ETV Bharat / bharat

সংসদে নয়া কৃষি বিল আনুক কেন্দ্র, দাবি ডেরেক ও’ব্রায়েনের

author img

By

Published : Jan 25, 2021, 6:43 PM IST

সাংবাদিক বৈঠকে ডেরেক জানান, কেন্দ্রীয় সরকারের উচিত দ্রুত নয়া তিনটি কালো কৃষি আইন প্রত্য়াহার করা ৷ তার বদলে লোকসভার আসন্ন অধিবেশনে নয়া কৃষি বিল নিয়ে আসা ৷ সেই কৃষি বিল যাতে কৃষকদের স্বার্থে তৈরি হয়, তাও সুনিশ্চিত করার দাবি জানিয়েছেন ডেরেক ৷

the-govt-must-bring-in-another-bill-pass-it-as-law-to-repeal-the-three-farm-laws-in-the-upcoming-session-of-the-parliament-tmc-mp-derek-o-brien
সংসদে নয়া কৃষি বিল আনুক কেন্দ্র, দাবি ডেরেক ও’ব্রায়েনের

দিল্লি, 25 জানুয়ারি : কেন্দ্রের নয়া তিনটি কৃষি আইন বাতিল করে নতুন বিল আনার দাবি জানাল তৃণমূল কংগ্রেস ৷ দিল্লি থেকে সাংবাদিক বৈঠক করে এমনই দাবি জানান তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন ৷ বিধানসভার আসন্ন অধিবেশনে নয়া কৃষি বিল আনার পক্ষে সওয়াল করেছেন তিনি ৷ পাশাপাশি বাংলার ‘কৃষক বন্ধু’ ও কেন্দ্রের ‘প্রধানমন্ত্রী কিষান নিধি’ নিয়ে তুলনা টেনে দুই প্রকল্পের সুবিধা নিয়ে কথা বলেন ডেরেক ৷ এদিন ডেরেকের সঙ্গে সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন সাংসদ সৌগত রায় ৷

গত 26 নভেম্বর থেকে দিল্লির সীমানায় কেন্দ্রীয় কৃষি আইন প্রত্য়াহারের দাবিতে আন্দোলন চালাচ্ছে 32 টি কৃষক সংগঠন ৷ সেই আন্দোলনের সমর্থনে আজ সাংবাদিক বৈঠক করেন দুই তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন এবং সৌগত রায় ৷ সাংবাদিক বৈঠকে ডেরেক জানান, কেন্দ্রীয় সরকারের উচিত দ্রুত নয়া তিনটি কালো কৃষি আইন প্রত্য়াহার করা ৷ তার বদলে লোকসভার আসন্ন অধিবেশনে নয়া কৃষি বিল নিয়ে আসা ৷ সেই কৃষি বিল যাতে কৃষকদের স্বার্থে তৈরি হয়, তাও সুনিশ্চিত করার দাবি জানিয়েছেন ডেরেক ৷

আরও পড়ুন : কৃষি আইন প্রত্য়াহারের আর্জি, প্রধানমন্ত্রীর মা হীরাবেনকে আবেগঘন চিঠি কৃষকের

এখানেই থামনেনি তৃণমূলের এই সাংসদ ৷ তিনি অভিযোগ করেছেন, লোকসভায় সংখ্য়ার জোরে কৃষি বিল পাশ করিয়ে নিলেও, রাজ্য়সভায় গণতান্ত্রিক পদ্ধতিতে কৃষি বিল পাশ করানো হয়নি ৷ কারণ সব বিরোধী দলই সেই বিলের বিরোধিতা করেছিল ৷ তাই এবার সংবিধান মেনে নতুন আরেকটি বিল সংসদে উপস্থাপন করা হোক বলে দাবি জানান ডেরেক ৷ এদিন কেন্দ্রের ‘প্রধানমন্ত্রী কিষান নিধি’ এবং রাজ্য়ের ‘কৃষক বন্ধু’ প্রকল্পের তুলনাও টানেন ডেরেক ও’ব্রায়েন ৷ তিনি বলেন, কৃষক বন্ধুতে প্রতি একর জমিতে সব শ্রেণির কৃষক 5 হাজার টাকা করে পান ৷ সেখানে প্রধানমন্ত্রী কিষান নিধিতে 2 হেক্টরের কম জমি আছে এমন কৃষকরা 6 হাজার টাকা পান ৷ পাশাপাশি ফসল বিমা নিয়েও রাজ্য়ের এবং কেন্দ্রের প্রকল্পের তুলনা টানেন তৃণমূল সাংসদ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.