ETV Bharat / city

BJYM Protest Rally : এসএসসি দুর্নীতির প্রতিবাদে যুব মোর্চার বিকাশ ভবন অভিযানের নেতৃত্বে তেজস্বী সূর্য

author img

By

Published : Apr 25, 2022, 6:36 PM IST

আগামিকাল বিকাশ ভবন অভিযান করবে ভারতীয় জনতা যুব মোর্চা (BJYM) ৷ স্কুল সার্ভিস কমিশনে নিয়োগের দুর্নীতির বিরুদ্ধে ডাকা ওই অভিযানের নেতৃত্ব দেবেন যুব মোর্চার জাতীয় সভাপতি তেজস্বী সূর্য (BJYM National President Tejasvi Surya) ৷ থাকবেন সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারী ৷

bjym-national-president-tejasvi-surya-will-lead-bjps-deputation-programme-in-kolkata-tomorrow
BJYM Protest Rally : এসএসসি দুর্নীতির প্রতিবাদে যুব মোর্চার বিকাশ ভবন অভিযানের নেতৃত্বে তেজস্বী সূর্য

কলকাতা, 25 এপ্রিল : স্কুল সার্ভিস কমিশনের নিয়োগে দুর্নীতির (SSC Recruitment Scam Case) যে অভিযোগ উঠেছে, তার প্রতিবাদে আগামিকাল, মঙ্গলবার বিকাশভবন অভিযান কর্মসূচির ডাক দিয়েছে বিজেপির যুব মোর্চা । আর এই কর্মসূচির নেতৃত্ব দেবেন ভারতীয় জনতা যুব মোর্চার জাতীয় সভাপতি তেজস্বী সূর্য (BJYM National President Tejasvi Surya will Lead BJPs Deputation Programme in Kolkata Tomorrow) । থাকবেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (BJP State President Sukanta Majumder) ও বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Bengal LoP Suvendu Adhikari) । তিনটি জায়গা থেকে মিছিল বিকাশ ভবন অভিযান করবে । এই অভিযানে প্রায় 10 হাজার ছাত্র-যুবদের সামিল করার চ্যালেঞ্জ নিয়েছে যুব মোর্চা ।

তাদের অভিযোগ, স্কুল সার্ভিস কমিশন-সহ রাজ্য সরকারের একাধিক দফতরে নিয়োগে স্বজনপোষণ করা হচ্ছে । তৃণমূলের সঙ্গে যুক্ত ব্যক্তিদের লক্ষ লক্ষ টাকার বিনিময়ে নিয়োগ চলছে । চাকরি পাওয়ার যোগ্য হলেও সাধারণ ছাত্রছাত্রীদের নিয়োগপত্র দেওয়া হচ্ছে না ।

তাই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Bengal Former Education Minister Partha Chatterjee) দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তারা বিকাশ ভবন অভিযান করতে চলেছে বলে যুব মোর্চার দাবি ৷ তারা বলছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের (Bengal CM Mamata Banerjee) সরকার ক্ষমতায় আসার পর মাত্র একবার স্কুল সার্ভিস কমিশনের (School Service Commission) পরীক্ষা হয়েছে । হাজার হাজার শিক্ষিত ছেলে মেয়েদের ভবিষ্যৎ শেষ করে দিয়েছে এই সরকার । তার প্রতিবাদেই এই কর্মসূচি ।

বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রনীল খাঁ (BJYM Bengal President Indranil Khan) বলেন, "বাংলার সমস্ত বেকার যুবকদের চাকরির দাবিতে আমরা আগামিকাল বিকাশভবন ঘেরাও কর্মসূচিতে সামিল হব । শিক্ষা দফতরে ঘুঘুর বাসা তৈরি করেছে তৃণমূল । বাংলার হাজার হাজার বেকার যুবকদের ভবিষ্যতের কথা মাথায় রেখেই আমরা আন্দোলনে নামছি । প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের পদত্যাগের দাবি জানাচ্ছি ৷"

আরও পড়ুন : SSC Recruitment Scam Case : এসএসসি দুর্নীতি কাণ্ডে সিবিআইয়ের পাশাপাশি তদন্ত করবে ইডি

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.