ETV Bharat / bharat

Wife Sets Ablaze Husband: পরকীয়ার জের ! সেলফি তোলার অছিলায় স্বামীকে গাছে বেঁধে জ্বালিয়ে দিল স্ত্রী

author img

By

Published : Jun 12, 2023, 7:48 PM IST

Wife Sets Ablaze Husband
Wife Sets Ablaze Husband

সেলফি তোলার অছিলায় স্বামীকে গাছের সঙ্গে বেঁধে কেরোসিন ঢেলে জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠল স্ত্রী-র বিরুদ্ধে ৷ পরকীয়া সম্পর্কের জেরে তিনি এই ঘটনা ঘটিয়েছেন বলে দাবি স্থানীয়দের ৷

মুজফফরপুর (বিহার), 12 জুন: রিল বানানো ও সেলফি তোলার অছিলায় স্বামীকে গাছের সঙ্গে বেঁধে তাঁকে জীবন্ত জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠল স্ত্রী-র বিরুদ্ধে ৷ সাংঘাতিক এই ঘটনা ঘটেছে বিহারের মুজফ্ফরপুর জেলার সাহেবগঞ্জ এলাকায় ৷ ওই ব্যক্তি মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হয়েছেন । তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷

মুজফফরপুরের সাহেবগঞ্জ থানার অন্তর্গত বাসুদেবপুর সরাই পঞ্চায়েতের একটি গ্রামে এই ঘটনা ঘটেছে । শনিবার রাতে 25 বছর বয়সি মহিলা তাঁর স্বামীকে হত্যার চেষ্টা করেন বলে অভিযোগ ৷ ঘটনার খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গেলে অভিযুক্ত মহিলাকে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা ৷ এই ঘটনায় অগ্নিদগ্ধ ব্যক্তির জবানবন্দি রেকর্ড করা হয়েছে । তিনি জানান, শনিবার রাতে তাঁর স্ত্রী সেলফি তোলার অজুহাতে তাঁকে একটি গাছের সঙ্গে বেঁধে ফেলেন ৷ তাঁর মুখে কাপড় ঢুকিয়ে দেন যাতে তিনি চিৎকার করতে না পারেন ৷ এরপর অভিযুক্ত মহিলা তাঁর স্বামীর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ ।

ওই ব্যক্তিকে আগুনে ঝলসে যেতে দেখে স্থানীয়রা তাঁকে বাঁচাতে ছুটে আসেন । স্থানীয় লোকজনের বক্তব্য, ওই মহিলা অন্য এক যুবকের সঙ্গে পরকীয়ায় লিপ্ত ৷ সেই বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই তিনি এই ঘটনা ঘটিয়েছেন ৷ পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে এবং বিষয়টি তদন্ত করে দেখছে ৷

আরও পড়ুন: ভিকারাবাদে 19 বছরের তরুণীকে নৃশংসভাবে খুনের অভিযোগ

অগ্নিদগ্ধ ব্য়ক্তির কথায়, "মোবাইল দিয়ে সেলফি তোলার অজুহাতে প্রথমে ওরা আমাকে একটি গাছের সঙ্গে বেঁধে ফেলে ৷ তারপর আমার গায়ে কেরোসিন ছিটিয়ে আগুন ধরিয়ে দেয় । কিছু লোক আগুন দেখে আমাকে বাঁচিয়েছিল, না হলে আমি মরেই যেতাম ।"

সাহেবগঞ্জের স্টেশন হেড রাজেশ কুমার জানান, স্ত্রীর বিরুদ্ধে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ করেছেন স্বামী । অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করা হয়েছে ৷ তাঁকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.