ETV Bharat / city

Primary Recruitment Case: প্রাথমিকে নিয়োগ দুর্নীতিতে হাইকোর্টে ফরেনসিক রিপোর্ট জমা সিবিআইয়ের

author img

By

Published : Sep 21, 2022, 4:41 PM IST

Updated : Sep 21, 2022, 5:17 PM IST

প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় (Primary Recruitment Case) কলকাতা হাইকোর্টে ফরেনসিক রিপোর্ট জমা পড়েছে ৷ বুধবার সিবিআই এই খামবন্দি রিপোর্ট জমা দিয়েছে হাইকোর্টে (CBI submits forensic report in calcutta HC)।

Primary Recruitment Case
ETV Bharat

কলকাতা, 21 সেপ্টেম্বর: প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টে ফরেনসিক রিপোর্ট জমা দিল সিবিআই (Primary Recruitment Case) । বুধবার খামবন্দি রিপোর্ট তারা আদালতে জমা দিয়েছে । উল্লেখ্য, 2014 সালের প্রাইমারি টেট পরীক্ষার পরিপ্রেক্ষিতে যে নিয়োগ হয়েছে রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে, সেই নিয়োগপত্রে কমিটির সদস্যদের সাক্ষর-সহ নিয়োগপত্র নিয়ে সন্দেহ থাকায় ফরেনসিক পরীক্ষার নির্দেশ দিয়েছিল আদালত ৷ সেই রিপোর্টই জমা দিয়েছে সিবিআই (CBI submits forensic report in calcutta HC) ।

জানা গিয়েছে, 2014 সালের প্রাথমিক টেট পরীক্ষার ভিত্তিতে রাজ্যে দু'দফায় শিক্ষক নিয়োগ হয় ৷ প্রথমে 2016 সালে 42 হাজার 989টি পদে ও পরে 2020 সালে 16 হাজারের বেশি নিয়োগ করা হয় । কিন্তু মেধাতালিকাভুক্ত প্রার্থীদের নম্বরের বিভাজন এখানও পর্যন্ত প্রকাশ করেনি প্রাথমিক শিক্ষা পর্ষদ ৷ বুধবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে এই বিষয়টিও ওঠে (Justice Abhijit Gangopadhyay) ৷ পর্ষদের আইনজীবী ওয়েবসাইটে এই নম্বর বিভাজন প্রকাশের বিষয়ে বিস্তারিত জানাতে আরও 2 দিন সময় চেয়েছেন ৷ 23 সেপ্টেম্বর পর্ষদের আইনজীবী জানাবেন তারা আর কতদিনের মধ্যে এই কাজ সম্পন্ন করতে পারবেন । এই দিনই মামলার পরবর্তী শুনানি হবে ৷

প্রাথমিকে নিয়োগ দুর্নীতিতে হাইকোর্টে ফরেনসিক রিপোর্ট জমা সিবিআইয়ের

আরও পড়ুন: কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি কার্যকর হয়নি, স্বরাষ্ট্র সচিবকে তলব হাইকোর্টের

অন্যদিকে, এদিন হাইকোর্ট নির্দেশ দিয়েছে 17 অক্টোবর পর্ষদ এবং মামলাকারীদের আইনজীবীদের বৈঠক বসতে ৷ পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠদের চাকরি পাইয়ে দেওয়ার যে অভিযোগ উঠেছে, তা দুই পক্ষের নথির পরিপ্রেক্ষিতে ওই বৈঠকে খতিয়ে দেখা হবে ৷ 31 অক্টোবর এবিষয়ে আদালতকে জানাবে দু'পক্ষ ৷ একই সঙ্গে এদিন বিচারপতি গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, 4 নভেম্বর সিবিআইকে আদালতে মৌখিকভাবে এই দুর্নীতির তদন্তের বিষয়ে জানাতে হবে ৷

Last Updated :Sep 21, 2022, 5:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.