ETV Bharat / city

Suvendu to attend Netai Dibas : নেতাইয়ে শহিদ স্মরণে হাজির থাকতে পারবেন শুভেন্দু, অনুমতি হাইকোর্টের

author img

By

Published : Jan 5, 2022, 10:43 PM IST

কলকাতা হাইকোর্টের অনুমতিতে নেতাইয়ে শহিদ স্মরণে হাজির থাকতে পারবেন শুভেন্দু অধিকারী (Suvendu to attend Netai Dibas by High Court permission) ৷

Suvendu Adhikari at Netai Dibas
শুভেন্দু অধিকারীকে নেতাইয়ে শহিদ স্মরণে যাওয়ার অনুমতি হাইকোর্টের

কলকাতা, 5 জানুয়ারি : 7 জানুয়ারি নেতাইয়ে শহিদ স্মরণে হাজির থাকতে পারবেন শুভেন্দু অধিকারী । কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য জানান, শুভেন্দুর নেতাই যাওয়ার ক্ষেত্রে কোনও বাধা নেই (Suvendu to attend Netai Dibas by High Court permission) ।

মেদিনীপুরের নেতাই গণহত্যায় শহিদদের স্মরণে 7 জানুয়ারি সেখানে হাজির থেকে শহিদ বেদিতে মালা দিয়ে শ্রদ্ধা জানাতে চান বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । এর জন্য তিনি 2 জানুয়ারি রাজ্যের কাছে অনুমতি চেয়েছিলেন । প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা করার আর্জি জানিয়েছিলেন । কিন্তু রাজ্যের তরফ থেকে কোনও সাড়া না পাওয়ায় তিনি হাইকোর্টের দ্বারস্থ হন । আদালতে অবশ্য রাজ্যের অ্যাডভোকেট জেনারেল জানান, শুভেন্দু অধিকারীর নেতাই যাওয়ার ক্ষেত্রে কোনও অনুমতির প্রয়োজন নেই ।

পাশাপাশি যেহেতু হাইকোর্টের নির্দেশ আছে তাই তার যাওয়া-আসার সময় নিরাপত্তা দেবে রাজ্য সরকার । তবে 7 জানুয়ারির আগে তার যাওয়ার বিষয়ে আগাম জানাতে হবে রাজ্যকে । ওইদিন বেলা সাড়ে 12টা থেকে বিকেল চারটের মধ্যে নেতাই গণহত্যা শহিদদের স্মৃতিতে মালা দিতে সেখানে যাবেন রাজ্যের বিরোধী দলনেতা ৷ এর আগে গত জুলাই মাসে হাইকোর্টের নির্দেশ দিয়েছিল রাজ্যকে শুভেন্দু অধিকারী প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা করার ।

আরও পড়ুন : Suvendu Adhikari slams State Government : করোনার বাড়বাড়ন্তে ‘নবান্ন মেড’ তত্ত্ব এনে রাজ্যকে নিশানা শুভেন্দুর

এমনিতে শুভেন্দু অধিকারী কেন্দ্রের দেওয়া জেড ক্যাটাগরির নিরাপত্তা পান । পাশাপাশি রাজ্যের তরফে জানানো হয়েছিল, কোনও পরিস্থিতিতে তাঁর যদি কোনও বাড়তি নিরাপত্তার প্রয়োজন হয়, সেক্ষেত্রে কেন্দ্র ও রাজ্যের মধ্যে আলোচনা করে তাঁকে নিরাপত্তা দেওয়া হবে । যদিও শুভেন্দু কলকাতা হাইকোর্টে অভিযোগ জানিয়েছিলেন, যাতায়াতের পথে তাঁর যে স্থানীয় পুলিশ-প্রশাসনের নিরাপত্তা লাগে সেটা রাজ্যের তরফে পর্যাপ্ত দেওয়া হচ্ছে না । তারপরই শুভেন্দু অধিকারী নিরাপত্তার জন্য পাইলটকারের ব্যবস্থা করা হবে বলে হাইকোর্টে জানিয়েছিল রাজ্য সরকার ।

আরও পড়ুন : Suvendu Slams Firhad Hakim : মুখ্যমন্ত্রীর কাছে ফিরহাদকে ছাপ্পাশ্রী দেওয়ার ‘অনুরোধ’ শুভেন্দুর

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.