ETV Bharat / bharat

ইন্ডিগো বিমানে যাত্রীর খাবারে মিলল কৃমি, ক্ষমা চাইল কর্তৃপক্ষ

author img

By PTI

Published : Dec 30, 2023, 9:53 PM IST

Updated : Dec 30, 2023, 10:03 PM IST

Indigo Flight Trouble: বিমান থেকে যাত্রীদের স্যান্ডুইচ খেতে দেওয়া হয়েছে ৷ এদিকে সেই স্যান্ডুইচের মধ্যে মিলল একটি পোকা ৷ তা দেখে চক্ষু চড়কগাছ যাত্রীর ৷

ETV Bharat
ইন্ডিগো বিমানের খাবারে পোকা

নয়াদিল্লি, 30 ডিসেম্বর: খাবারের মধ্যে পোকা ! হ্যাঁ, তাও আবার বিমানে পরিবেশিত স্যান্ডুইচের মধ্যে ৷ শুক্রবার দিল্লি থেকে মুম্বইগামী ইন্ডিগোর বিমানে এই ঘটনা ঘটে ৷ এরপর যাত্রী একটি ভিডিয়ো তুলে তা সোশাল মিডিয়ায় পোস্ট করেন ৷ তারপর ইন্ডিগো এয়ারলাইন্স কর্তৃপক্ষ ক্ষমা চেয়েছে ৷ তারা জানিয়েছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে ৷

এদিন 6-ই 6107 বিমানটি দিল্লি থেকে মুম্বই যাচ্ছিল ৷ যাত্রী খুশবু গুপ্তা বিমানে দেওয়া স্যান্ডুইচের মধ্যে পোকা দেখতে পান ৷ পরে জানা যায় পোকাটি কৃমি ৷ সেই ঘটনার ছোট্ট ভিডিয়োটি তিনি সোশাল মিডিয়ায় পোস্ট করেন ৷ সেখানে এয়ারলাইনসের এক মুখপাত্র জানান, এই বিষয়টি বিমান কর্তৃপক্ষ জানে ৷ ঘটনাটি কীভাবে ঘটল, তা জানার চেষ্টা চলছে ৷

সোশাল মিডিয়ায় ওই যাত্রী খুশবু গুপ্তা বিমানে পরিবেশিত খাবারের গুণমান নিয়ে প্রশ্ন তোলেন ৷ তাঁর অভিযোগ, পরিষেবা কর্মীদের তিনি জানিয়েছিলেন যে স্যান্ডুইচের মধ্যে পোকা পাওয়া গিয়েছে ৷ তারপরেও কর্মীরা অন্য যাত্রীদের স্যান্ডুইচ দিচ্ছিলেন ৷ খুশবু গুপ্তা পরিষেবা কর্মীদের প্রশিক্ষণ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন এবং প্রশ্ন করেন, খাবার থেকে সংক্রমণ হলে কাকে দায়ী করা হবে ৷

শনিবার ওই মুখপাত্র একটি বিবৃতিতে জানায়, "একটি স্যান্ডুইচ নিয়ে প্রশ্ন ওঠার পরপরই আমাদের কর্মী ওই পরিষেবা প্রদান বন্ধ করে দেন ৷ বিষয়টি নিয়ে এখন আগাগোড়া তদন্ত চলছে ৷ আমরা আমাদের খাবার সরবরাহকারীদের সঙ্গে যোগাযোগ করছি ৷ যাতে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া যায় ৷ যাত্রীদের যে সমস্যায় পড়তে হয়েছে, তার জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী ৷" এর আগে নভেম্বরের শেষ দিকে লুফথানসার একটি বিমানে এক দম্পতির মধ্যে ঝামেলা বাঁধে ৷ তার ফলে বিমানটিকে ঘুরিয়ে দিতে হয় ৷

আরও পড়ুন:

  1. ওভারব্রিজের নীচে ফাঁসল বিমান ! ট্রাকের চাকার হাওয়া বের করল পুলিশ
  2. দাম্পত্য কলহে বিমান বিভ্রাট! 'স্বামী আমায় হুমকি দিচ্ছেন', স্ত্রীর অভিযোগে পথঘুরে নয়াদিল্লিতে নামল বিমান
  3. অসুস্থ যাত্রী, আমেদাবাদ থেকে রওনা দেওয়া বিমানের জরুরি অবতরণ করাচি বিমানবন্দরে
Last Updated :Dec 30, 2023, 10:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.