ETV Bharat / state

Siliguri Molestation : ভরা বাজারে ছাত্রের স্ত্রীর শ্লীলতাহানি ! শিলিগুড়িতে গ্রেফতার স্কুল শিক্ষক

author img

By

Published : Apr 21, 2022, 10:33 PM IST

Molest Allegation Arrest in Siliguri
এক মহিলাকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার সরকারি উচ্চ-বিদ্যালয়ের শিক্ষক

এক মহিলাকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার সরকারি উচ্চ-বিদ্যালয়ের শিক্ষক (school teacher arrested for allegedly molesting woman in siliguri) । ঘটনায় চাঞ্চল্য ছড়াল শিলিগুড়িতে ।

শিলিগুড়ি, 21 এপ্রিল : মহিলার শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার শিলিগুড়ি উচ্চ বালক বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক (school teacher arrested for allegedly molesting woman in siliguri) । দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়ানোর পর বুধবার বাড়ি থেকেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ ৷ বাড়ির পাঁচিল টপকে অভিযুক্তকে গ্রেফতার করা হয় ৷ যদিও সমস্ত অভিযোগ ভিত্তিহীন ও ষড়যন্ত্র করা হচ্ছে বলে পালটা অভিযোগ তুলেছে ওই শিক্ষক ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত শিক্ষকের নাম প্রবীর কুমার বর্মন । দীর্ঘদিন ধরে শিলিগুড়ি বয়েজ হাইস্কুলের বাংলা বিষয়ের শিক্ষকতা করছেন । তার উপর শ্লীলতাহানি-সহ সম্পত্তি লুটের ঘটনায় জড়িত থাকার অভিযোগ তোলেন এক মহিলা । মহিলা শিলিগুড়ি সংলগ্ন চম্পাসারির বাসিন্দা । তাঁর অভিযোগ, দীর্ঘদিন ধরে শিলিগুড়ির রবীন্দ্রনগরে অবস্থিত তাঁর শ্বশুর বাড়িতে যাতায়াত ছিল শিক্ষক প্রবীর বর্মনের । মহিলার স্বামী ওই শিক্ষকের ছাত্র । সেই সূত্রে বাড়িতে যাতায়াত ছিল প্রবীরের । মহিলার শ্বশুরের মৃত্যুর পর সম্পত্তি হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছিল অভিযুক্ত ৷ এতে মহিলার স্বামী, শাশুড়িও জড়িত রয়েছে । তাঁর আরও অভিযোগ, শ্বশুর মারা যাওয়ার পর ওই বাড়িতে মদ্যপ অবস্থায় বাড়িতে প্রতিনিয়ত যাতায়াত করত প্রবীর বর্মন ।

আরও পড়ুন : কালিয়াচকে অষ্টম শ্রেণির পড়ুুয়াকে গণধর্ষণের অভিযোগ, ধৃত 2

এই বিষয়ে 2019 সালে শিলিগুড়ি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছিলেন ওই মহিলা । পরবর্তীতে, তারপর অভিযোগ তুলে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করে ওই শিক্ষক, এমন অভিযোগও উঠেছে । শ্বশুর বাড়ির সমস্ত সম্পত্তি বিক্রি করে তার শাশুড়ি, স্বামী ও পরিবারের সদস্যরা অন্যত্র চলে যায় এবং মহিলা তাঁর বাবার বাড়িতে থাকতে শুরু করেন । এরপর চলতি বছরের 7 ফেব্রুয়ারি বাজারের সামনে ওই মহিলাকে প্রবীণ বর্মন শারীরিকভাবে হেনস্থা করে বলে অভিযোগ । এমনকি সম্পত্তি হাতানোর অভিযোগ না তুললে ধারালো অস্ত্র দেখিয়ে প্রাণে মারার হুমকিও দেওয়া হয় ।

আরও পড়ুন : কোন্নগরে তরুণীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার 4

ওই ঘটনার পর 9 ফেব্রুয়ারি প্রধাননগর থানায় ওই শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলে লিখিত অভিযোগ দায়ের করেন মহিলা । তারপর থেকেই পালিয়ে বেড়াচ্ছিল প্রবীর বর্মন । অবশেষে বুধবার রবীন্দ্রনগর এলাকায় তার বাড়ি থেকেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ । ধৃতকে এদিন শিলিগুড়ি আদালতে তোলা হয় । আদালত তাকে তিনদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.