Suvendu Slams Firhad Hakim : মুখ্যমন্ত্রীর কাছে ফিরহাদকে ছাপ্পাশ্রী দেওয়ার ‘অনুরোধ’ শুভেন্দুর

author img

By

Published : Dec 28, 2021, 7:35 PM IST

suvendu adhikari slams tmc on their kmc election 2021 win

পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে হনুমান পুজোয় অংশ নিলেন বিরোধী দলনেতা তথা স্থানীয় বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari attends Hanuman Puja at Nandigram) ৷ সেখানেই তিনি কলকাতা পৌরনিগমের ভোটে তৃণমূলের জয় নিয়ে কটাক্ষ করেন ৷

নন্দীগ্রাম, 28 ডিসেম্বর : কলকাতা পৌরনিগমের ভোটে (KMC Election 2021) তৃণমূল কংগ্রেসের জয় নিয়ে ফের সমালোচনা করলেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Leader of Opposition Suvendu Adhikari) ৷ তাঁর কটাক্ষ, ‘‘ফিরহাদ হাকিমকে অবিলম্বে ছাপ্পাশ্রী দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব ৷’’

মঙ্গলবার নিজের বিধানসভা এলাকা নন্দীগ্রামের একটি হনুমান পুজোয় অংশ নেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari attends Hanuman Puja at Nandigram) ৷ সেখানে তিনি উপস্থিত জনতার উদ্দেশ্য়ে ভাষণও দেন ৷ তখনই তিনি এই মন্তব্য করেছেন ৷

প্রসঙ্গত, গত 19 ডিসেম্বর কলকাতা পৌরনিগমের নির্বাচন হয় ৷ সেই নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগে সরব হয় বিজেপি ৷ শুভেন্দু নিজে ভোটের সন্ধ্যায় পরিষদীয় প্রতিনিধিদল নিয়ে রাজ্যপাল জগদীপ ধনকড়ের কাছে যান ৷ মঙ্গলবার আরও একবার এই নিয়ে সমালোচনায় সরব হলেন শুভেন্দু ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, আজই কলকাতা পৌরনিগমের মেয়র হিসেবে শপথ নিলেন ফিরহাদ হাকিম ৷ সাংবাদিকরা শুভেন্দুর সামনে এই প্রসঙ্গ তুলতেই তিনি জানান, এই জয় মানুষের রায়ে হয়নি ৷ এরপর তিনি বলেন, ‘‘ফিরহাদ হাকিমকে অবিলম্বে ছাপ্পাশ্রী দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব ।’’ (Suvendu adhikari slams tmc on their kmc election 2021 win)

এদিকে এদিন নন্দীগ্রাম বাজারে যে হনুমান পুজোর অনুষ্ঠানে হাজির হয়েছিলেন শুভেন্দু, সেই অনুষ্ঠানে গত বছর ব্যাপক গোলমাল হয়েছিল ৷ অনুষ্ঠানে যোগ দিতে আসা মানুষকে মারধর করার অভিযোগ উঠেছিল ৷ এদিন শুভেন্দু সেই প্রসঙ্গ তোলেন ৷ তাঁর দাবি, যাঁরা হামলা করেছিলেন, তাঁদের ঈশ্বর শাস্তি দিয়েছেন ৷

ফিরহাদকে ছাপ্পাশ্রী দেওয়ার দাবি শুভেন্দুর

তিনি আরও বলেন, ‘‘আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অতীতের ভেঙে পড়া ধর্মীয়স্থানগুলিকে সাজিয়ে তুলছেন । ভারতের অন্যান্য রাজ্যের পাশাপাশি এরাজ্যের ধর্মীয় প্রতিষ্ঠানগুলিও প্রধানমন্ত্রী ও যোগীজির হাত ধরে সেজে উঠবে ।’’

আরও পড়ুন : Suvendu Adhikari targets Mukul Roy : মুকুল রায়কে ‘পাগল’ বলে কটাক্ষ শুভেন্দুর

অন্যদিকে এদিন নন্দীগ্রামের টেঙ্গুয়া মোড় থেকে নন্দীগ্রাম টাউন ক্লাব নতুন বাজার পর্যন্ত পদযাত্রা হয় । পদযাত্রায় পা মেলান স্থানীয় বিধায়ক শুভেন্দু অধিকারী ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.