ETV Bharat / city

Firhad Meets World Bank Officials: পৌর উন্নয়নে ঋণ পেতে বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক ফিরহাদের

author img

By

Published : Oct 17, 2022, 7:59 PM IST

একাধিক পৌর এলাকার উন্নয়নে ঋণ পেতে বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করলেন নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Meets World Bank Officials)৷ বৈঠকে গঙ্গাপাড়ের সৌন্দর্যায়ন-সহ নানা বিষয়ে আলোচনা হয়েছে (Firhad Hakim)৷

Firhad Hakim meets with representatives of World Bank to get loans for municipal development
পৌর উন্নয়নে ঋণ পেতে বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক ফিরহাদের

কলকাতা, 17 অক্টোবর: গঙ্গাপাড়ের সৌন্দর্যায়ন থেকে বিভিন্ন পৌর এলাকার নিকাশি, পানীয় জল সমস্যা থেকে সেতু নির্মাণ - এমন নানা উন্নয়ন কর্মে বিশ্ব ব্যাংকের ঋণ পেতে চাইছে রাজ্যের পৌর ও নগরোন্নয়ন দফতর (Firhad Meets World Bank Officials)। তাই এ দিন কলকাতা পৌরনিগমের কেন্দ্রীয় ভবনে এমন একাধিক বিষয় নিয়ে বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করলেন নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। বৈঠকে ছিলেন দফতরের সচিব খলিল আহমেদও ।

পৌর ও নগরোন্নয়ন দফতর সূত্রে জানা গিয়েছে, কলকাতা এবং হাওড়ার সার্বিক উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে । এ ছাড়াও রাজ্যের একাধিক পৌর এলাকার পানীয় জল, নিকাশি, বর্জ্য ব্যবস্থাপনা-সহ বিভিন্ন বিষয়ে বিশ্ব ব্যাংককে ঋণ দেওয়ার জন্য আবেদন করা হয়েছে ।

মূলত গঙ্গাপাড় ঢালাই এবং সৌন্দর্যায়নের বিষয়ে এ দিনের বৈঠকে আলোচনা হয় । কলকাতার গঙ্গার পাড়ে খানিকটা ঢালাই করা হলেও টানা কাজ হয়নি আর্থিক সমস্যার জেরে । বিশ্ব ব্যাংকের অর্থ পেলে সেই কাজ করা সম্ভব হবে বলে জানান মেয়র । দুই তিন জায়গায় সেতু করার পরিকল্পনাও জানানো হয়েছে ।

আরও পড়ুন: দীপাবলির আগে শহর জুড়ে মিষ্টির দোকানে অভিযান কলকাতা পৌরনিগমের

সংশ্লিষ্ট সমস্ত বিভাগ এবং বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে প্রয়োজনে একটি কমিটি তৈরি হবে । কোথায় কী কাজ করা সম্ভব, কত বরাদ্দ মিলতে পারে, সেই কমিটি সরেজমিনে খতিয়ে দেখবে । তারপরেই প্রকল্প অনুযায়ী ঋণের অর্থ বরাদ্দ হবে । আগামী 15 দিন পর ফের এ বিষয়ে একটি বৈঠক হওয়ার সম্ভবনা আছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.