ETV Bharat / bharat

ঘন কুয়াশার জের, মুম্বই-গুয়াহাটি ইন্ডিগো বিমানের অবতরণ পড়শি দেশে

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 13, 2024, 12:09 PM IST

Updated : Jan 13, 2024, 12:20 PM IST

ETV BHARAT
ETV BHARAT

Mumbai-Guwahati IndiGo Flight to Land in Dhaka: ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা না-থাকায় ঢাকা অবতরণ করাতে হল মুম্বই থেকে গুয়াহাটি গামী ইন্ডিগোর বিমানকে ৷ এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, ক্রিউ মেম্বার-সহ সকল যাত্রী বিমানের ভিতরেই রয়েছেন ৷

নয়াদিল্লি, 13 জানুয়ারি: মুম্বই থেকে গুয়াহাটিগামী ইন্ডিগো সংস্থার বিমানকে ঢাকা বিমানবন্দরে অবতরণ করানো হয়েছে ৷ উত্তর-পূর্ব ভারত জুড়ে চলা কুয়াশার দাপটের কারণে ভারতীয় যাত্রীদের নিয়ে বিমানটি বাংলাদেশের রাজধানীতে অবতরণে বাধ্য হয় ৷ জানা গিয়েছে, গুয়াহাটিতে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা একেবারেই কম ৷ তাই জরুরি ভিত্তিতে বিমানটিকে ঘুরিয়ে গুয়াহাটি থেকে 400 কিলোমিটার দূরে ঢাকা বিমানবন্দরে ভোর 4টের সময় অবতরণ করানো হয়েছে ৷

উল্লেখ্য, প্রাক্তন যুব কংগ্রেস সভাপতি সূরজ সিং ঠাকুর ওই বিমানেই রয়েছেন ৷ তিনি মুম্বই থেকে বিমানে গুয়াহাটি হয়ে ইম্ফল যাচ্ছিলেন ৷ সেখানে তিনি রাহুল গান্ধির ভারত জোড়ো ন্যায় যাত্রায় অংশ নেবেন ৷ সূরজ সিং ঠাকুর তাঁর সোশাল মিডিয়া পোস্টে লিখেছেন, "আমি ইন্ডিগো 6-ই 5319 বিমানে মুম্বই থেকে গুয়াহাটি যাচ্ছিলাম ৷ কিন্তু, ঘন কুয়াশার কারণে বিমান গুয়াহাটিতে অবতরণ করতে পারেনি ৷ তার বদলে বিমানটিকে ঢাকায় অবতরণ করানো হয়েছে ৷ এখন বিমানে থাকা সকল যাত্রী তাঁদের পাসপোর্ট ছাড়াই বাংলাদেশে রয়েছেন ৷ আমরা সকলে বিমানের ভিতরেই রয়েছি ৷"

জানা গিয়েছে, প্রায় 9 ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত হয়ে গিয়েছে ৷ দীর্ঘ সময় ধরে যাত্রীরা বিমানের ভিতরেই রয়েছে ৷ উল্লেখ্য, পাসপোর্ট এবং ভিসা না থাকায় আন্তজার্তিক আইন অনুযায়ী, যাত্রী এবং ক্রিউ মেম্বারদের বিমানের ভিতরেই থাকতে হবে ৷ এ নিয়ে ইন্ডিগো বিমান সংস্থার তরফেও একটি বিবৃতি দেওয়া হয়েছে ৷ সেখানে বলা হয়েছে, "মুম্বই থেকে গুয়াহাটিগামী ইন্ডিগো ফ্লাইট 6ই 5319-কে ঢাকায় অবতরণ করানো হয়েছে ৷ গুয়াহাটিতে খারাপ আবহাওয়ার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ অপারেশনাল কারণে, ঢাকা থেকে গুয়াহাটি পর্যন্ত ফ্লাইট পরিচালনার জন্য একটি বিকল্প ক্রিউ মেম্বারদের ব্যবস্থা করা হচ্ছে ৷"

সংস্থার তরফে আশ্বস্ত করা হয়েছে, "বিমান সওয়ার সকল যাত্রীদের প্রতিনিয়ত পরিস্থিতি সম্পর্কে জানানো হচ্ছে ৷ সেই সঙ্গে খাবার ও জল-সহ অন্যান্য পরিষেবাও যাত্রীদের প্রদান করছেন ক্রিউ মেম্বাররা ৷" তবে, 9 ঘণ্টার উপর বিমানের ভিতরে বন্দি অবস্থায় থাকার কারণে, বহু যাত্রী বিরক্ত হয়ে গিয়েছেন ৷ সোশাল মিডিয়ায় তাঁরা সেই পোস্টও করেছেন ৷ তবে, এক্ষেত্রে প্রশ্ন উঠছে ৷ ঘন কুয়াশার কারণে গুয়াহাটি বিমানবন্দরে অবতরণ করা না গেলেও, বিমানটিকে কলকাতা বিমানবন্দরে কেন পাঠানো হল না ? সেক্ষেত্রে যাত্রীদের বিমান থেকে বের করে আনা যেত ৷

আরও পড়ুন:

  1. যান্ত্রিক ত্রুটি! পটনায় জরুরি অবতরণ দিল্লিগামী ইন্ডিগো বিমানের
  2. ইন্ডিগো বিমানে যাত্রীর খাবারে মিলল কৃমি, ক্ষমা চাইল কর্তৃপক্ষ
  3. ইন্ডিগোর পরিষেবায় চটলেন কপিল শর্মা-বিবেক অগ্নিহোত্রী, সোশাল মিডিয়া উগরে দিলেন ক্ষোভ
Last Updated :Jan 13, 2024, 12:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.