ETV Bharat / bharat

Illicit Liquor takes Lives: গুজরাত বিষমদ কাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে 36

author img

By

Published : Jul 26, 2022, 5:44 PM IST

Updated : Jul 26, 2022, 11:00 PM IST

illegal liquor case in Gujarat
গুজরাত বিষমদ কাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে 28

এই বিষমদ কাণ্ডের তদন্ত শুরু করেছে এটিএস ৷ এছাড়াও তদন্তের জন্য গুজরাত পুলিশের তরফে ইতিমধ্যেই বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করা হয়েছে (illegal liquor consumption case in Gujarat) ৷

আমেদাবাদ, 26 জুলাই: গুজরাতের ভাবনগরে বিষমদ কাণ্ডে (illegal liquor consumption case in Gujarat) মৃতের সংখ্যা বেড়ে হল 36 ৷ এদের প্রত্যেকেরই চিকিৎসা চলছিল ভাবনগরের সিভিল হাসপাতালে ৷ মোট 47 জনকে ভর্তি করা হয়েছিল এই হাসপাতালে ৷ বাকিরা এখনও চিকিৎসাধীন ৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ৷ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে বিষমদ পান করার কারণেই এই 36 জনের প্রাণ গিয়েছে ৷

এই ঘটনার তদন্ত শুরু করেছে এটিএস ৷ এছাড়াও তদন্তের জন্য গুজরাত পুলিশের তরফে ইতিমধ্যেই বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করা হয়েছে ৷ গুজরাত পুলিশের ডিজি আশিস ভাটিয়া জানিয়েছেন, দেশি চোলাই মদ তৈরি ও বিক্রির অভিযোগে 14 জনকে গ্রেফতার করা হয়েছে ৷

আরও পড়ুন: আরেকটু স্বস্তি, দেশে দৈনিক করোনা সংক্রমণ কমে 14 হাজারের ঘরে

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওই পানীয়তে বিষাক্ত কেমিক্যাল মেশানো ছিল ৷ সেই কারণেই ওই মদ খেয়ে এতজন প্রাণ হারিয়েছেন ৷ ওই বিষাক্ত কেমিক্যাল আমেদাবাদের একটি কারখানা থেকে পাঠানো হয়েছিল বলে জানা গিয়েছে ৷

Last Updated :Jul 26, 2022, 11:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.