Cyclone Asani : অশনি মোকাবিলায় প্রস্তুত রাজ্য, নবান্ন থেকেই জেলার দিকে নজর মুখ্যমন্ত্রীর

author img

By

Published : May 10, 2022, 4:32 PM IST

cm-mamata-to-monitor-cyclone-asani-situation-from-nabanna

ঘূর্ণিঝড় অশনি (Cyclone Asani) মোকাবিলায় জেলা প্রশাসনগুলির যোগাযোগ রাখা হচ্ছে নবান্ন থেকে৷ সামগ্রিক পরিস্থিতির উপর নবান্ন থেকেই নজর রাখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata to Monitor Cyclone Asani Situation from Nabanna) ৷

কলকাতা, 10 মে : ঘূর্ণিঝড় অশনি (Cyclone Asani) মোকাবিলায় প্রস্তুত প্রশাসন । ইতিমধ্যেই এই ঘূর্ণিঝড় মোকাবিলায় মুখ্য সচিবের নেতৃত্বে উপকূলবর্তী জেলাগুলির সঙ্গে নিরবিচ্ছিন্ন যোগাযোগ রেখে চলা হচ্ছে প্রশাসনের তরফে । গোটা বিষয়টি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Bengal CM Mamata Banerjee) নেতৃত্বে চলছে । নবান্ন থেকেই সামগ্রিক পরিস্থিতির উপর নজর রাখবেন তিনি (CM Mamata to Monitor Cyclone Asani Situation from Nabanna) । নবান্নের তরফ থেকে এই তথ্য পাওয়া গিয়েছে ৷

ইতিমধ্যেই এই ঘূর্ণিঝড়ের কারণে তাঁর জেলা সফর পিছিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী । কাজেই নবান্নের তরফে এই দুর্যোগ মোকাবিলায় সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে । নবান্ন সূত্রের খবর অনুযায়ী, জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে । বৃষ্টি বেশি পরিমাণে হলে লোকজনকে বিভিন্ন স্কুলে আশ্রয়ের জন্য নিয়ে আসতে বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে ।

প্রশাসনের তরফে জানা গিয়েছে, ইতিমধ্যেই সমুদ্রের তীরবর্তী এলাকায় মাইকিং শুরু করেছে জেলা প্রশাসন । দীঘা, মন্দারমনি, সাগর ও বকখালিতে যাঁরা বেড়াতে গিয়েছিলেন, তাঁদের সমুদ্র থেকে দূরে রাখার নির্দেশ দেওয়া হয়েছে । অন্যদিকে নবান্নে বিপর্যয় মোকাবিলা দফতরের যে কন্ট্রোল রুম খোলা হয়েছে, সেখান থেকে প্রতি মূহূর্তে যোগাযোগ রাখা হচ্ছে ।

দুই 24 পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলাকে নবান্নের সঙ্গে সমন্বয় রেখে চলার এবং সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী । পাশাপাশি আলিপুর আবহাওয়া দফতরের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রেখে চলছে রাজ্য সরকার ও রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতর ।

পাশাপাশি রাজ্য বিদ্যুৎ দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রীর নির্দেশে বর্ষাকালে ঝড়-বৃষ্টির কথা মাথায় রেখে বিদ্যুৎ সংক্রান্ত সমস্যার খবর ও দ্রুত মেরামতের লক্ষ্যে আজ, মঙ্গলবার থেকে বিদ্যুৎভবনে একটি কন্ট্রোল রুম খোলা থাকছে । 24 ঘণ্টাই সেখান থেকে পরিষেবা উপস্থিত থাকবেন বিদ্যুৎ দফতরের কর্মীরা । আগামী 5 নভেম্বর পর্যন্ত এই কন্ট্রোল রুম খোলা থাকবে ৷

আরও পড়ুন : Cyclone Asani Update : শক্তি কমছে অশনির, আজ রাতে উত্তর অন্ধ্র-ওড়িশা উপকূলের কাছে পৌঁছবে ঘূর্ণিঝড়

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.