ETV Bharat / city

Covid Resurges: বেসরকারি হাসপাতালগুলিতে ফের খোলা হয়েছে কোভিড ওয়ার্ড

author img

By

Published : Jun 28, 2022, 9:23 PM IST

ফের বাড়ছে করোনার সংক্রমণ (Covid-19 Infection) ৷ তাই বেসরকারি হাসপাতালগুলিতে আবারও কোভিড ওয়ার্ড খোলা শুরু হয়েছে (As Covid-19 infection rises, Kolkata private hospitals reopen Covid wards) ৷

as-covid-19-infection-rises-kolkata-private-hospitals-reopen-covid-wards
Covid Resurges: বেসরকারি হাসপাতালগুলিতে ফের খোলা হয়েছে কোভিড ওয়ার্ড

কলকাতা, 28 জুন: ফের চোখ রাঙাচ্ছে করোনা (Covid-19) । ইতিমধ্যেই সরকারি হাসপাতালগুলিতে ফের খোলা হয়েছে কোভিড ওয়ার্ড (Covid Ward) । সমস্ত রোগীকে করোনা পরীক্ষা করার পরেই শুরু হচ্ছে চিকিৎসা । তবে সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলিতেও নেওয়া হয়েছে কোভিডের ব্যবস্থাপনা । বেলভিউ, আমরি, আরএন টেগর, মেডিকার পাশাপাশি শহর কলকাতা একাধিক নামজাদা বেসরকারি হাসপাতালে ফের খোলা হয়েছে কোভিড ওয়ার্ড ।

বেলভিউ হাসপাতালে রোগীর সংখ্যা বৃদ্ধি পেতে থাকায় কোভিডের বেড সংখ্যা 5 থেকে বাড়িয়ে করা হয়েছে 20 । যখনই কোনও রোগী জ্বর, সর্দি, কাশি নিয়ে হাসপাতালে আসছে, তখনই তাঁর কোভিড টেস্ট করিয়ে রাখা হচ্ছে ওই ওয়ার্ডে ।

গত বৃহস্পতিবার পিয়ারলেস হাসপাতালে আইটিইউ ইউনিটে 8টি বেড-সহ 40টি বেডের কোভিড ওয়ার্ড পুনরায় চালু করা হয়েছে । যাঁদের মাইল্ড কোভিড, তাঁদের রাখা হচ্ছে ওই 40টি বেডের বিভাগে । আর যাঁদের খুব সিরিয়াস কন্ডিশন, তাঁদের রাখা হচ্ছে আইটিইউতে । হাসপাতাল সূত্রে খবর, ইতিমধ্যেই সেখানে ভর্তি রয়েছেন প্রায় 10 জন । আইটিইউ বিভাগে রয়েছেন একজন ।

কলকাতার আরও একটি উল্লেখযোগ্য বেসরকারি হাসপাতাল মেডিকা । সেখানেও বেশ কিছু করোনা পজিটিভ রোগী ভর্তি রয়েছেন । তবে আপাতত ওই হাসপাতালে 10টি বেডের একটি করোনা ইউনিট খোলা হয়েছে । অবস্থার বেগতিক দেখলে সেই সংখ্যাটা তাঁরা বাড়িয়ে দেবেন বলে হাসপাতাল সূত্রে খবর ।

অন্যদিকে মুকুন্দপুরের আরএন টেগর হাসপাতালে 8টি বেডের একটি কোভিড ইউনিট খোলা হয়েছে । পাশাপাশি আইসিউ বিভাগে 6টি বেড কোভিড রোগীদের জন্য বরাদ্দ করা হয়েছে ৷

আরও পড়ুন : Covid Rules for Students: স্কুলে কীভাবে মানবেন কোভিড বিধি ? দেখুন কী বলছেন চিকিৎসকরা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.