ETV Bharat / city

KMC on Old Buildings: বিপজ্জনক বাড়ি সংস্কার না করলে এবার অধিগ্রহণ করবে কলকাতা পৌরনিগম!

author img

By

Published : Jul 31, 2022, 10:57 PM IST

Old Buildings of kolkata
বিপজ্জনক বাড়ি সংস্কার না করলে এবার অধিগ্রহণ করবে পৌরনিগম

কলকাতা পৌরনিগম সূত্রে খবর, শহরে বিপজ্জনক বাড়ির সংখ্যা প্রায় 3 হাজার । উত্তর ও মধ্য কলকাতাতেই আছে দেড় থেকে দু'হাজার এরকম বাড়ি ৷ এই বাড়িগুলির সংস্কারে অনীহা রয়েছে বাসিন্দাদের (KMC on Old Buildings) ৷

কলকাতা, 31 জুলাই: বিপজ্জনক বাড়ি সংস্কার না করলে এবার তা অধিগ্রহণ করবে কলকাতা পৌরনিগম ! শহরে বিপজ্জনক বাড়ি নিয়ে এমনই নয়া পদক্ষেপের কথা ভাবছে পৌরনিগম (KMC on Old Buildings) । বর্ষার কলকাতায় প্রতি মুহূর্তে বিপদের হাতছানি দিচ্ছে বিপজ্জনক বাড়িগুলি । পুরনো বাড়ি ভেঙে এর আগে একাধিক মৃত্যু ও আহত হওয়ার ঘটনা ঘটেছে শহরে ৷ ঝুঁকি থাকলেও ওইসব বিপজ্জনক বাড়ির বাসিন্দারা বেশিরভাগ ক্ষেত্রেই বেপরোয়া মনোভাব দেখিয়ে অন্যত্র সরে যাতে চান না ৷ কারণ তাঁরা আশঙ্কা করেন, বাড়ি বা সম্পত্তি হাত ছাড়া হয়ে যেতে পারে ৷

বর্ষার এই মরসুমে তাই বিপজ্জনক বাড়িগুলির মালিকদের আবার নোটিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পৌরনিগম । সেক্ষেত্রে আবাসিকরা বাড়ি সংস্কারে তৎপরতা না-দেখালে পৌরনিগমই বাড়িগুলি অধিগ্রহণ করে নিতে পারে ৷ এরজন্য প্রয়োজনে আইনও আনা হবে ৷ তবে বাড়ির মালিক বা ভাড়াটে উভয়ের স্বার্থ ও প্রাপ্য অক্ষুন্ন থাকবে সেই আইন । ভাড়াটে বা মালিকের প্রাপ্য সংক্রান্ত পজেশন সার্টিফিকেট দেবে পৌরনিগমই ৷

কলকাতা পৌরনিগম সূত্রে খবর, শহরে বিপজ্জনক বাড়ির সংখ্যা প্রায় 3 হাজার । উত্তর ও মধ্য কলকাতাতেই আছে দেড় থেকে দু'হাজার এরকম বাড়ি ৷ অতি বিপজ্জনক বাড়ির তালিকায় রয়েছে একশো'র বেশি বাড়ি । অধিকাংশ বিপজ্জনক বাড়ি রয়েছে উত্তর কলকাতার বরো 4 এবং বরো 5 নম্বরে । এমন বাড়ি ভেঙে নতুন বাড়ি করলে পৌরসভা অতিরিক্ত এফএআর দেওয়ার কথা বললেও তাতে লাভের লাভ কিছু হয়নি । একাধিকবার এই সংক্রান্ত আইন সংশোধন করা হয়েছে । তবুও মালিক কিংবা ভাড়াটে কেউ বাড়ি সংস্কারে এগিয়ে আসছেন না । পৌরনিগম নোটিশ টাঙিয়ে যায় । কিন্তু সেই নোটিশকেও তোয়াক্কা করেন না বাড়ির বাসিন্দারা । থাকে সম্পত্তি হাতছাড়া হওয়ার ভয়ও ৷ নিজেদের পকেটের টাকা খরচ করে বাড়ি সংস্কার করতে চাননা তাঁরা ৷ যারফলে মাঝেমধ্যেই পথ চলতি মানুষ বা প্রতিবেশীদের মর্মান্তিক পরিণতির শিকার হতে হয় ।

আরও পড়ুন: জলাজমির ঠিকানা শুরু হবে 'পি' দিয়ে, নয়া ভাবনা পৌরনিগমের

তবে এবার সেই সম্পত্তির অধিকার যাদে অক্ষুন্ন থাকে তাই খোদ কলকাতা পৌরনিগম দেবে পজেশন সার্টিফিকেট । মেয়র ফিরহাদ হাকিম এপ্রসঙ্গে জানিয়েছেন, অনেকেই আশঙ্কায় থাকেন বিপজ্জনক বাড়ি থেকে একবার সরে গেলে আর হয়তো দখল পাওয়া যাবে না । সেই জন্যই পজেশন সার্টিফিকেট দেবে কলকাতা পৌরনিগম । যাতে নিশ্চিত ভাবে বাড়ি থেকে সরে যেতে পারেন বাসিন্দারা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.