ETV Bharat / bharat

Sharad Pawar: অসুস্থ শরদ পাওয়ার, ভর্তি মুম্বইয়ের হাসপাতালে

author img

By

Published : Oct 31, 2022, 3:53 PM IST

unwell-ncp-chief-sharad-pawar-admitted-to-mumbai-hospital
Sharad Pawar: অসুস্থ শরদ পাওয়ার, ভর্তি মুম্বইয়ের হাসপাতালে

অসুস্থ হয়ে এনসিপি-র (NCP) সভাপতি শরদ পাওয়ার (Sharad Pawar) ভর্তি হলেন মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ৷ তাঁকে তিনদিন চিকিৎসকরা পর্যবেক্ষণে রাখবেন বলে জানা গিয়েছে ৷

মুম্বই, 31 অক্টোবর: অসুস্থ জাতীয়বাদী কংগ্রেস পার্টি (Nationalist Congress Party) বা এনসিপি-র সভাপতি শরদ পাওয়ার (Sharad Pawar) ৷ তাঁকে সোমবার সকালে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে (Breach Candy Hospital) ভর্তি করা হয়েছে ৷ এনসিপি (NCP) সূত্রেই এই খবর পাওয়া গিয়েছে ৷

ওই সূত্র আরও জানিয়েছে যে 82 বছরের এই মারাঠি রাজনীতিককে (Marathi Politician) তিনদিন হাসপাতালে ভর্তি থাকার জন্য পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা ৷ আগামী 2 নভেম্বর তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হবে ৷

আগামী 4 থেকে 5 নভেম্বর এনসিপি-র প্রশিক্ষণ শিবির রয়েছে ৷ ওই প্রশিক্ষণ শিবির হবে মহারাষ্ট্রের (Maharashtra) শিরডির আহমেদনগরে ৷ দু’দিনের ওই প্রশিক্ষণ শিবিরে এনসিপি সুপ্রিমো উপস্থিত থাকবেন বলেও দলের ওই সূত্র জানিয়েছে ৷ ওই সূত্রের দাবি, আগামী বৃহস্পতিবারই সেখানে যাবেন শরদ পাওয়ার ৷

তবে কী কারণে পাওয়ার অসুস্থ হয়ে পড়েছেন, সেই বিষয়ে এখনই কিছু জানা যাচ্ছে না ৷ এনসিপি-র তরফে এই নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি ৷ দলের নেতারা জানিয়েছেন, সম্প্রতি মহারাষ্ট্রের পুনে (Pune) জেলায় বন্যা কবলিত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন পাওয়ার ৷ সেখান থেকে ফিরে দুর্বলতা বোধ করছিলেন ৷ সেই কারণে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ তখন চিকিৎসকরা তাঁকে ভর্তি করার সিদ্ধান্ত নেন ৷ আপাতত তিনদিন তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন ৷

মারাঠি রাজনীতিতে শরদ পাওয়ার প্রবাদ প্রতীম ব্যক্তি ৷ ফলে তাঁর অনুগামীর সংখ্যাও নেহাত কম নয় ৷ তাই তাঁর অসুস্থতার খবরে এনসিপি-র নেতা-কর্মীদের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে ৷ অনেকে হাসপাতালের সামনেও চলে আসেন ৷ কিন্তু এনসিপি-র তরফে আবেদন করা হয়েছে যে হাসপাতালের বাইরে যেন অনুগামীরা ভিড় না জমান ৷ এই নিয়ে একটি বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে এনসিপি-র তরফে ৷ পরে সেই বিজ্ঞপ্তি টুইট করে এনসিপি ৷

আরও পড়ুন: ভারত জোড়ো যাত্রায় পা মেলাবেন শরদ, জাতীয় রাজনীতিতে কী নতুন সমীকরণ ?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.