Howrah Bally : হাওড়া থেকে আলাদা বালি পৌরসভা, বিধানসভায় ধ্বনি ভোটে পাস প্রস্তাব

author img

By

Published : Nov 12, 2021, 7:32 PM IST

Updated : Nov 12, 2021, 7:42 PM IST

bally-municipality-separated-from-howrah-corporation-assembly-adopted-resolution

বিধানসভায় ধ্বনি ভোটে পাস হয়ে গেল হাওড়ার পৌরনিগম (Howrah Corporation) থেকে বালি পৌরসভাকে (Bally Municipality) আলাদা করার প্রস্তাব ৷ জানিয়েছেন পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya) ৷

কলকাতা, 12 নভেম্বর: বালি পৌরসভা (Bally Municipality) আর হাওড়া পৌরনিগমের (Howrah Corporation) অংশ নয় । জল্পনা অনেকদিন ধরেই চলছিল । অবশেষে শুক্রবার হাওড়া পৌরনিগম থেকে বালিকে আলাদা করার প্রস্তাব পাশ হয়ে গেল বিধানসভায় ।

এদিন পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya) বিধানসভায় এই সংক্রান্ত প্রস্তাব এনে জানান, দীর্ঘদিন ধরেই ওখানকার মানুষ তাঁদের কাছে আবেদন করছিলেন । বিভিন্ন কাজে অসুবিধে হচ্ছিল । বালির ভৌগোলিক কারণও এর অন্যতম কারণ । সামান্য কাজের জন্যও বালির মানুষকে হাওড়ায় ছুটতে হয় । বালি পৌরসভা হিসেবে আলাদা হলে সাধারণ মানুষের অনেক সুরাহা হবে । তাই এই সিদ্ধান্ত নিতে হল । এই প্রস্তাবের পক্ষে বলেন কান্দির বিধায়ক অপূর্ব সরকার ও বালির বিধায়ক ডা. রাণা চট্টোপাধ্যায় । তারপরই বিরোধীশূন্য বিধানসভায় প্রস্তাবটি ধ্বনি ভোটে পাশ হয়ে যায় ।

তবে প্রস্তাব পাশ করেই বিষয়টি থেমে থাকছে না । বিষয়টিতে আইনি বৈধতা পেতে আগামী 17 নভেম্বর বিধানসভার অধিবেশনে ‘দ্য হাওড়া মিউনিসিপাল কর্পোরেশন (সংশোধনী) বিল 2021’ আনা হবে । ওইদিন বিলটি আলোচনার পর পাশ হবে । বালির বিধায়ক রাণা চট্টোপাধ্যায় বলেন, ‘‘স্থানীয় মানুষের দাবি ছিল, পৌরসভার কাজ স্থানীয় ভাবেই হোক । হাওড়া পৌরসভা অনেক দূর হওয়ায় স্থানীয় বাসিন্দাদের অসুবিধা হচ্ছিল । কিন্তু নতুন করে সরকার বালি নিয়ে সিদ্ধান্ত নেওয়ায় আমরা বালির বাসিন্দা হিসেবে খুশি ।’’

আরও পড়ুন: Bally Municipality : ফের আলাদা পৌরসভা হতে চলেছে বালি, সিদ্ধান্ত মন্ত্রিসভার বৈঠকে

এখন হাওড়া পৌরনিগমে মোট 66টি ওয়ার্ড রয়েছে । আলাদা হওয়ার পর বালি পৌরসভায় থাকবে 16টি ওয়ার্ড । আর হাওড়া পৌরনিগমের সঙ্গে থাকছে 50টি ওয়ার্ড । সরকারের মতে, এতে দু'জায়গাতেই পরিষেবার ক্ষেত্রে সুবিধে হবে ।

মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য পরে জানিয়েছেন, বালি 138 বছরের পুরনো একটি পৌরসভা । এর চরিত্রগত বৈশিষ্ট্যও আলাদা । সরকার দেখেছে পরিষেবা দিতে গিয়ে অনেক রকম অসুবিধের সম্মুখীন হতে হচ্ছে । তাই এই সিদ্ধান্ত নেওয়া ।

প্রসঙ্গত, 2015 সালে বালি পৌরসভাকে হাওড়া পৌরসভার সঙ্গে যুক্ত করা হয়‌ । তৈরি হয় হাওড়া পৌরসভার নতুন 16টি ওয়ার্ড । ওই বছরের অক্টোবর মাসে 16টি আসনে উপনির্বাচন হয় । সবক’টি আসনেই জয় পায় শাসকদল তৃণমূল । কিন্তু চলতি বছর ভোটের আগে 21 জানুয়ারি বালি পৌরসভাকে আলাদা করার প্রস্তাব মন্ত্রিসভায় পাশ হয়ে যায় । আর শুক্রবার সেই বিষয়ে প্রস্তাব আনা হয় বিধানসভার অধিবেশনে । যা ধ্বনি ভোটে পাশ হয়ে গেল ।

আরও পড়ুন : Cabinet Reshuffle : মন্ত্রিসভার রদবদলে 3 মন্ত্রীকে বাড়তি দায়িত্ব, অর্থের উপদেষ্টা অমিত

এবার আইনমাফিক হাওড়া পৌরসভাকে তার পুরনো রূপে ফিরিয়ে আনা হবে । আগের মতোই 50টি ওয়ার্ড হবে হাওড়ায় । সেই কারণে সংশোধনী বিল আনা হবে । সঙ্গে নতুন করে গঠিত হবে বালি পৌরসভা । 1862 সালে তৈরি হয় হাওড়া পৌরসভা । সেই সময় বালি ছিল হাওড়া পৌরসভার অংশ । কিন্তু 1883 সালে বালিকে হাওড়া থেকে আলাদা করে নতুন পৌরসভা গঠন করা হয়েছিল । 2015 সালের 10 জুলাই পুনরায় বালিকে হাওড়ার সঙ্গে যুক্ত করা হয়েছিল । ফের হাওড়া থেকে আলাদা হল বালি ।

আরও পড়ুন: Kolkata Book Fair: 31 জানুয়ারি শুরু হচ্ছে বইমেলা, স্বাদ মিলবে ডিজিটালেও

Last Updated :Nov 12, 2021, 7:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.