ETV Bharat / city

Anubrata Mondal: গরু পাচার মামলায় অনুব্রতর নামে চতুর্থ চার্জশিট পেশ সিবিআইয়ের

author img

By

Published : Oct 7, 2022, 12:02 PM IST

Updated : Oct 7, 2022, 12:11 PM IST

CBI submits 4th charge sheet against Anubrata Mondal in Cattle Smuggling Case
গরু পাচার মামলায় অনুব্রতর নামে চতুর্থ চার্জশিট পেশ সিবিআইয়ের

গরু পাচার মামলায় (Cattle Smuggling Case) আসানসোল সিবিআই আদালতে (Asansol CBI Court ) চতুর্থ চার্জশিট জমা করল সিবিআই । এই চার্জশিটে অনুব্রত মণ্ডল-সহ (Anubrata Mondal) নাম রয়েছে 95 জনের ৷

আসানসোল, 7 অক্টোবর: গরু পাচার মামলায় (Cattle Smuggling Case) চাঞ্চল্যকর তথ্য । তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) নামে আসানসোল সিবিআই আদালতে (Asansol CBI Court ) চতুর্থ চার্জশিট জমা করল সিবিআই । শুক্রবার সকালে আদালতের অবকাশকালীন বেঞ্চে এই চার্জশিট জমা করা হয় অনুব্রত মণ্ডলের নামে ।

গ্রেফতারির 57 দিনের মাথায় সিবিআই এই মামলায় চতুর্থ চার্জশিট জমা করল । সূত্রের তরফে জানা গিয়েছে, মোট 35 পাতার চার্জশিটে অনুব্রত-সহ নাম রয়েছে 95 জনের (Charge sheet against Anubrata Mondal)৷

গত 11 অগস্ট সিবিআই গ্রেফতার করেছিল বীরভূম তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে । সেইদিনই তাঁকে আসানসোল সিবিআই আদালতে তোলা হয় । এরপর পরপর দুবার অনুব্রত মণ্ডলকে মোট 14 দিনের জন্য সিবিআই নিজেদের হেফাজতে নেয় । তারপর থেকে তিনি জেল হেফাজতে রয়েছেন । শুক্রবার গ্রেফতারির 57 দিনের মাথায় অনুব্র‍ত মণ্ডলের নামে চতুর্থ চার্জশিট জমা করল সিবিআই ।

প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, মোট 35 পাতার চার্জশিট জমা করেছে সিবিআই । এই চার্জশিটে একদিকে অনেক দুর্নীতি দমন আইনের বিভিন্ন ধারার উল্লেখ রয়েছে, পাশাপাশি রয়েছে অনুব্রত মণ্ডলের অন্য অ্যাকাউন্টের খোঁজ । তাঁর নামে 18 কোটি টাকার ফিক্সড ডিপোজিটেরও উল্লেখ রয়েছে চার্জশিটে । এছাড়াও 53টি দলিলের উল্লেখ করা আছে এই চার্জশিটে । এই দলিলগুলি সবই অনুব্রত ও তাঁর স্ত্রী-কন্যার নামে রয়েছে বলে জানিয়েছে সিবিআই ৷

আরও পড়ুন: হাইকোর্টে আপাতত স্বস্তি অনুব্রত ও বোলপুর পৌরসভার

আগামী 29 অক্টোবর পরবর্তী শুনানি অনুব্রত মণ্ডলের । তার আগেই চার্জশিট জমা করল সিবিআই । পরবর্তী শুনানিতে অনুব্রতর জামিন রুখতে সিবিআই এই চার্জশিটকে কেন্দ্র করে আরও অনেক যুক্তি সামনে আনবে বলে মনে করা হচ্ছে ৷ স্বভাবতই গরু পাচার মামলা এতে আরও গতি পেল তাতে কোনও সন্দেহ নেই ।

Last Updated :Oct 7, 2022, 12:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.