ETV Bharat / business

আত্মনির্ভর ভারত পর্ব - 2 : গোটা দেশে একই রেশন কার্ড, ঘোষণা নির্মলার

author img

By

Published : May 14, 2020, 4:13 PM IST

Updated : May 14, 2020, 5:22 PM IST

Nirmala Sitharaman
নির্মলা সীতারমন

17:08 May 14

দিল্লি, 14 মে : আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্যে কেন্দ্রের তরফে যে 20 লাখ কোটি বিশেষ আর্থিক প্যাকেজ ঘোষণা করা হয়েছিল, গতকালই তার কিছুটা বিস্তারিত জানিয়েছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন । TDS ও TCS -এর নিয়ম বদলেছে আজ থেকে । চলতি হারের উপর 25 শতাংশ কমানো হল TDS ও TCS । এই পরিবর্তনের ফলে আমজনতার হাতে সবমিলিয়ে অতিরিক্ত 50 হাজার কোটি টাকা আসবে বলে দাবি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের । 2021 সালের 31 মার্চ পর্যন্ত এই পরিবর্তিত নিয়ম চালু থাকবে । বেতন হিসেবে দেওয়া হচ্ছে না এমন সবধরনের ক্ষেত্রে এই পরিবর্তিত নিয়ম কার্যকর হবে । আজ আবারও আর্থিক প্যাকেজের বিষয়ে বিস্তারিত জানাবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী । কী কী থাকছে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর আজকের ঝুলিতে?

  • পরিযায়ী শ্রমিক ও শহুরে গরিবদের জন্যও থাকছে বিশেষ সুবিধা । প্রধানমন্ত্রী আবাস যোজনায় থাকার ব্যবস্থা করা হচ্ছে । জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী ।
  • শহুরে গরিবদের জন্য কম খরচে থাকার ব্যবস্থা । রেন্টাল হাউজ়িং স্কিম তৈরি হবে । PPP মডেলে এই প্রকল্পের ব্যবস্থা করা হবে ।
  • মুদ্রা শিশু ঋণে বাড়তি ব্যবস্থা । 50 হাজার টাকা পর্যন্ত ঋণে 2 শতাংশ কম সুদ দিতে হবে ।
  • হকারদের জন্য পাঁচ হাজার কোটি টাকার ঋণ ঘোষণা । 50 লাখ হকার এই প্রকল্পে উপকৃত হবে ।
  • লকডাউনের ধাক্কা সামলাতেই এই ঋণের ব্যবস্থা । জানালেন নির্মলা সীতারমন ।
  • সস্তার গৃহঋণে ভর্তুকির মেয়াদ বাড়ানো হল । 2021 সালের মার্চ মাস পর্যন্ত মিলবে এই ভর্তুকি ।
  • NABARD -এর 30 হাজার কোটি টাকার অতিরিক্ত আপদকালীন ফান্ড তৈরি করা হয়েছে চাষিদের জন্য । রবি শস্যের চাষের সঙ্গে জড়িত চাষিরা এই ফান্ডে উপকৃত হবেন ।
  • পাশাপাশি ফসল কাটা ও বীজ কিনতেও সাহায্য করবে এই অতিরিক্ত ফান্ড ।
  • 3 কোটি কৃষক এই কৃষক এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হবেন ।
  • ছোটো ও প্রান্তিক কৃষকদের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।
  • পশুপালন ও মৎসচাষেরও দেওয়া হবে বিশেষ ঋণ ।
  • 2 লাখ কোটি টাকার কৃষি ঋণ দেবে কেন্দ্র । কম সুদে এই ঋণ মিলবে কৃষকদের । কিষাণ ক্রেডিট কার্ড না থাকলেও মিলবে ঋণ ।

