ETV Bharat / bharat

অটোয় চড়ে গ্রামে ফিরলেন করোনায় ‘মৃত’ বৃদ্ধা !

author img

By

Published : Jun 3, 2021, 7:46 PM IST

করোনায় আক্রান্ত হওয়ার পর এক বৃদ্ধাকে ‘মৃত’ বলে ধরে নেন তাঁর আত্মীয়রা ৷ পরে সেই বৃদ্ধা নিজেই ফিরে আসেন গ্রামে ৷ ভুল ভাঙে সকলের ৷ এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলার জগয়াপেতায় ৷

Woman presumed dead returns home in auto in AP
অটোয় চড়ে গ্রামে ফিরলেন করোনায় ‘মৃত’ বৃদ্ধা !

কৃষ্ণা, 3 জুন : বেঁচে ফিরে সকলকে চমকে দিলেন ‘প্রয়াত’ বৃদ্ধা ! ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়াল অন্ধ্রপ্রদেশের কৃষ্ণায় ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, 75 বছরের ওই বৃদ্ধা সম্প্রতি করোনায় আক্রান্ত হন ৷ তারপর ‘মৃত্য়ু হয়’ তাঁর ৷ অথচ সেই তিনিই কিনা দিব্যি অটো রিকশায় চড়ে ফিরে এলেন গ্রামে !

এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে কৃষ্ণা জেলার জগয়াপেতায় ৷ বৃদ্ধার আত্মীয় পরিজনেরা জানিয়েছেন, করোনায় আক্রান্ত হওয়ার পর বৃদ্ধাকে হাসপাতালে ভর্তি করা হয় ৷ স্থানীয় বিজয়ওয়াড়া (সরকারি) হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর ৷ তারিখটা ছিল 12 মে ৷ এর ঠিক দু’দিন পর হঠাৎই ‘নিখোঁজ’ হয়ে যান ওই বৃদ্ধা ৷

এরপর বৃদ্ধার খোঁজে সারা হাসপাতাল ঘুরে দেখেন তাঁর পরিবারের সদস্যরা ৷ এমনকী হাসপাতালের মর্গেও চলে তল্লাশি ৷ সেখানেই একটি দেহ দেখে সেটিকে ওই বৃদ্ধার বলে শনাক্ত করেন তাঁর আত্মীয়রা ৷ এরপর তাঁর শেষকৃত্যও সেরে ফেলা হয় ! আর তারপর নিজেই অটোয় চড়ে গ্রামে ফেরেন বৃদ্ধা ৷

আরও পড়ুন : হায়দরাবাদের সংস্থার কাছ থেকে 30 কোটি টিকা কিনবে স্বাস্থ্য মন্ত্রক

এই ঘটনায় বৃদ্ধার পরিবারের সদস্য ও আত্মীয়রা খুশি হলেও রয়েছে শোকের আবহও ৷ কারণ, 10 দিন আগে করোনায় আক্রান্ত হয়েই মৃত্য়ু হয়েছে বৃদ্ধার ছেলের ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.