ETV Bharat / bharat

ইন্ডিগোর বিরুদ্ধে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকে চিঠি সাকেতের

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 15, 2024, 12:40 PM IST

Saket Gokhale
Saket Gokhale

Flight Delay: গত কয়েকদিন ধরে ইন্ডিগোর বিমান পরিষেবার বিলম্ব হয়ে চলেছে ৷ সেই নিয়ে রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের সাংসদ সাকেত গোখলে চিঠি লিখলেন অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকে ৷ তিনি এই ব্যবস্থা নেওয়ার আরজি জানিয়েছেন ৷

নয়াদিল্লি, 15 জানুয়ারি: ইন্ডিগোর বিরুদ্ধে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকে চিঠি লিখলেন রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের সাংসদ সাকেত গোখলে ৷ রবিবার ইন্ডিগোর একটি বিমানের বিলম্বিত উড়ানের জেরে গোলমাল হয় ৷ এক যাত্রীর দ্বারা আক্রান্ত হন এক পাইলট ৷ তারই প্রেক্ষিতে এই চিঠি লিখেছেন সাকেত গোখলে ৷

চিঠিটি তিনি লিখেছেন অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের সচিব ভামলুমাং ভুয়ালনামকে ৷ সেখানে তিনি লিখেছেন, "গত কয়েক সপ্তাহ ধরে, আমার অফিসে অসংখ্য অভিযোগ এসেছে ৷ এর সঙ্গে সোশাল মিডিয়ায় পোস্ট অনেকে ইন্ডিগো 6ই-এর অপেশাদার আচরণ, উড়ানে অত্যধিক বিলম্ব, জঘন্য কাজকর্মের অভিযোগ করেছেন । আমি এক সপ্তাহ আগে এই বিষয়ে ডিজিসিএ-তে একটি ডিও পাঠিয়েছি ।"

চিঠিতে সাকেত আরও লিখেছেন, "তবে 13 ও 14 জানুয়ারি এই পরিস্থিতি সবচেয়ে খারাপ পর্যায়ে পৌঁছয় ৷ সেদিন ইন্ডিয়ো 6ই ফ্লাইটগুলি পর্যাপ্ত তথ্য ও ব্যাখ্যা ছাড়াই বিলম্বিত হয়েছে বা বাতিল হয়েছে ৷ ফলে শ’য়ে শ’য়ে মানুষ ভোগান্তির শিকার হয়েছেন ৷’’

তৃণমূল কংগ্রেসের এই সাংসদ ওই চিঠিতে দাবি করেছেন যে ইন্ডিগো উড়ানে দেরির কারণ হিসেবে উত্তর ভারতের আবহওয়াকে দায়ী করছে ৷ কিন্তু সারা দেশেই তাদের পরিষেবা বিপর্যস্ত গত কয়েকদিন ধরে ৷ অথচ ডিজিসিএ ও অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক এই নিয়ে কোনও ব্যবস্থা নিয়ে ব্যর্থ ৷ তাঁর যুক্তি, যেকোনও বিমান পরিবহণ সংস্থা তাঁদের ব্যবসা বৃদ্ধির কথা ভাববে ৷ কিন্তু তা কখনোই যাত্রীদের ভোগান্তির মুখে ফেলে হতে পারে না ৷

তাই তিনি এই নিয়ে ডিজিসিএ ও অসামরিক বিমান পরিবহণ মন্ত্রককে দ্রুত ব্যবস্থা নেওয়ার আরজি জানিয়েছেন ৷ তাঁর দাবি, পুরো বিষয়টি তদন্ত করে দেখা উচিত ৷ তাঁর আরও দাবি, সাতদিনের মধ্যে তাঁর এই চিঠির জবাব দিতে হবে ৷ এখন দেখার এই নিয়ে কেন্দ্রীয় সরকারের তরফে কী পদক্ষেপ করা হয় !

আরও পড়ুন:

  1. বিমান বিলম্বিত', ঘোষণা শুনেই পাইলটকে ঘুষি যাত্রীর ! ইন্ডিগোর উড়ানে হুলস্থুল
  2. ঘন কুয়াশার জের, মুম্বই-গুয়াহাটি ইন্ডিগো বিমানের অবতরণ পড়শি দেশে
  3. ইন্ডিগো বিমানে যাত্রীর খাবারে মিলল কৃমি, ক্ষমা চাইল কর্তৃপক্ষ
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.