ETV Bharat / city

Congress Protest: ডেঙ্গি রোধে ব্যর্থ ফিরহাদের নেতৃত্বাধীন কলকাতা পৌরনিগম, অভিযোগ তুলে বিক্ষোভ কংগ্রেসের

author img

By

Published : Oct 13, 2022, 7:44 PM IST

কলকাতায় এবছর ডেঙ্গি পরিস্থিতি কিছুটা গুরুতর (Dengue condition in Kolkata) ৷ এই অবস্থায় কলকাতা পৌরনিগম ও মেয়র ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলে বিক্ষোভ দেখায় কংগ্রেস (Congress protest against Dengue situation) ৷

ETV Bharat
Kolkata dengue protest

কলকাতা, 13 অক্টোবর: শহর কলকাতায় প্রায় প্রতিদিনই বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা । চলতি বছরে এখনও পর্যন্ত শুধুমাত্র কলকাতাতেই 27 জন ডেঙ্গি আক্রান্তের মৃত্যু হয়েছে (Dengue condition in Kolkata) । ডেঙ্গি রোধে এবং মানুষকে নিরাপত্তা দিতে কলকাতা পৌরনিগম ব্যর্থ, এই অভিযোগ তুলে বৃহস্পতিবার কংগ্রেসের তরফে কলকাতা পৌরনিগমের সদর দফতর অভিযানের ডাক দেওয়া হয় ।

এদিনের কর্মসূচিতে মধ্য কলকাতা জেলা কংগ্রেস সভাপতি সুমন পালের নেতৃত্বে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের (Kolkata Mayor Firhad Hakim) কুশপুতুল দাহ করে প্রতিবাদ জানানো হয় । এলিট সিনেমার সামনে থেকে মিছিল করে কলকাতা পৌরনিগমের দিকে কংগ্রেস সমর্থকরা এগোতেই তাঁদের আটকায় পুলিশ । সেখানেই স্লোগানিং চলে । পরে ফিরহাদ হাকিমের কুশপুতুল দাহ করেন কংগ্রেস কর্মীরা ৷

আরও পড়ুন: ডেঙ্গি ঠেকাতে ড্রোন দিয়ে ওষুধ স্প্রে করালেন বরো চেয়ারম্যান

এদিনের বিক্ষোভ প্রসঙ্গে কংগ্রেস নেতা সুমন পালের বক্তব্য, "ভোট লুট করে কলকাতার মেয়র হয়েছিলেন ফিরহাদ হাকিম । তারপরেও কলকাতার মানুষকে পরিষেবা দিতে ব্যর্থ তিনি । শুধুমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঘুরে খেলা-মেলা করে কাটাচ্ছেন । তাই আমরা বলতে চাই, খেলা-মেলা শেষ ৷ এবার মানুষের জন্য কিছু করুন । না-হলে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর নির্দেশ মতো আগামীতে বৃহত্তর আন্দোলনে নামা হবে ।"

কলকাতা পৌরনিগমের বিরুদ্ধে বিক্ষোভ কংগ্রেসের

কলকাতা-সহ রাজ্যের কয়েকটি এলাকায় প্রায় প্রতিদিনই বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা । সার্বিকভাবে রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন স্বাস্থ্য দফতরও । কলকাতা পৌরনিগমের তরফেও দাবি করা হয়েছে তারা ডেঙ্গি রোধে সচেষ্ট (Dengue in Kolkata) ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.