ETV Bharat / city

Dilip Ghosh Criticises TMC: ধৈর্যের বাঁধ ভেঙেছে, প্রাথমিকের টেট উত্তীর্ণদের পাশে দিলীপ

author img

By

Published : Oct 18, 2022, 10:28 AM IST

dilip-ghosh-criticises-tmc-over-corruption-issues
Dilip Ghosh Criticises TMC Over Corruption Issues

নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে রেশন ও জব কার্ডের টাকা লুঠ ৷ একাধিক ইস্যুতে রাজ্যের শাসকদলকে নিশানা বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh Criticises TMC Over Corruption Issues) ৷ সেই সঙ্গে এও জানালেন, খুব বেশিদিন এই সরকার টিকবে বলে তিনি মনে করেন না ৷

বিধাননগর, 18 অক্টোবর: নিয়োগপত্রের দাবিতে সল্টলেকে এপিসি ভবন অভিযান করেছে 2014 সালে প্রাথমিকের টেটে উত্তীর্ণরা (West Bengal TET Students Protest) ৷ এবার সেই আন্দোলনকারীদের সমর্থন করলেন বিজেপি সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh Criticises TMC Over Corruption Issues) ৷ জানালেন, 7-8 বছর ধরে ন্যায্য নিয়োগের দাবিতে অবস্থান বিক্ষোভ করছেন চাকরিপ্রার্থীরা (Primary TET Candidates Protest West Bengal ) ৷ কিন্তু, সরকার তাঁদের দাবিতে কর্ণপাত করছে না ৷ সেই সঙ্গে নাম না করেই চাকরিপ্রার্থীদের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা বৈঠকের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘‘কয়েকজন চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈঠক করা হচ্ছে ৷ তার পর আর কোনও হেলদোল নেই ৷ ড্রামা চলছে রাজ্যের ৷ তাই সকলের ধৈর্যের বাঁধ ভাঙছে ৷’’

এদিন দিলীপ ঘোষের মুখে ফের একবার বর্তমান রাজ্য সরকারের পতনের কথা শোনা যায় ৷ তিনি বলেন, ‘ইডি-সিবিআই যেভাবে একের পর এক নেতা মন্ত্রীকে গ্রেফতার করছে, তাতে সরকার চালানো লোক থাকবে না ৷ এই সরকার আর কতদিন থাকবে, তা নিয়ে সংশয় রয়েছে ৷’’ এ প্রসঙ্গে শুভেন্দু অধিকারীর ‘ডিসেম্বরের মধ্যে সরকার বদল’ মন্তব্য নিয়ে দিলীপ ঘোষ বলেন, ‘শুভেন্দুবাবু যেটা বলেছেন, সেটার ব্যাখ্যা উনিই দিতে পারবেন ৷ তবে, সত্যি কথা এটাই যে, আর কয়েকদিন বাদে সরকার চালানোর লোক পাবেন না মুখ্যমন্ত্রী ৷’’

প্রাথমিকের টেটে উত্তীর্ণদের পাশে দিলীপ

আরও পড়ুন: 2014 টেট চাকরিপ্রার্থীদের বিক্ষোভে উত্তপ্ত করুণাময়ী চত্বর

এ দিন রাজ্যে রেশন কার্ড ও জব কার্ড দুর্নীতি (Job card corruption) নিয়েও সরব হন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি ৷ বলেন, ‘‘প্রায় 62 লক্ষ রেশন কার্ড বাতিল হয়েছে ৷ যেগুলি আসল ব্যক্তির কাছে যায়নি ৷ মানুষকে তাঁর অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে ৷ তাই কেন্দ্র রেশন কার্ড বন্ধ করে দিয়েছে ৷ এতগুলি রেশন কার্ড থেকে কয়েক হাজার কোটি টাকা লুঠ করেছে তৃণমূলের নেতা-মন্ত্রীরা ৷ অন্যদিকে, প্রায় 14 লক্ষ জব কার্ড বাতিল করা হয়েছে ৷ সেখানেও আসল লোকের কাছে কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পৌঁছচ্ছে না ৷ কোনও তৃণমূল নেতা বা অন্য কারও কাছে ওই জব কার্ড পড়ে আছে ৷ আর ব্যাংক অ্যাকাউন্টের নম্বরও অন্য লোকের দেওয়া ৷ এ ভাবে কয়েক হাজার কোটি টাকা লুঠ করেছে ৷ তাই কেন্দ্র সরকার প্রকল্পের টাকা বন্ধ করে দেবেই ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.