ETV Bharat / city

Sehgal Hossain Case: সায়গলকে দিল্লি নিয়ে গিয়ে জেরা, ইডি’র আবেদন খারিজ আদালতের

author img

By

Published : Sep 10, 2022, 10:42 AM IST

Updated : Sep 10, 2022, 12:10 PM IST

ইডি’র (ED) আবেদন খারিজ ৷ দিল্লি নিয়ে গিয়ে সায়গল হোসেনকে (Sehgal Hossain) জেরা করার আবেদন খারজি করে দিল রাউজ অ্যাভিনিউ আদালত ৷ দিল্লির এই আদালত রাজ্যের আদালতের রায়ে হস্তক্ষেপ করতে নিষেধ করেছে বলে জানা গিয়েছে ৷

delhi-rouse-avenue-court-rejects-ed-appel-to-interrogate-sehgal-hossain
delhi-rouse-avenue-court-rejects-ed-appel-to-interrogate-sehgal-hossain

কলকাতা, 10 সেপ্টেম্বর: দিল্লি নিয়ে গিয়ে বা আসানসোলের সংশোধনাগারে গিয়েও ইডি আধিকারিকরা জেরা করতে পারবেন না অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনকে (Sehgal Hossain) ৷ ইডি’র আবেদন খারিজ করে এমনটাই জানিয়েছে দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট (Delhi Rouse Avenue Court) ৷ সেখানকার বিচারক জানিয়েছেন, সায়গল হোসেনকে দিল্লির কোনও আদালত জেল হেফাজতে পাঠায়নি ৷ ফলে তাঁরা এ বিষয়ে হস্তক্ষেপ করবে না ৷

প্রসঙ্গত, গরুপাচার (Cattle Smuggling) মামলায় সায়গল হোসেনের বেআইনি আর্থিক লেনদেন ও আয় বহির্ভূত সম্পত্তি হিসাব সংক্রান্ত মামলায় ইডি তদন্ত শুরু করেছে ৷ সেই তদন্তের স্বার্থে আসানসোল জেল থেকে সায়গল হোসেনকে দিল্লিতে নিয়ে আসতে চেয়ে সেখানকার রাউজ অ্যাভিনিউ আদালতে আবেদন করেছিল ইডি ৷ প্রয়োজনে আসানসোলের জেলে গিয়েও জেরা করতে রাজি ছিল কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা ৷ কিন্তু, সেই দু’টি আবেদনই খারিজ করে দিয়েছে দিল্লির আদালত ৷

জানা গিয়েছে, আদালত স্পষ্টভাবে জানিয়েছে, সায়গল হোসেনের বিরুদ্ধে দিল্লিতে কোনও মামলা নেই ৷ এমনকি তাঁকে দিল্লির জেলেও রাখা হয়নি বা দিল্লির কোনও আদালত তাঁকে জেল হেফাজত দেয়নি ৷ পুরো বিষয়টি পশ্চিমবঙ্গের আদালতে বিচারাধীন ৷ ফলে, সেই মামলায় দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত হস্তক্ষেপ করতে চায়নি ৷ আদালত এই যুক্তিতেই ইডি’র সায়গল হোসেনকে দিল্লিতে নিয়ে গিয়ে জেরা করা আবেদন খারিজ করে দিয়েছে ৷ পাশাপাশি, এ বিষয়ে আসানসোলের যে সিবিআই আদালতে এই মামলা চলছে, সেখানে গিয়ে ইডি-কে আবেদন করার পরামর্শ দিয়েছে দিল্লির কোর্ট ৷

আরও পড়ুন: মঙ্গলকোট বিস্ফোরণ মামলায় বেকসুর খালাস অনুব্রত মণ্ডল

প্রসঙ্গত, 2020 সাল থেকে গরুপাচার মামলায় সিবিআই তদন্ত শুরু করেছে ৷ এই তদন্তে নেমে গরুপাচারে ধৃত এনামুল হকের সঙ্গে সায়গলের যোগসূত্র পায় সিবিআই ৷ সেই সূত্রে কয়েক মাস আগে সায়গল হোসেনকে গ্রেফতার করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ৷ আর তার পরপরই অনুব্রত মণ্ডলকেও (Anubrata Mondal) গ্রেফতার করে সিবিআই ৷ বর্তমানে দু’জনেই আসানসোলের জেলে বন্দি ৷ এই মামলায় বেআইনি আর্থিক লেনদেনের বিষয়ে তদন্ত শুরু করেছে ইডি ৷ সেই সূত্রেই সায়গল হোসেনকে জেরা করতে চাইছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ৷

Last Updated : Sep 10, 2022, 12:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.