ETV Bharat / bharat

Agnipath Protest at Secunderabad : সেকেন্দ্রাবাদ স্টেশনে অশান্তি, ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় ধৃত মূলচক্রী প্রাক্তন সেনা

author img

By

Published : Jun 19, 2022, 6:37 PM IST

শুক্রবার থেকে কেন্দ্রের 'অগ্নিপথ' প্রকল্পের বিরুদ্ধে প্রতিবাদের জ্বলছিল দেশের বিভিন্ন এলাকা-সহ সেকেন্দ্রাবাদ স্টেশন (Agnipath Protest at Secunderabad)৷ ভাঙচুর চালানোর পাশাপাশি বেশ কয়েকটি ট্রেনে আগুন ধরিয়ে দেওয়ারও ঘটনা ঘটে ৷ সেই ঘটনায় এবার মূলচক্রীকে গ্রেফতার করল অন্ধ্রপ্রদেশ রেল পুলিশ ৷ ধৃত ব্যক্তি প্রাক্তন সেনা কর্মী হিসেবে পরিচিত, এমনকী তার সেনা প্রার্থীদের প্রশিক্ষণের অ্যাকাডেমিও রয়েছে ৷

Secunderabad
সেকেন্দ্রাবাদে বিক্ষোভের ঘটনায় গ্রেফতার মূল চক্রী

হায়দরাবাদ, 19 জুন : সেকেন্দ্রাবাদ স্টেশনে অগ্নিপথ বিরোধী বিক্ষোভের ঘটনায় গ্রেফতার প্রাক্তন সেনা কর্মী আভুলা সুব্বা রাও (Agnipath Secunderabad Violence Mastermind Arrested) ৷ অন্ধ্রপ্রদেশ রেলওয়ে পুলিশ শনিবার সকালে প্রকাশম জেলা থেকে তাকে গ্রেফতার করে ৷ শুক্রবার সেকেন্দ্রাবাদ রেলওয়ে স্টেশনে যে বিক্ষোভ শুরু হয়েছিল তার পিছনে সুব্বা রাও 'মাস্টারমাইন্ড' বলে জানা গিয়েছে ।

সেকেন্দ্রাবাদ স্টেশনে ভাঙচুরের সঙ্গে জড়িত বিক্ষোভকারীদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তদন্তে নেমে এই ব্যক্তির খোঁজ পায় পুলিশ ৷ পুলিশ সূত্রে খবর, আরও তদন্তের জন্য ধৃত সুব্বা রাওকে বর্তমানে নরসারাওপেটে আনা হয়েছে ৷

আরও পড়ুন : Army on Agnipath Protest : অগ্নিপথের সমর্থনে সেনা, উগ্র-বিক্ষোভকারীদের দেওয়া হল কড়া বার্তা

সুব্বা রাও নরসারাওপেটে এবং হায়দরাবাদে প্রতিরক্ষা অ্যাকাডেমি চালাত, যেখানে সশস্ত্র বাহিনীর বেশ কয়েকজনকে প্রশিক্ষণ দেওয়ার কাজ করত সে ৷ সেখানকার ছাত্রদের নিয়েই তৈরি হোয়াটস অ্যাপ গ্রুপে বেশ কয়েকটি বার্তা শেয়ার করা হয় অগ্নিপথ নিয়ে, যা যুবকদের ভাঙচুর করতে উসকানি দেয় বলে পুলিশের দাবি ।

শুক্রবার অগ্নিপথ নিয়োগ প্রকল্প বিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে তেলেঙ্গানার সেকেন্দ্রাবাদ স্টেশন ৷ বিক্ষোভকারীরা তিনটি যাত্রীবাহী ট্রেনের কয়েকটি বগিতে আগুনও ধরিয়ে দেয় । ভাঙচুর করা হয় একাধিক ট্রেন ও স্টেশন চত্ত্বরে ৷ সেই সময় পুলিশের গুলিতে নিহত হন রাকেশ নামে (24) এক সেনা প্রার্থী ৷

প্রসঙ্গত, কেন্দ্র সরকার সম্প্রতি স্বল্পমেয়াদে সেনা, নৌ ও বিমান বাহিনীতে সৈন্য নিয়োগের জন্য 'অগ্নিপথ' প্রকল্পের ঘোষণা করেছে । এই নীতির মূল হল, চার বছরের জন্য 46 হাজার জনকে নিয়োগ করা হবে সেনার তিন বাহিনীতে ৷ এদের ডাকা হবে 'অগ্নিবীর' নামে ৷ চার বছর পর এই 46 হাজারের মধ্যে মাত্র 25 শতাংশকে সেনায় রেখে দেওয়া হবে ৷ বাকিদের অবসর নিতে হবে ৷

আরও পড়ুন : Agnipath Scheme : সেনায় নিয়োগে 'অগ্নিপথ' স্কিমের ঘোষণা কেন্দ্রের, সিদ্ধান্ত নিয়ে উঠছে প্রশ্ন

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.