16:47 May 14

  • ESIC প্রকল্পে আরও বেশি শ্রমিককে সুবিধা দেওয়া হবে বলে জানালেন নির্মলা সীতারমন । কর্মীর সংখ্যা 10 এর থেকে বেশি হলেই এই প্রকল্পেও আওতায় আসা যাবে ।
  • গোটা দেশে ন্যুনতম বেতন চালু করার চেষ্টা করা হচ্ছে । পাশাপাশি শ্রমিকদের প্রশিক্ষণ দেওয়ারও ব্যবস্থা করবে কেন্দ্র ।
  • অতিরিক্ত 2.33 কোটি মানুষকে 100 দিনের কাজের সুবিধা দেওয়া হচ্ছে ।
  • 8 কোটি মানুষ যারা পরিযায়ী শ্রমিক, যাদের কার্ডের সমস্যার জন্য রেশন মিলছে না, তাঁদের জন্যও 3 হাজার 500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে । রেশন কার্ড না থাকলেও মিলবে রেশন । 
  • পরিবারপিছু মিলবে 1 কেজি ডাল ও 5 কেজি চাল বা গম ।
  • ওয়ান নেশন, ওয়ান রেশন । 2021 সালের মার্চ মাসের মধ্যে গোটা দেশে এক রেশন কার্ডের ব্যবস্থা করা হবে  ।

16:32 May 14

  • ভিনরাজ্যের শ্রমিকদের থাকা ও খাওয়ার জন্য 11 হাজার কোটি টাকা দেওয়া হয়েছে রাজ্যগুলিকে ।
  • শেষ দু'মাসে 12 হাজার স্বনির্ভর গোষ্ঠীগুলিতে 3 কোটি মাস্ক, 1.20 লাখ লিটার স্যানিটাইজ়ার তৈরি হয়েছে ।
  • 7200 নতুন স্বনির্ভর গোষ্ঠী তৈরি হয়েছে শেষ দুই মাসে ।
  • পরিযায়ী শ্রমিকদের জন্য শেল্টার হোমগুলিতে তিন বেলা খাওয়ার ব্যবস্থা করেছে কেন্দ্র ।
  • রাজ্যগুলিকে 6 হাজার 700 কোটি টাকার সাহায্য করা হয়েছে কৃষির উন্নতির জন্য । জানালেন নির্মলা সীতারমন ।
  • পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফেরার পর 100 দিনের কাজেও আরও বেশি করে সুবিধা দেওয়া হবে ।
  • গতবছরের তুলনায় 50 শতাংশ বাড়ানো হচ্ছে কর্মদিবস ।
  • 14 কোটি 62 লাখ কর্মদিবস তৈরি হয়েছে । এই কাজে এখনও পর্যন্ত 10 হাজার কোটি টাকা খরচ হয়েছে বলে জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী ।
  • 100 দিনের কাজের মজুরি বেড়েছে । 180 টাকা থেকে বেড়ে 202 টাকা হয়েছে ।

16:18 May 14

  • গৃহনির্মাণ শিল্পের জন্যও থাকছে বিশেষ প্যাকেজের ব্যবস্থা ।
  • 3 কোটি কৃষককে ঋণ দেওয়া হয়েছে  ।
  • গ্রামীণ অর্থনীতি ও কৃষকদের জন্য নগদ অর্থের দিকেও নজর দেওয়া হয়েছে । 4 হাজার 200 কোটি টাকার ঋণ দেওয়া হয়েছে মার্চ মাসে । প্রথম থেকেই গরিবদের কথা ভাবছে সরকার ।
  • মার্চ-এপ্রিল মাসে 63 লাখ ঋণ মঞ্জুর করা হয়েছে গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা রাখতে ।
  • ভিনরাজ্যের শ্রমিকদের থাকা ও খাওয়ার জন্য 11 হাজার কোটি টাকা দেওয়া হয়েছে রাজ্যগুলিকে ।

15:24 May 14

  • কৃষকদের জন্য বিশেষ সুবিধা থাকছে প্যাকেজে ।
  • ভিনরাজ্যে আটকে পড়া শ্রমিকদের জন্যও থাকছে বিশেষ সুবিধা ।
  • মুদ্রা ঋণ খাতে আরও বেশি ধার দেওয়া হবে । জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী ।
  • ফুটপাতের হকারদের জন্য থাকছে বিশেষ প্যাকেজ ।
  • কর্মসংস্থান বাড়াতে বিশেষ নজর দেওয়া হয়েছে প্যাকেজে ।
  • 25 লাখ নতুন কিষাণ ক্রেডিট কার্ড দেওয়া হয়েছে বিগত কয়েক মাসে ।
  • 3 কোটি কৃষককে ঋণ দেওয়া হয়েছে ।
Last Updated :May 14, 2020, 5:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.