ETV Bharat / city

Jagdeep Dhankhar : আইনশৃঙ্খলা নিয়ে সরব রাজ্যপাল, চিঠি পাঠালেন মুখ্যমন্ত্রীকে

author img

By

Published : Jun 15, 2021, 6:02 PM IST

Updated : Jun 15, 2021, 7:14 PM IST

মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠালেন রাজ্যপাল ৷ রাজ্যে ভোট পরবর্তী হিংসা নিয়ে কেন নীরব মমতা বন্দ্য়োপাধ্য়ায় ? কার্যত এই প্রশ্ন তুলেই মুখ্য়মন্ত্রীকে চিঠি পাঠিয়েছেন ধনকড় ৷ পরে সেই চিঠি টুইটারে পোস্টও করেন তিনি ৷

Governor Jagdeep Dhankar sends letter to CM Mamata Banerjee to restore law and order in the state
Jagdeep Dhankar letter to Mamata Banerjee : আইনশৃঙ্খলা সরব রাজ্যপাল, চিঠি পাঠালেন মুখ্যমন্ত্রীকে

কলকাতা, 15 জুন : রাজ্যে নির্বাচন পরবর্তী হিংসা নিয়ে ফের সরব রাজ্যপাল জগদীপ ধনকড় (Governor Jagdeep Dhankhar) ৷ এতদিন এ নিয়ে বারবার মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের (CM Mamata Banerjee) সরকারকে কাঠগড়ায় তুললেও এবার সরাসরি মুখ্যমন্ত্রীকেই চিঠি লিখলেন রাজ্য়ের প্রশাসনিক প্রধান ৷ মমতা বন্দ্য়োপাধ্যায়কে অবিলম্বে এই বিষয়ে পদক্ষেপ করারও আবেদন জানিয়েছেন ধনকড় ৷ চিঠিতে তাঁর অভিযোগ, ভোটের পর রাজ্যজুড়ে অশান্তির পরও এই বিষয়ে মুখ খোলেননি মমতা ৷ কেন এই নীরবতা ? কার্যত সেই প্রশ্ন তুলেই মুখ্য়মন্ত্রীকে চিঠি পাঠিয়েছেন ধনকড় ৷ পরে সেই চিঠি টুইটারে পোস্টও করেন তিনি ৷

মঙ্গলবার দেড় পাতার এই চিঠির শুরুতেই মুখ্যমন্ত্রীর অবস্থান (ভোট পরবর্তী হিংসার বিষয়ে) নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যপাল ৷ তাঁর দাবি, একুশের ভোট পর্ব মেটার পর থেকে এখনও পর্যন্ত রাজ্যজুড়ে হিংসার ঘটনা ঘটে চলেছে ৷ বহু মানুষ খুন হয়েছেন, কোটি কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়েছে, মহিলাদের সম্ভ্রমহানি করা হয়েছে, অথচ মুখ্যমন্ত্রী নীরব থেকেছেন ৷ মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের এই আচরণে তিনি যে অত্যন্ত ব্যথিত, তা স্পষ্ট ভাষাতেই জানিয়েছেন রাজ্যপাল ৷

আরও পড়ুন : Jagdeep Dhankhar : শুভেন্দুর অভিযোগ পেয়েই দিল্লি যাত্রা ধনকড়ের, সফর নিয়ে জল্পনা

ধনকড়ের অভিযোগ, আক্রান্তদের পাশে দাঁড়াতে সরকারের তরফে কোনও উদ্যোগই নেওয়া হয়নি ৷ এমনকী, নতুন সরকার গঠনের পর এখনও পর্যন্ত মন্ত্রিসভার কোনও বৈঠকেও মুখ্যমন্ত্রীকে এ নিয়ে মুখ খুলতে দেখা যায়নি ৷ রাজ্যপালের মতে, এর ফলে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে ৷ যা গণতন্ত্রের কাছে অত্যন্ত লজ্জার ৷ ধনকড়ের ভাষায় স্বাধীনতার পর থেকে এখনও পর্যন্ত এত করুণ পরিস্থিতি রাজ্যে আগে কখনও তৈরি হয়নি ৷

