ETV Bharat / bharat

Teesta alert : তিস্তা নদীতে জলস্ফীতি, অসংরক্ষিত এলাকায় জারি লাল সতর্কতা

author img

By

Published : Oct 19, 2021, 10:39 PM IST

অসংরক্ষিত এলাকায় লাল সতর্কতা জারি করা হয়েছে । সংরক্ষিত এলাকায় জারি হয়েছে হলুদ সতর্কতা । অসময়ে তিস্তা নদীতে জলস্ফীতি হওয়ার ফলে আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা ।

Teesta Alert
তিস্তা নদীতে জলস্ফীতি, অসংরক্ষিত এলাকায় জারি লাল সতর্কতা

জলপাইগুড়ি, 19 অক্টোবর : সিকিমে লাগাতার বৃষ্টির জেরে তিস্তা নদীতে জলস্ফীতি, সতর্কতা জারি করল সেচ দফতর । তিস্তা নদীর অসংরক্ষিত এলাকায় লাল সতর্কতা জারি করা হয়েছে । সংরক্ষিত এলাকায় জারি হয়েছে হলুদ সতর্কতা । অসময়ে তিস্তা নদীতে জলস্ফীতি হওয়ার ফলে আতঙ্কে স্থানীয় বাসিন্দারা । সেচ দফতর সুত্রে জানা গিয়েছে, জলপাইগুড়িতে তিস্তা নদীর দোমহনী থেকে মেখলিগঞ্জের বাংলাদেশের সীমান্ত পর্যন্ত হলুদ সতর্কতা জারি করা হয়েছে ।

আরও পড়ুন : Bangladesh Violence : বাংলাদেশের ঘটনা মেনে নেওয়া যায় না, উদ্বেগ প্রকাশ কেন্দ্রীয় মন্ত্রী নিশীথের


আজ সকাল থেকেই তিস্তা নদীতে জলস্ফীতি হতে শুরু করে । গতকাল থেকে কালিম্পং জেলার ওপর মেঘভাঙা বৃষ্টির ছবি ক্যামেরা বন্দি হয় । এরপর আরও আতঙ্কের সৃষ্টি হয় গোটা এলাকা জুড়ে ।

আরও পড়ুন : Kedarnath : কেদারনাথে বেড়াতে গিয়ে আটকে আট বাঙালি পর্যটক


জলপাইগুড়ি রেসকিউ টিমের সম্পাদক তথা পরিবেশপ্রেমী স্বরূপ মণ্ডল জানান, "আমরা জলপাইগুড়ির সীমানা পেরিয়ে কালিম্পং জেলার অম্বিয়াক ভ্যালি হয়ে লাভার পথে যাচ্ছিলাম । সে সময় আমরা দেখতে পাই মেঘ ভাঙা বৃষ্টি পড়ছে । সেই দৃশ্য ক্যামেরা বন্দি করি । অম্বিয়াক ভ্যালি থেকে এই দৃশ্য দেখি । প্রকৃতির এই ভয়ানক দৃশ্য দেখে আমরা অবাক ।" এদিকে গতকাল থেকেই পাহাড়ের নদীর জল বেড়ে সমতলের দিকে নেমে আসছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.