Asansol Kanyapur School: পেনশনের টাকায় স্কুলে বিদ্যাসাগরের মূর্তি স্থাপন প্রাক্তন শিক্ষকের

author img

By

Published : Sep 26, 2022, 6:47 PM IST

Former Teacher Makes Vidyasagar Statue in School With Pension Money in Asansol

অবসরের পরেও, স্কুলের জন্য কিছু না কিছু করে চলেছেন আসানসোল কন্যাপুর উচ্চ বিদ্যালয়ের (Asansol Kanyapur School) শিক্ষক বীর বব্রুবাহন ধল ৷ এ বার তিনি স্কুলে বিদ্যাসাগরের মূর্তি স্থাপন করলেন (Former Teacher Makes Vidyasagar Statue in School) ৷

আসানসোল, 26 সেপ্টেম্বর: অবসরের পরেও ভালোবাসার টানে স্কুলকে ছাড়তে পারেনি আসানসোল কন্যাপুর উচ্চ বিদ্যালয়ের (Asansol Kanyapur School) শিক্ষক বীর বব্রুবাহন ধল ৷ তাই স্কুলের অন্ধকার শ্রেণিকক্ষের জন্য কখনও পেনশনের টাকা থেকে এলইডি লাইট লাগিয়ে দেওয়া, তো কখনও স্কুলের লাইব্রেরির জন্য বই কিনে দেওয়া ৷ নানান কাজ করে থাকেন অবসরপ্রাপ্ত এই শিক্ষক ৷ এবার বিদ্যাসাগরের জন্মদিনে নিজের প্রাক্তন স্কুলে বিদ্যাসাগরের মূর্তি স্থাপন করলেন ওই শিক্ষক বীর বব্রুবাহন ধল (Former Teacher Makes Vidyasagar Statue in School) ৷

আসানসোলের বিশিষ্ট ভাস্কর গৌতম দত্ত ফাইবার গ্লাস দিয়ে বিদ্যাসাগরের মূর্তিটি বানিয়েছেন ৷ সোমবার কন্যাপুর উচ্চ বিদ্যালয়ে মূর্তিটির উদ্বোধন করলেন আসানসোল রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী গঙ্গানন্দজী মহারাজ ৷ অবসরপ্রাপ্ত শিক্ষক বীর বব্রুবাহন ধল বলেন, ‘‘যেদিন আমি অবসর নিয়েছিলাম, সেই দিন আমাকে এখানে সম্মানিত করেছিলেন অন্যান্য শিক্ষকরা ৷ সেদিনই আমি তাঁদের কাছ থেকে অনুমতি চেয়ে নিয়েছিলাম যে, আমাদের স্কুলের জন্য একটি বিদ্যাসাগরের মূর্তি স্থাপন করব ৷ তাঁরা অনুমতি দিয়েছিলেন ৷ আসলে আমি বিদ্যাসাগরের দ্বারা বিশেষভাবে প্রভাবিত ৷ তাঁর যে আধুনিক ভাবনা, কুসংস্কার মুক্ত চিন্তা, নারী শিক্ষায় তাঁর বিশেষ উদ্যোগ, এই ভাবনাগুলি যাতে ছাত্রছাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়ে সেটাই আমি চেয়েছিলাম ৷’’

অবসরপ্রাপ্ত শিক্ষক বীর বব্রুবাহন ধল স্কুলের প্রতিটি শ্রেণিকক্ষে এলইডি লাইট লাগিয়েছেন পেনশনের টাকা দিয়ে ৷ সে বিষয়ে তিনি বলেন, ‘‘পড়াতে গিয়ে অনুভব করেছি, অন্ধকার শ্রেণিকক্ষে ছাত্রছাত্রীদের অসুবিধা হত ৷ তাই পেনশনের টাকা দিয়ে প্রতিটি শ্রেণিকক্ষে এলইডি লাইট লাগিয়েছি ৷ স্কুলের গ্রন্থাগারের জন্য কিছু বই দেওয়ার ইচ্ছে রয়েছে ৷ আমি অবসর নিলেও স্কুলের সঙ্গে আছি ৷’’

পেনশনের টাকায় স্কুলে বিদ্যাসাগরের মূর্তি স্থাপন প্রাক্তন শিক্ষকের

আরও পড়ুন: ভরা বাজারে ছাত্রের স্ত্রীর শ্লীলতাহানি ! শিলিগুড়িতে গ্রেফতার স্কুল শিক্ষক

কন্যাপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুরজিৎ ভট্টাচার্য বলেন, ‘‘আমরা ওনার কাছে শিখলাম ৷ উনি এই স্কুল ছেড়ে আরও অনেক উঁচু জায়গায় যেতে পারতেন ৷ কিন্তু স্কুলকে ভালোবেসে তিনি সেটা করেননি ৷ এই স্কুলেই থেকে গিয়েছেন এবং অবসরের পরেও তিনি এই স্কুলের সঙ্গেই আছেন ৷ আমরা লকডাউনের পর চেষ্টা করছি সমস্ত দিক দিয়ে স্কুলকে এগিয়ে নিয়ে যাওয়ার ৷ বীর দাও আমাদের সঙ্গে আছেন ৷’’ এ দিন বিদ্যাসাগরের জন্মদিন উপলক্ষে একটি দেওয়াল পত্রিকাও প্রকাশ করে স্কুলের কন্যাশ্রী ক্লাবের ছাত্রীরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.