ETV Bharat / city

তেলাঙ্গানা, কর্নাটক-সহ চার রাজ্য থেকে কলকাতা বিমানবন্দরে আসতে কোভিড নেগেটিভ আবশ্যক

author img

By

Published : Apr 14, 2021, 1:02 PM IST

Updated : Apr 14, 2021, 1:46 PM IST

চার রাজ্যের যাত্রীদের জন্য করোনা সংক্রান্ত নিয়ম আরও কড়া হল কলকাতা বিমানবন্দরে
চার রাজ্যের যাত্রীদের জন্য করোনা সংক্রান্ত নিয়ম আরও কড়া হল কলকাতা বিমানবন্দরে

সরকারি হিসেব অনুযায়ী, মহারাষ্ট্র, ছত্তীসগড়, উত্তর প্রদেশ, কর্নাটক, দিল্লি, তামিলনাড়ু, মধ্য প্রদেশ, গুজরাত, হরিয়ানা, রাজস্থান, পঞ্জাব, কেরালা, তেলাঙ্গানা, উত্তরাখণ্ড, অন্ধ্র প্রদেশ এবং পশ্চিমবঙ্গ ৷ মহারাষ্ট্র ইতিমধ্যেই কড়াকড়ি শুরু করলেও অন্য রাজ্যগুলি এখনও কড়া বিধিনিষেধ জারি করেনি ৷

কলকাতা, 14 এপ্রিল : করোনা সংক্রমণের দ্বিতীয় পর্যায় ক্রমশ বৃদ্ধি পেতে থাকায় নতুন করে বিধিনিষেধ আরোপ করল কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ ৷ আর এই বিধিনিষেধ আরোপ করা হল বিশেষ করে বেশ কয়েকটি রাজ্যের জন্য ৷

এদিন কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে একটি টুইট করা হয় ৷ সেই টুইটেই এই নিয়ে বিস্তারিত জানানো হয়েছে ৷ সেখানে লেখা হয়েছে যে সরকারি নিয়ম মেনে মহারাষ্ট্র, কর্নাটক, কেরালা ও তেলাঙ্গানা থেকে যে যাত্রীরা আসবেন, তাঁদের কলকাতা বিমানবন্দরে পৌঁছানোর 72 ঘণ্টা আগে করোনা সংক্রান্ত আরটি-পিসিআর পরীক্ষা করাতে হবে ৷

এছাড়াও একাধিক বিধিনিষেধ মানতে হবে ৷ সেই সংক্রান্ত একটি লিঙ্কও ওই টুইটে দিয়ে দেওয়া হয়েছে ৷ সেখান থেকে যাত্রীরা এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য পেয়ে যাবেন ৷

  • As per State Govt guidelines passengers coming to #KolkataAirport from Maharashtra,Karnataka,Kerala & Telangana must carry RT PCR negative test report conducted within 72 hours before departure. For detailed guidelines passengers are requested to visit https://t.co/ky6DmzFiyO.

    — Kolkata Airport (@aaikolairport) April 14, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রসঙ্গত, করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ আগেরবারের তুলনায় আরও ভয়ঙ্কর রূপ নিতে শুরু করেছে ৷ মহারাষ্ট্রে পরিস্থিতির ভয়াবহতার পরিপ্রেক্ষিতে 15 দিনের জন্য 144 ধারা জারি করা হয়েছে ৷ কলকাতাতেও পরিস্থিতিও ক্রমশ খারাপ হচ্ছে ৷ মঙ্গলবারই কলকাতায় 1271 জন করোনায় আক্রান্ত হয়েছেন ৷ সারা বাংলায় সংখ্যায় এর দ্বিগুনের বেশি ৷ মঙ্গলবার বাংলায় নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা 4817 ৷ সরকারি তরফে দেওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার করোনায় সারা রাজ্যে আরও 20 জনের মৃত্যু হয়েছে ৷

উল্লেখ্য, অন্যান্য বেশ কয়েকটি রাজ্যও একই ধরনের সিদ্ধান্ত ইতিমধ্যে নিয়েছে ৷ বিশেষ যে রাজ্যগুলিতে করোনা সংক্রমণ আবার নতুন করে বৃদ্ধি পেয়েছে, সেই রাজ্যগুলির যাত্রীদের উপরই বেশি বিধিনিষেধ চাপানো হচ্ছে ৷

সরকারি হিসেব অনুযায়ী, মহারাষ্ট্র, ছত্তীসগড়, উত্তর প্রদেশ, কর্নাটক, দিল্লি, তামিলনাড়ু, মধ্য প্রদেশ, গুজরাত, হরিয়ানা, রাজস্থান, পঞ্জাব, কেরালা, তেলাঙ্গানা, উত্তরাখণ্ড, অন্ধ্র প্রদেশ এবং পশ্চিমবঙ্গ ৷ মহারাষ্ট্র ইতিমধ্যেই কড়াকড়ি শুরু করলেও অন্য রাজ্যগুলি এখনও কড়া বিধিনিষেধ জারি করেনি ৷

আরও পড়ুন : করোনায় মৃত্যু ঠেকাতে চারটি বিশেষজ্ঞ দল গড়ল নবান্ন

তার পর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন চলছে ৷ সেখানে প্রতিটি সভা-মিছিল-সমাবেশে হাজার হাজার মানুষ জমা হচ্ছেন ৷ সেখানে করোনা সংক্রান্ত কোনও বিধিই মানা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে ৷

Last Updated :Apr 14, 2021, 1:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.