ETV Bharat / city

Asansol Municipal Corporation পুকুর চুরির অভিযোগ আসানসোলের পৌরকর্তাদের বিরুদ্ধে

author img

By

Published : Aug 17, 2022, 2:46 PM IST

BJP councillors accused of corruption against municipal officials
Asansol Municipal Corporation

আসানসোল পৌরনিগমের (Asansol Municipal Corporation) পৌরকর্তাদের বিরুদ্ধে 15 কোটি টাকার দুর্নীতির অভিযোগ তুললেন বিজেপি কাউন্সিলররা ৷ পৌরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়ের দিকেই সরাসরি আঙুল তুলেছেন চৈতালি তিওয়ারি (BJP Councillor) ।

আসানসোল, 17 অগস্ট: মাছ চুরি নয়, এ যেন একেবারেই পুকুর চুরি । পুকুর সংস্কারের নামে আসানসোল পৌরনিগমের (Asansol Municipal Corporation) পৌরকর্তাদের বিরুদ্ধে 15 কোটি টাকার দুর্নীতির অভিযোগ তুললেন বিরোধী দলনেত্রী তথা বিজেপি কাউন্সিলর (BJP Councillor) চৈতালি তিওয়ারি । তাঁর দাবি, "আগাম হিসাব না করেই 15 কোটি টাকা মঞ্জুর করা হয়েছে বেশ কয়েকটি পুকুর সংস্কারের নামে । নিজেদের মন-মর্জি মতো এই অঙ্কের টাকা বসানো হয়েছে । অর্থাৎ এ থেকেই বোঝা যাচ্ছে বিষয়টাতে বড় ধরনের দুর্নীতি রয়েছে ।"

আসানসোল পৌরনিগমের চেয়ারম্যান (Chairman) অমরনাথ চট্টোপাধ্যায়ের দিকেই সরাসরি আঙুল তুলেছেন চৈতালি তিওয়ারি । তাঁর প্রশ্ন, "ওই মঞ্জুর হওয়া টাকার অর্ডারে অমরনাথ চট্টোপাধ্যায় কী করে সই করলেন ?" চৈতালি-সহ বিজেপির সমস্ত কাউন্সিলররা একটি সাংবাদিক সম্মেলন করে বলেন, "বেশ কয়েকটি বোর্ড মিটিংয়ে পুকুর সংস্কারের নামে 15 কোটি টাকা পাশ করিয়ে নেওয়া হয়েছে । আমাদের না জানিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । বিষয়টিতে আমরা দুর্নীতির গন্ধ পেয়ে তথ্য জানার অধিকারে জানতে চাই, পুকুর সংস্কার করতে এত টাকা খরচ কেন হবে ৷ পৌরনিগম থেকে উত্তর দেওয়া হয়েছে, বিষয়টিতে এখনও পর্যন্ত আগাম হিসাব করা হয়নি ।" আর এখানেই দুর্নীতির গন্ধ পাচ্ছেন চৈতালী তিওয়ারি-সহ বিজেপি কাউন্সিলররা (BJP councillors accused of corruption against Asansol municipal officials)।

পৌরকর্তাদের বিরুদ্ধে 15 কোটি টাকার দুর্নীতির অভিযোগ তুললেন বিজেপি কাউন্সিলররা

আরও পড়ুন: এবার দোকান রক্ষণাবেক্ষণের জন্য ভাড়ার 50% দিতে হবে দোকানমালিকদের

আগাম হিসাব না করেই কী করে টাকা মঞ্জুর করে দেওয়া হল, সেই প্রশ্ন তুলেছেন বিজেপি । চৈতালী তিওয়ারির দাবি, "আমরা বুঝতে পেরেছি যে বিরাট বড় ধরনের ঘোটালা রয়েছে এই পুকুর সংস্কারের নামে । আমরা বিষয়টি নিয়ে বড় ধরনের আন্দোলনে নামতে চলেছি । আগামিদিনে আইনি পথেও যেতে পারি ।" যদিও এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি আসানসোল পৌরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.