ETV Bharat / bharat

Agnipath Scheme Protest : অগ্নিপথ বিরোধী আন্দোলনের জন্য দায়ী কংগ্রেস আর সপা ! দাবি যোগীর মন্ত্রীর

author img

By

Published : Jun 19, 2022, 9:29 PM IST

UP minister blames congress and sp for growing protest against Agnipath Scheme in the state
Agnipath Scheme Protest: অগ্নিপথবিরোধী আন্দোলনের জন্য দায়ী কংগ্রেস আর সপা ! দাবি যোগীর মন্ত্রীর

উত্তরপ্রদেশের বিভিন্ন অংশে 'অগ্নিপথ প্রকল্প' (Agnipath Scheme)-এর বিরোধিতায় আন্দোলন চলছে ৷ এর পিছনে কংগ্রেস (Congress) ও সমাজবাদী পার্টির (Samajwadi Party) ইন্ধন রয়েছে বলে দাবি করলেন রাজ্যের মন্ত্রী তথা বিজেপি-র রাজ্য সভাপতি স্বতন্ত্র দেব সিং (Swatantra Dev Singh) ৷

বরেলি, 19 জুন : উত্তরপ্রদেশের বিভিন্ন প্রান্তে 'অগ্নিপথ প্রকল্প' (Agnipath Scheme)-এর বিরোধিতায় বিক্ষোভ চলছে ৷ এর জন্য কংগ্রেস (Congress) ও সমাজবাদী পার্টিকেই (Samajwadi Party) দায়ী করলেন উত্তরপ্রদেশের মন্ত্রী তথা বিজেপি-র রাজ্য সভাপতি স্বতন্ত্র দেব সিং (Swatantra Dev Singh) ৷ রবিবার তিনি বলেন, "রাজ্য সরকার অনেক ভাল কাজ করছে ৷ সেই কারণেই সরকারের ভাবমূর্তি নষ্ট করতে বিরোধীরা এই আন্দোলনে (Agnipath Scheme Protest) ইন্ধন জোগাচ্ছে ৷" বিরোধীদের বিরুদ্ধে উন্নয়নের গতি রুদ্ধ করারও অভিযোগ তুলেছেন স্বতন্ত্র ৷

এদিন বরেলির সার্কিট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হন মন্ত্রী স্বতন্ত্র ৷ তাঁর বক্তব্য, গত বিধানসভা নির্বাচনে মানুষ বিরোধীদের প্রত্যাখ্যান করেছে ৷ আর তারপর থেকেই তাদের ক্ষয়িষ্ণু দশা ৷ সেই কারণেই অগ্নিপথ প্রকল্পকে শিখণ্ডী করে অশান্তি ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন যোগী মন্ত্রিসভার এই সদস্য ৷

আরও পড়ুন: Agnipath Protest at Secunderabad : সেকেন্দ্রাবাদ স্টেশনে অশান্তি, ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় ধৃত মূলচক্রী প্রাক্তন সেনা

সপা-কে নিশানা করে স্বতন্ত্র বলেন, সপা-র সভাপতি করোনার টিকাকেও বিজেপি-র টিকা আখ্য়া দিয়ে তা বয়কটের ডাক দিয়েছিলেন ৷ কিন্তু, পরে সেই টিকাই কার্যকর প্রমাণিত হয় ৷ স্বতন্ত্রের অভিযোগ, উত্তরপ্রদেশে মূলত দু'টি রাজনৈতিক দল অগ্নিপথ বিরোধী আন্দোলনে উস্কানি দিচ্ছে ৷ রাজ্যের তরুণদের উদ্দেশে তিনি বলেন, "তাঁদের এমন প্ররোচনায় কখনওই পা দেওয়া উচিত নয় ৷ কারণ, এই প্রকল্পে যুবসমাজ ভীষণভাবে উপকৃত হবে ৷

কংগ্রেস প্রসঙ্গে বিজেপি-র এই রাজ্য সভাপতি বলেন, "এই দলটি কেবলমাত্র দেশকে লুঠ করেছে ৷ সমাজবাদী পার্টি এবং কংগ্রেস, দুই দলই পরিবারতন্ত্র কায়েম করেছে ৷ সেই কারণেই মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে ৷ আর তাই এখন তারা নোংরা রাজনীতি করছে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.