Mamata Banerjee: স্থগিত মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর, কটাক্ষ বিরোধীদের

author img

By

Published : Sep 20, 2022, 4:13 PM IST

Updated : Sep 20, 2022, 4:48 PM IST

Mamata Banerjee

দু'দিনের জন্য শিলিগুড়ি যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ৷ আপাতত স্থগিত থাকছে তাঁর এই সফর (CM North Bengal tour postponed) ৷

শিলিগুড়ি, 20 সেপ্টেম্বর: 21 ও 22 সেপ্টেম্বর উত্তরবঙ্গ সফরে যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (North Bengal visit of CM Mamata Banerjee) । কিন্তু তাঁর সেই সফর আপাতত স্থগিত থাকছে বলে নবান্নের তরফে জানানো হয়েছে ৷ সূত্রের খবর লক্ষ্মীপুজোর পর উত্তরবঙ্গে যেতে পারেন মুখ্যমন্ত্রী ৷ এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার সিবিআই গ্রেফতার করেছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্যকে ৷ তারপরেই মুখ্যমন্ত্রীর এই সফর বাতিলকে কটাক্ষ করেছে বিরোধীরা ৷

মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সফরকে কেন্দ্র করে তৎপরতা শুরু হয়েছিল পুলিশ ও প্রশাসনিক মহলে । সভাস্থল চূড়ান্ত না-হলেও শিলিগুড়ির বাঘাযতীন পার্ক, উত্তরকন্যা ও বাগডোগরার উত্তরা ময়দান প্রাথমিকভাবে ঠিক হয়েছিল মুখ্যমন্ত্রীর সভার জন্য ৷ কিন্তু তার মাঝেই স্থগিত হল তাঁর কর্মসূচি ৷ তবে বিরোধীরা কটাক্ষ করলেও মুখ্যমন্ত্রীর সফর বাতিলের পিছনে উপাচার্যের গ্রেফতারির কোনও যোগ নেই বলেই দাবি শাসকদল তৃণমূলের (CM North Bengal tour postponed) ৷

আরও পড়ুন: এসএসসি দুর্নীতিকাণ্ডে সুবীরেশ ভট্টাচার্যকে গ্রেফতার করল সিবিআই

মুখ্যমন্ত্রীর সফর স্থগিত প্রসঙ্গে শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, "উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গ্রেফতারির পর দুর্নীতি নিয়ে কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি । আর এসব দুর্নীতির পিছনে প্রত্যক্ষ মদত রয়েছে মুখ্যমন্ত্রীর । উপাচার্য গ্রেফতারের পরই তিনি নিজের সফর বাতিল করেছেন । এখন শুধু উত্তরবঙ্গের মানুষ নয়, গোটা রাজ্যের মানুষ প্রশ্ন তুলছে ।"

স্থগিত মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর, কটাক্ষ ও পালটা কটাক্ষ শাসক-বিরোধীর

আরও পড়ুন: কেন্দ্রীয় বরাদ্দ বন্ধ, বিধায়ক উন্নয়ন তহবিলে বাংলা আবাস যোজনার বাড়ি তৈরির পরিকল্পনা

পালটা দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অলোক চক্রবর্তী বলেন, "মুখ্যমন্ত্রীর সফর নবান্ন থেকে বাতিল হয়েছে বলে জানানো হয়েছে । এতে দলের কোনও বিষয় নেই । শঙ্কর ঘোষ শুধুমাত্র বিরোধিতা করতে হবে বলেই এই কথা বলেছেন ।" জানা গিয়েছে, শিলিগুড়ির সভা থেকে বেশ কিছু চাকরি প্রার্থীদের নিয়োগ পত্র দেওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর ।

Last Updated :Sep 20, 2022, 4:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.