ETV Bharat / city

ED Raids in Businessman House: সাতসকালে গার্ডেনরিচে পরিবহণ ব্যবসায়ীর বাড়িতে ইডি'র হানা

author img

By

Published : Sep 10, 2022, 10:52 AM IST

Updated : Sep 10, 2022, 1:30 PM IST

ED Raids in Businessman House
ED Raids in Businessman House

গার্ডেনরিচে এক পরিবহণ ব্যবসায়ীর বাড়িতে হানা দিল ইডি ৷ ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি অভিযান চালাচ্ছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটর গোয়েন্দারা (Enforcement Directorate)। পরিবহণ ব্যবসায়ীর (Businessman) নাম নিসার খান । তবে সঠিক কী কারণে তাঁর বাড়িতে এই তল্লাশি অভিযান, তা জানা যায়নি ৷ বেআইনি আর্থিক লেনদেনের (Money Laundering) অভিযোগ রয়েছে ব্যবসায়ীর বিরুদ্ধে বলে সূত্রের খবর ৷

কলকাতা, 10 সেপ্টেম্বর: সাতসকালে কেন্দ্রীয় বাহিনী নিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটর (Enforcement Directorate) গোয়েন্দারা হাজির হলেন কলকাতা বন্দর এলাকার গার্ডেনরিচের (Garden Reach) এক পরিবহণ ব্যবসায়ীর (Businessman) বাড়িতে । এদিন সিজিও কমপ্লেক্স (CGO Complex) থেকে বেশ কয়েকটি সিবিআই-এর গাড়ি বের হয় । তাদের মধ্যে একটি দল কলকাতার গার্ডেনরিচে ওই পরিবহণ ব্যবসায়ীর বাড়িতে হাজির হন বলে সূত্রের খবর ।

জানা গিয়েছে, ওই পরিবহণ ব্যবসায়ীর নাম নিসার খান (Nisar Khan) । তিনি দীর্ঘদিন ধরে পরিবহণ ব্যবসার সঙ্গে যুক্ত । কিন্তু সঠিক কী কারণে ওই ব্যবসায়ীর বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটর গোয়েন্দারা অভিযান চালিয়েছেন সেই সম্পর্কে স্পষ্টভাবে এখনও কিছু জানা যায়নি ।

ইডি সূত্রের খবর, সকালবেলা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের (Central Force) নিয়ে গার্ডেনরিচের ওই ব্যবসায়ীর বাড়িতে প্রথমে হাজির হন ইডি আধিকারিকেরা । ওই ব্যবসায়ীর বাড়ির বাইরে দাঁড়িয়েই তাঁকে ফোন করতে থাকেন গোয়েন্দারা ৷ কিন্তু ব্যবসায়ীর তরফে তাঁদের ফোনের কোন উত্তর আসেনি ৷ ইডি সূত্রে জানা গিয়েছে, গোয়েন্দারা বারংবার ওই ব্যবসায়ীর বাড়ির দরজার কড়া নাড়তে থাকেন । বেশ কয়েকবার ডাকাডাকির পর অবশেষে ওই ব্যবসায়ীর বাড়ি থেকে একজন বৃদ্ধ এসে দরজা খুলে দেন । এরপরই ইডির গোয়েন্দারা ওই ব্যবসায়ীর ঘরের ভিতরে ঢোকেন ।

আরও পড়ুন: সায়গলকে দিল্লি নিয়ে গিয়ে জেরা, ইডি আবেদন খারিজ আদালতের

সূত্রের খবর, ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি অভিযান চালাচ্ছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটর গোয়েন্দারা (ED Raids in Businessman House) । সঠিক কী কারণে তাঁর বাড়িতে এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে সেই ব্যাপারে মুখ খুলতে চাননি ইডির আধিকারিকেরা । তবে যেটা অনুমান করা হচ্ছে বেআইনি আর্থিক লেনদেন (Money Laundering Case) সংক্রান্ত কোনও মামলাতেই নিসার খান নামে ওই পরিবহণ ব্যবসায়ীর (Transport businessman) বাড়িতে আজ তল্লাশি অভিযান চালাচ্ছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটর গোয়েন্দারা (ED) ।

Last Updated :Sep 10, 2022, 1:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.