  • Constrained to conveyed @MamataOfficial that continued silence & inaction over post poll violence, violation of human rights & dignity of women, destruction of property, perpetuation of miseries on political opponents- worst since independence, ill augurs for democracy. pic.twitter.com/zoNewdpEob

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) June 15, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

গোটা ঘটনায় রাজ্য়ের প্রশাসন ও পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছিলেন রাজ্যপাল ৷ তাঁর মতে, মানুষ যখন আক্রান্ত হচ্ছেন, তখন পুলিশ প্রশাসন তাঁদের সহযোগিতায় এগিয়ে আসবে, এটাই কাম্য ছিল ৷ কিন্তু তেমন কোনও ঘটনা ঘটেনি ৷ বরং পুলিশ ও প্রশাসনের প্রতিনিধিরা শাসকদলের হয়েই কাজ করে চলেছে ৷ আর এই সুযোগে শাসকদলের হার্মাদরা অত্যাচার করে গিয়েছে ৷

প্রসঙ্গত, ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের পাশে দাঁড়াতে সম্প্রতি জেলা সফরেও গিয়েছিলেন রাজ্যপাল ৷ চিঠিতে সেই অভিজ্ঞতাও তুলে ধরেছেন তিনি ৷ জানিয়েছেন, গত 13 থেকে 15 মে হিংসা কবলিত কোচবিহার ও নন্দীগ্রামের পাশাপাশি অসমের রংপাগলি শিবিরেও গিয়েছিলেন তিনি ৷ সেখানে আক্রান্তদের মুখে তাঁদের যন্ত্রণার কথা শুনেছেন ধনকড় ৷ মুখ্যমন্ত্রীর কাছে তাঁর প্রশ্ন, একটা গণতান্ত্রিক দেশে এমন ঘটনা ঘটে কীভাবে ?

সম্প্রতি নারদ কাণ্ডে (Narada Case) চার হেভিওয়েটকে গ্রেফতার করে সিবিআই ৷ তার প্রতিবাদে কার্যত হুলুস্থূল বাধে কলকাতার নিজাম প্য়ালেসের বাইরে ৷ স্বয়ং মুখ্যমন্ত্রী নিজাম প্য়ালেসে গিয়ে দীর্ঘক্ষণ সেখানেই বসে থাকেন ৷ চিঠিতে এই ঘটনারও সমালোচনা করেছেন রাজ্যপাল ৷ সবশেষে হিংসা মোকাবিলায় মুখ্যমন্ত্রীকে যথাযথ পদক্ষেপ করার আর্জি জানিয়েছেন ধনকড় ৷ তাঁর পরামর্শ, বিষয়টি নিয়ে রাজ্য মন্ত্রিসভাতেও আলোচনা করা হোক ৷

আরও পড়ুন : রাজভবনের 'অধিকার' কেড়ে দিনের শেষে শোভন বাড়ল নাকতলার

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবে দায়িত্ব গ্রহণের পর থেকেই মমতা বন্দ্য়োপাধ্য়ায় এবং তাঁর সরকারের সঙ্গে কার্যত সম্মুখ সমর শুরু হয়েছে জগদীপ ধনকড়ের ৷ রাজ্য়ের আইনশৃঙ্খলা নিয়ে তাঁর অভিযোগ নতুন কিছু নয় ৷ বিধানসভা ভোটের পর রাজ্য়জুড়ে হিংসার বাতাবরণ তৈরি হয়েছে বলেও বহুবার অভিযোগ তুলেছেন তিনি ৷ এবার এই বিষয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নীরবতার অভিযোগ তুলে কার্যত তাঁকেই গোটা পরিস্থিতির জন্য দায়ী করলেন ধনকড় ৷

Last Updated : Jun 15, 2021, 7:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.