Kolkata Book Fair: করোনা টিকার দু‘টি ডোজের শংসাপত্র দেখালে তবেই মিলবে বইমেলায় ঢোকার ছাড়পত্র

author img

By

Published : Nov 12, 2021, 6:33 PM IST

Updated : Nov 12, 2021, 8:07 PM IST

international kolkata book fair to be started from 31st January, theme is Bangladesh

করোনা আবহে একবছরের বিরতির পর এবছর ফের হতে চলেছে আন্তর্জাতিক কলকাতা বইমেলা (45th International Kolkata Book Fair)। 31 জানুয়ারি থেকে শুরু হয়ে মেলা চলবে 13 ফেব্রুয়ারি পর্যন্ত । তবে মেলা প্রাঙ্গনে ঢোকার শর্ত, করোনা টিকার দু‘টি ডোজের শংসাপত্র ৷

কলকাতা, 12 নভেম্বর: আগামী 31 জানুয়ারি শুরু হচ্ছে আন্তর্জাতিক কলকাতা বইমেলা (45th International Kolkata Book Fair) । সেন্ট্রাল পার্ক মেলা প্রাঙ্গণে মেলা চলবে 13 ফেব্রুয়ারি পর্যন্ত । এবছরের থিম বাংলাদেশ (Bangladesh)। তাই আসার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার । বইমেলায় প্রবেশের জন্য করোনা টিকার দু'টি ডোজের শংসাপত্র থাকতে হবে বলে শুক্রবার জানায় গিল্ড কর্তৃপক্ষ ৷

তবে এবারের মেলা ডিজিটাল মোডেও করার ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছে বইমেলা কর্তৃপক্ষ ৷ বইপ্রেমীদের জন্য সুখবর । করোনা আবহে একবছর বন্ধ থাকার পর আবার কলকাতায় আয়োজিত হতে চলেছে আন্তর্জাতিক কলকাতা বইমেলা । এবছর বইমেলা 45তম বর্ষে পা দিচ্ছে । বুক সেলার্স অ্যান্ড পাবলিসার্স গিল্ডের পক্ষ থেকে আজ একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় । গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদিবকুমার চট্টোপাধ্যায় এবারের মেলার বেশ কয়েকটি নিয়মের কথা জানিয়েছেন ৷

আরও পড়ুন: Suicide: হাতের তালুতে সুইসাইড নোট লিখে আত্মঘাতী অন্তঃসত্ত্বা গৃহবধূ

রাজ্যে করোনার গ্রাফ কিছুটা নিম্নমুখী হলেও কোনওরকম ঝুঁকি নিতে নারাজ বইমেলা কর্তৃপক্ষ । তাই মেলা প্রাঙ্গণে ঢুকতে হবে করোনা টিকার দু‘টি ডোজের শংসাপত্র দেখিয়ে । মাস্ক পরা বাধ্যতামূলক । বজায় রাখতে হবে সামাজিক দূরত্ব ৷ তবে 18 বছরের নিচে যারা রয়েছে, তাদের মেলায় প্রবেশে বাধা দেওয়া হবে না বলেই ইঙ্গিত মিলেছে ৷

আরও পড়ুন: Suvendu Adhikari : জনগণের ট্যাক্সের টাকায় বিলাসবহুল জীবনযাপন মমতা-অভিষেকের, আক্রমণ শুভেন্দুর

করোনা টিকার দু‘টি ডোজের শংসাপত্র দেখালে তবেই মিলবে বইমেলায় ঢোকার ছাড়পত্র

এই প্রথমবার বইমেলায় থাকছে ই-পাসের ব্যবস্থা । তবে কীভাবে করা হবে সেই ব্যবস্থা, তা এখনও আলোচনার স্তরে রয়েছে ৷ অন্যদিকে, এবারে ডিজিটাল মোডেও হবে বইমেলা ৷ অর্থাৎ মেলাতে এসে তো বই কেনা যাবেই, আবার যাঁরা মেলাতে যেতে পারবেন না, তাঁরা ডিজিটালি এই মেলা উপভোগ করতে পারবেন ৷ এর জন্য মেলায় বেশ কয়েকটি ক্যামেরা বসানো থাকবে ৷ তবে ডিজিটালি বই কেনা যাবে কি না সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি গিল্ডের তরফে ।

আরও পড়ুন: Royal Bengal Tiger : সুন্দরবনে ফের দক্ষিণরায়ের দর্শন, আপ্লুত পর্যটকরা

Last Updated :Nov 12, 2021, 8:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.