Illegal Mobile Tower: শহরের সমস্ত বেআইনি মোবাইল টাওয়ার ভাঙবে কলকাতা পৌরনিগম

author img

By

Published : Aug 3, 2022, 6:57 PM IST

KMC will destroy all Illegal Mobile Tower in Kolkata

মোটা টাকা ভাড়ার লোভে কলকাতায় বাড়ছে বেআইনি মোবাইল টাওয়ার (Illegal Mobile Tower) ৷ অবৈধ টাওয়ার চিহ্নিত করে সেগুলি ভাঙবে কলকাতা পৌরনিগম (Kolkata Municipal Corporation) ৷ জানালেন পৌরনিগমের মেয়র পারিষদ (আলো) সন্দীপরঞ্জন বক্সি (Sandip Ranjan Bakshi) ৷

কলকাতা, 3 অগস্ট: শহরজুড়ে বেআইনি মোবাইল টাওয়ার (Illegal Mobile Tower) বসানোর রমরমা কারবার বন্ধ করতে উদ্যোগী হল কলকাতা পৌরনিগম (Kolkata Municipal Corporation) ৷ অবিলম্বে এই বেআইনি মোবাইল টাওয়ারগুলি সরিয়ে ফেলা হবে ৷ একথা জানিয়েছেন পৌরনিগমের মেয়র পারিষদ (আলো) সন্দীপরঞ্জন বক্সি (Sandip Ranjan Bakshi) ৷

পৌরনিগমের (KMC) হাতে আসা তথ্য বলছে, ইদানীংকালে শহরে মোবাইল টাওয়ারের সংখ্য়া দেদার বাড়ছে ৷ মোবাইল টাওয়ার লাগানোর ক্ষেত্রে নির্দিষ্ট আইন থাকলেও অধিকাংশ ক্ষেত্রেই তা মানা হচ্ছে না বলে অভিযোগ ৷ কারণ, মোবাইল টাওয়ার বসানো হলে মোটা টাকা ভাড়া পাওয়া যায় ৷ আর সেই লোভেই বাড়ির বা আবাসনের ছাদে বেআইনিভাবে মোবাইল টাওয়ার বসানো হচ্ছে ৷

আরও পড়ুন: KMC on Old Buildings: বিপজ্জনক বাড়ি সংস্কার না করলে এবার অধিগ্রহণ করবে কলকাতা পৌরনিগম!

প্রসঙ্গত, বাড়ি ও আবাসনে মোবাইল টাওয়ার বসানোর ছাড়পত্র দেয় কলকাতা পৌরনিগমের বহুতল বিভাগ (Building Department) ৷ এক্ষেত্রে বেশ কিছু বিষয় খতিয়ে দেখা আবশ্যিক ৷ যেমন- বাড়ির কাঠামো কতটা মজবুত, মাটির চরিত্র কেমন, যে নির্মাণের ওপর টাওয়ার বসানো হবে সেটি বৈধ কি না, নির্মাণের 'নো অবজেকশন সার্টিফিকেট' আছে কি না ইত্য়াদি ৷ এগুলি খতিয়ে না দেখলে যেকোনও সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে ৷ তাছাড়া, বাড়ির মালিক নিয়মিত সম্পত্তি কর দেন কি না, সেই বিষয়েও খোঁজ খবর নেওয়া হয় ৷ একইসঙ্গে, মোবাইল টাওয়ার বসাতে হলে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ও দমকলের ছাড়পত্র থাকাটাও বাধ্যতামূলক ৷ পাশাপাশি, যে সংস্থা টাওয়ার বসাচ্ছে, তার লাইসেন্স থাকা আবশ্যিক ৷ কিন্তু, বহু ক্ষেত্রেই এইসব নিয়ম মানা হয় না ৷

কঠোর পদক্ষেপের সিদ্ধান্ত পৌরনিগম কর্তৃপক্ষের ৷

তাছাড়া, মোবাইল টাওয়ার বসাতে গেলে কলকাতা পৌরনিগমকেও কর দিতে হয় ৷ সূত্রের খবর, বাড়ি কিংবা বহুতলে ছাদে একটি টাওয়ার বসাতে 2 লক্ষ টাকা দিতে হয় পৌর কর্তৃপক্ষকে ৷ অনেকেই সেই কর ফাঁকি দেওয়ার অপচেষ্টা করেন ৷ 2012-13 অর্থবর্ষেই এই বিষয়ে পদক্ষেপ করেছিল কলকাতা পৌরনিগম কর্তৃপক্ষ ৷ টাওয়ার পিছু 1 লক্ষ টাকা জরিমানা আদায় করে সেগুলিকে বৈধতার শংসাপত্র দেওয়া হয়েছিল ৷ কিন্তু, তারপরও বেআইনি মোবাইল টাওয়ার বসানোর প্রবণতায় রাশ টানা যায়নি ৷

পৌরনিগমের মাসিক অধিবেশনে এই অনিয়ম নিয়ে সরব হন তৃণমূল কাউন্সিলর রূপক গঙ্গোপাধ্য়ায় ৷ তাঁর প্রশ্নের উত্তরে মেয়র ফিরহাদ হাকিম জানান, শহরে কোনও অবৈধ মোবাইল টাওয়ার থাকলে তা ভেঙে দেওয়া হবে ৷ সেই মতোই বেআইনি মোবাইল টাওয়ারগুলিকে চিহ্নিত করার প্রক্রিয়া শুরু হয়েছে ৷ তাছাড়া, বেশ কয়েকটি টেলিকম সংস্থা ইতিমধ্যে বন্ধ হয়ে গিয়েছে ৷ কিন্তু, সংশ্লিষ্ট মোবাইল টাওয়ারগুলি এখনও সরানো হয়নি ৷ খুব দ্রুত সেগুলিকেও চিহ্নিত করে ভেঙে দেওয়া হবে বলে জানিয়েছেন মেয়র পারিষদ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.