ETV Bharat / city

কেন্দ্রের বিভ্রান্ত টিকা নীতির জন্যই প্রাণ গিয়েছে তরুণদের, তোপ মমতার

author img

By

Published : Jun 9, 2021, 10:03 PM IST

mamata banerjee blames center's vaccination policy for death of young people during covid second wave
কেন্দ্রের বিভ্রান্ত টিকা নীতির জন্যই প্রাণ গিয়েছে তরুণদের, তোপ মমতার

কৃষক নেতাদের সঙ্গে বৈঠকে কেন্দ্রের টিকা নীতি নিয়ে প্রশ্ন তুললেন মমতা ৷ তাঁর অভিযোগ, মোদি সরকারের ভুল নীতির জন্যই দেশের নানা প্রান্তে অল্প বয়সীদের প্রাণ হারাতে হয়েছে করোনায় ৷

কলকাতা, 9 জুন : কৃষক নেতাদের সঙ্গে বৈঠক ৷ সেখানে কৃষক আন্দোলন নিয়ে আলোচনা হওয়াটাই স্বাভাবিক ছিল ৷ কিন্তু আদতে সেই বৈঠকই কার্যত বদলে গেল মোদি বিরোধিতার রণকৌশল তৈরির মঞ্চে ৷ বুধবার রাকেশ টিকায়েত-সহ বেশ কয়েকজন কৃষক নেতার সঙ্গে নবান্নে বৈঠক করেন মমতা ৷ সেখানেই কৃষি ও কৃষক সংক্রান্ত নানা ইস্য়ুতে নরেন্দ্র মোদি তাঁর সরকারের সমালোচনায় সরব হন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ৷

কথা প্রসঙ্গে উঠে আসে দেশের করোনা পরিস্থিতির নানা দিক ৷ মমতার সাফ বার্তা, কোভিডের দ্বিতীয় ঢেউ সামলাতে ব্যর্থ কেন্দ্রের সরকার ৷ এমনকি, তাঁর অভিযোগ, মোদি সরকারের ভুল নীতির জন্যই দেশের নানা প্রান্তে অল্প বয়সীদের প্রাণ হারাতে হয়েছে করোনায় ৷

নরেন্দ্র মোদি বরাবরই ভারতের যুবশক্তি নিয়ে গর্ব প্রকাশ করে এসেছেন ৷ ভারতীয় নাগরিকদের একটা বড় অংশই 35 বছরের কম বয়সী ৷ এছাড়া 35 থেকে 50 বছরের মধ্যেকার কর্মক্ষম জনসংখ্যাও ভারতে নেহাত কম নয় ৷ লক্ষ্যণীয় হল, করোনার দ্বিতীয় ঢেউ এই বয়সসীমার মানুষকে সবথেকে বেশি আঘাত করেছে ৷ এমনকী, এ নিয়ে আদালতকেও মুখ খুলতে হয়েছে ৷ প্রশ্ন উঠেছে কেন্দ্রের টিকা নীতি নিয়ে ৷

আরও পড়ুন : করোনার টিকা নীতিতে বদল এনে মমতার কথাই কি মানলেন মোদি ?

করোনা যোদ্ধাদের বিনামূল্যে টিকাদানের পর কেন্দ্রীয় সরকার প্রথমে প্রবীণ নাগরিক ও পরে 45 বছরের বেশি বয়সীদের টিকাকরণের কথা ঘোষণা করেছিল ৷ কেন্দ্রের এই অবস্থান আদালতে ইতিমধ্যেই সমালোচিত হয়েছে ৷ চাপের মুখে সম্প্রতি ভারতের সমস্ত নাগরিকের (18 বছরের বেশি বয়সী) জন্য বিনামূল্যে করোনার টিকা দেওয়ার বন্দোবস্ত করেছে নয়াদিল্লি ৷

আদালতের পর্যবেক্ষণ ছিল, কেন্দ্রের উচিত ছিল অনেক আগেই অল্পবয়সীদের টিকার বন্দোবস্ত করা ৷ কারণ, করোনার দ্বিতীয় ঢেউয়ে তারাই সব থেকে বেশি ভাইরাসের শিকার হয়েছেন ৷ বুধবারের বৈঠকে এই বিষয়টিকেই স্পটলাইটে আনতে চেয়েছেন মমতা ৷ তাঁর সাফ কথা, কেন্দ্রের ভ্রান্ত টিকা নীতির জন্যই এত বেশি পরিমাণে তরুণ নাগরিকদের প্রাণ খোয়াতে হয়েছে করোনার দ্বিতীয় পর্যায়ে ৷

আরও পড়ুন : কেন্দ্র-রাজ্য যৌথ প্রচেষ্টাতেই যশের মোকাবিলা সহজ হয়েছে : মুখ্যমন্ত্রী

একইসঙ্গে এত দেরিতে সকলের জন্য টিকাকরণের কেন্দ্রীয় সিদ্ধান্তকেও তুলোধনা করেছেন মমতা ৷ তাঁর প্রশ্ন, এতদিন কেন এই ব্যবস্থা করা হয়নি ? মমতার যুক্তি, বিনামূল্যে টিকার জন্য কেন্দ্রের কোনও কৃতিত্ব নেই ৷ কারণ, এর জন্য যে টাকা খরচ করা হবে, তা আদতে আমজনতারই টাকা ৷ উপরন্তু মমতার প্রশ্ন, কেন পিএম কেয়ার্সের 35 হাজার কোটি টাকা খরচ করে আগেই সকলের জন্য টিকার নীতি নেওয়া হল না ? কোথায় খরচ হল সেই টাকা ?

এর পাশাপাশি, কেন্দ্র যেভাবে রাজ্যকে টপকে বেসরকারি হাসপাতালগুলিকে করোনার টিকা বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে, তারও সমালোচনা করেছেন মমতা ৷ তাঁর মতে, এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর বিরোধী ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.