ETV Bharat / city

College Service Commission Scam: কলেজ সার্ভিস নিয়োগে দুর্নীতি, মুখ্যমন্ত্রীকে চিঠিতে অভিযোগ মেধাতালিকা ভুক্ত চাকরিপ্রার্থীদের

author img

By

Published : Jul 26, 2022, 3:53 PM IST

কলেজ সার্ভিস কমিশনেও দুর্নীতি হয়েছে ৷ এই অভিযোগে এ বার মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন কলেজ সার্ভিস কমিশনের পরীক্ষায় মেধাতালিকা ভুক্ত, কিন্তু নিয়োগপত্র না পাওয়া চাকরিপ্রার্থীরা (Job Seekers Write Letter to CM Over College Service Commission Scam) ৷ যেখানে তৎকালীন শিক্ষামন্ত্রী এবং কমিশনের চেয়ারম্যানের বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগ করেছেন তাঁরা ৷

job-seekers-write-letter-to-cm-over-college-service-commission-scam
job-seekers-write-letter-to-cm-over-college-service-commission-scam

কলকাতা, 26 জুলাই: কলেজ সার্ভিসের নিয়োগ দুর্নীতির অভিযোগে মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি দিল মেধাতালিকা ভুক্ত নিয়োগপত্র না পাওয়া প্রার্থীরা (Job Seekers Write Letter to CM Over College Service Commission Scam) ৷ যেখানে তাঁরা উল্লেখ করেছেন, 2018 সালে কলেজ সার্ভিসের নিয়োগ সংক্রান্ত দুর্নীতির যাবতীয় বিষয় ও তথ্য জানিয়ে চাকরিপ্রার্থীরা মুখ্যমন্ত্রী ও সরকারি বিভিন্ন দফতরে একাধিক ইমেল ও চিঠি দিয়েছেন তাঁরা ৷ এমনকি নবান্নে গিয়েও তাঁরা চিঠি দিয়েছিলেন ৷ এসএসসি দুর্নীতির মামলার আবহে, ফের একবার কলেজে নিয়োগ দুর্নীতি বিষয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে আজ ফের চাকরিপ্রার্থীরা মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছে ৷

ওই চিঠিতে বলা হয়েছে, মুখ্যমন্ত্রী মিডিয়া ও জনসভা মেধাবী ও যোগ্যদের চাকরি দেওয়া হয়েছে বলে দাবি করেছেন ৷ কিন্তু, শুধু এসএসসি নয় কলেজ সার্ভিস কমিশনের নিয়োগেও বিপুল দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করা হয়েছে ৷ তাঁরা অভিযোগ করেছেন, প্রকৃত মেধাবী ও যোগ্যরা বঞ্চিত হচ্ছেন ৷ দাবি করা হয়েছে, তাঁদের কাছে যা প্রমাণ রয়েছে, তাতে কলেজ দুর্নীতির কাছে এসএসসি অতি সামান্য ৷ অভিযোগ করা হয়েছে, 2020 সালে অধ্যাপক নিয়োগের প্যানেল প্রকাশের সময় থেকেই একাধিকবার চিঠি ও ইমেল করা হয়েছে ৷

Job Seekers Write Letter to CM Over College Service Commission Scam
কলেজ সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতির অভিযোগে মুখ্যমন্ত্রী

যেখানে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ করেছেন কলেজ সার্ভিস কমিশনে মেধাতালিক ভুক্ত চাকরিপ্রার্থীরা ৷ তাঁরা দাবি করেছেন, 2018 সালে কলেজ সার্ভিস কমিশনের নিয়োগে যে দুর্নীতি হয়েছে, সেই দায় প্রাক্তন শিক্ষামন্ত্রী এড়াতে পারেন না ৷ সেখানে কমিশনের চেয়ারম্যান দীপক কর এবং উচ্চশিক্ষা দফতর এবং কলেজ সার্ভিস কমিশনের বিভিন্ন আধিকারিকদের বিরুদ্ধেও দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ করা হয়েছে মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে ৷ সেখানে চাকরিপ্রার্থীরা দাবি করেছেন, তাঁদের কাছে সেই সব আধিকারিকদের নাম রয়েছে ৷

job-seekers-write-letter-to-cm-over-college-service-commission-scam
চিঠিতে উল্লেখ পার্থ চট্টোপাধ্যায় এবং কমিশন চেয়ারম্যানের নাম

আরও পড়ুন: দোষী প্রমাণিত হলে ব্যবস্থা, মমতা 'ঠিকই বলেছেন !' কলকাতায় ফিরে বললেন পার্থ

কলেজ সার্ভিসে মেধাতালিকা ভুক্ত চাকরিপ্রার্থীরা দাবি করেছেন, অবিলম্বে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও কলেজ সার্ভিস কমিশনের চেয়ারম্যান দীপক কর সহ-অন্যান্য আধিকারিকদের তদন্তের আওতায় নিয়ে আসা হোক ৷ সেই সঙ্গে, দুর্নীতির কারণে বঞ্চিতদের কলেজ সার্ভিস কমিশনের চাকরিতে নিয়োগ করতে হবে বলে মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে দাবি করা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.