ETV Bharat / bharat

টপ নিউজ @ সকাল 11 টা

author img

By

Published : May 27, 2021, 11:04 AM IST

টপ নিউজ @ সকাল 11 টা
টপ নিউজ @ সকাল 11 টা

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধূলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ৷

1. নিউ ব্যারাকপুরের শিল্প তালুকের গেঞ্জি কারখানায় আগুন

নিউ ব্যারাকপুরের দিলকান্দার গেঞ্জি কারখানা ও ওষুধের কারখানায় আগুন ৷ ঘটনাস্থানে পৌঁছেছে দমকলের 14টি ইঞ্জিন ৷ গতকাল রাত তিনটে নাগাদ আগুন লাগে ৷ প্রায় সাত ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি ৷

2. 4 হাজারের নিচে নামল দৈনিক মৃত্যু, বাড়ল সংক্রমণ

গত 24 ঘণ্টায় দেশে নতুন করে 2 লাখ 11 হাজার 298 জন করোনায় আক্রান্ত হয়েছেন ৷ মৃত্যু হয়েছে 3 হাজার 847 জনের ৷

3. জামিন পাবেন 4 হেভিওয়েট ? হাইকোর্টে আজ নারদ মামলার শুনানি

সকাল 11টায় কলকাতা হাইকোর্টের 5 বিচারপতির বৃহত্তর বেঞ্চে 4 হেভিওয়েটের ভাগ্য নির্ধারাণ হবে ।

4. যশের প্রভাব, আজ কলকাতা ও দুই মেদিনীপুরে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা

আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, আজ কলকাতা ও দুই মেদিনীপুরের কিছু অংশে সকালে এক থেকে দুই ঘণ্টার জন্য বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে ৷

5. ঝাড়খণ্ডে চোখ রাঙাচ্ছে যশ, 10 জেলায় হাই অ্যালার্ট জারি

যশের মোকাবিলায় ঝাড়খণ্ডের কয়েকটি অংশে আজ ও কাল সম্পূর্ণ লকডাউন জারি করা হয়েছে ৷ ইতিমধ্যেই জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হচ্ছে ৷

6. গোপনীয়তার অধিকারে প্রয়োজনে বিধিনিষেধ আরোপ করা যায়, হোয়াটসঅ্যাপকে জবাব কেন্দ্রের

কেন্দ্রীয় মন্ত্রী রবিশংকর প্রসাদ বলেন, " ভারত সরকার তার নাগরিকদের গোপনীয়তা রক্ষা করতে দায়বদ্ধ ৷ একইসঙ্গে দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং জাতীয় নিরাপত্তা রক্ষার দিকেও নজর রাখা সরকারের দায়িত্ব ৷"

7. ক্যালিফোর্নিয়ায় বন্দুকবাজের হামলায় মৃত 8

দ্য সান্তা ক্লারা কাউন্টি শেরিফ অফিস জানিয়েছে, ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে 8 জনের এবং একজনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ এক সংবাদ সংস্থার তরফে জানানো হয়েছে, যে ব্যক্তি গুলি চালিয়েছিল তারও মৃত্যু হয়েছে ৷

8. 12 বছর ও ঊর্ধ্বদের জন্য ফাইজ়ার ভ্যাকসিন কার্যকর, দাবি মার্কিন সংস্থার

মার্কিন এই সংস্থার দাবি, তাদের টিকা ভারতে করোনা মোকাবিলায় সাহায্য করবে ৷ একটি সূত্র মারফত জানা গিয়েছে, ফাইজ়ার এই বছর ভারতে 5 কোটি করোনা ভ্যাকসিন সরবরাহ করতে পারে ৷ তবে সেক্ষেত্রে তারা কিছু নিয়মাবলী বা শর্তে শিথিলতা চাইছে ৷

9. উপকূলে দিনভর প্রলয়লীলা সমুদ্র-দানবের, রেহাই পেল কলকাতা

ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত 15 লাখ বাড়ি । ভেঙে গিয়েছে কমপক্ষে 138টি বাঁধ । সমুদ্রের জল ঢুকে প্লাবিত একের পর এক গ্রাম । বিপন্ন এক কোটিরও বেশি মানুষ ।

10. কোনটা সমুদ্র, কোনটা গার্ডওয়াল, কোনটা রাস্তা... যশের গর্জনে রুদ্ররূপ বঙ্গোপসাগরে

সকাল থেকে নাগাড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি । সঙ্গে দমকা ঝড় । সমুদ্র ফুঁসছে । রুদ্ররূপ ধারণ করেছে প্রকৃতি । ঘড়ির কাঁটা যত এগিয়েছে, ততই ভয়ঙ্কর হয়েছে সমুদ্র । সঙ্গে পূর্ণিমার ভরা কোটাল । সকাল থেকে ওড়িশা ও বাংলার সমুদ্র উপকূলে প্রবল জলোচ্ছ্বাস । ঘড়িতে তখন সকাল 9 টা বেজে 15 মিনিট । নির্ধারিত সময়ে আগেই বালেশ্বরের দক্ষিণে আছড়ে পড়ল যশ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.