতেই মমতা বলেন, বাংলা না থাকলে নবজাগরণ হত না ৷ বাংলা না থাকলে স্বাধীনতা আন্দোলন হত না ৷ ইতিহাস বলছে, বাঙালিই যে তাদের অন্যতম বড় বিপদ, তা ইংরেজও ভালোই বুঝেছিল ৷ সেই কারণেই বাংলার বিরুদ্ধে বিভাজনের নীতি অবলম্বন করা হয় ৷ বঙ্গভঙ্গের সেই জ্বালা আজও বাঙালি ভোলেনি ৷ মমতা সরাসরি সেই প্রসঙ্গে না ঢুকলেও আজও যে কিছু রাজনৈতিক শক্তি বিভাজনের খেলা খেলছে, তা স্পষ্ট করে দেন ৷ আর এখানেই আসে মহাত্মা গান্ধি এবং কবিগুরুর প্রসঙ্গ ৷

মমতা মনে করিয়ে দেন, গান্ধি বিভাজনের বিরুদ্ধে সরব হয়েছিলেন ৷ উল্লেখ্য, বাংলা ও বাঙালিকে মনে-প্রাণে একজোট রাখতে রাখীবন্ধন পালন করেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ৷ তাঁর কথা বলতে গিয়ে মমতা বলেন, শুধুমাত্র গান লিখেই সমগ্র দেশে অখণ্ড ভারতের মহান আদর্শ প্রজ্জ্বলিত করেছিলেন বিশ্বকবি ৷ তিনি লিখেছিলেন, "পঞ্জাব সিন্ধু গুজরাত মারাঠা, দ্রাবিড় উৎকল বঙ্গ ৷" মমতা এদিন ভারতের জাতীয় সঙ্গীতের এই অংশটুকু নিজের মুখে উল্লেখ করেন ৷ প্রসঙ্গত, দিন কয়েক আগেই বিজেপি শাসিত উত্তরপ্রদেশে স্কুলের পাঠ্য বইয়ে প্রকাশিত জাতীয় সঙ্গীত থেকে 'উৎকল বঙ্গ' শব্দ দু'টি স্রেফ উবে গিয়েছিল ! তা নিয়ে ইতিমধ্যেই যথেষ্ট জলঘোলা হয়েছে ৷

এই প্রেক্ষাপটে মমতার ওই অংশটুকু উচ্চারণ করা এবং ভারতের ইতিহাসে বাংলার অবদান আরও একবার সকলকে স্মরণ করিয়ে দেওয়ার ঘটনা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে ৷ ব্রিটিশ শাসকের সামনে বাংলা, বাঙালি কোনও দিন মাথানত করেনি ৷ রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের বক্তব্য, মমতা আদতে এই অনুষ্ঠানের মঞ্চ থেকে কেন্দ্রকে নিজের অনড় মনোভাবের বার্তা দিতে চেয়েছেন ৷ বোঝাতে চেয়েছেন, যাঁরা দেশে ধর্মের নামে বিভাজনের রাজনীতি করছে, তাঁদের সামনে নীতি মাথানত করবে না ৷ একইসঙ্গে তাঁরা বার্তা, প্রকৃত নেতা তিনিই হতে পারেন, যিনি ধর্ম, সম্প্রদায় নির্বিশেষে সারা দেশের সমস্ত মানুষকে নেতৃত্ব দিতে পারেন ৷

Last Updated :Sep 21, 2022, 5:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.