ETV Bharat / bharat

GST Council Meeting: পণ্য করের হারে কাটছাঁট, দাম কমছে একাধিক সামগ্রীর

author img

By

Published : Feb 18, 2023, 8:25 PM IST

Tax Cut announced on several products after GST Council Meeting
জিএসটি কাউন্সিলের বৈঠক

জিএসটি কাউন্সিলের বৈঠকের (GST Council Meeting) পরই একাধিক পণ্য়ের দাম কমার বার্তা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের (Nirmala Sitharaman) ৷ কী কী সিদ্ধান্ত নেওয়া হল শনিবারের বৈঠকে ?

নয়াদিল্লি, 18 ফেব্রুয়ারি: জিএসটি কাউন্সিলের বৈঠকে (GST Council Meeting) গৃহীত সিদ্ধান্তের জেরে বেশ কিছু পণ্য়ের দাম কমতে চলেছে ৷ যার মধ্যে অন্যতম হল, তরল গুড় ও পেনসিল ছোলার কল ৷ শনিবারের বৈঠকে স্থির করা হয়, একাধিক পণ্যে করের হার কমানো হবে ৷ তার জেরেই সেই পণ্যগুলির দাম কমতে চলেছে ৷ এর পাশাপাশি, বার্ষিক রিটার্নে দেরি হলে জরিমানা বা 'লেট ফি'-র পরিমাণ আরও বাস্তবসম্মত করা হয়েছে বলে দাবি সংশ্লিষ্ট প্রশাসনের ৷

এটি ছিল জিএসটি কাউন্সিলের 49তম বৈঠক ৷ সেই বৈঠকের পর এদিনই সাংবাদিকদের মুখোমুখি হন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman) ৷ তিনি জানিয়েছেন, পানমশলা এবং গুটখা প্রস্তুতকারী সংস্থাগুলি ব্যাপক হারে করফাঁকি দিচ্ছে ৷ বিষয়টি গুরুত্ব সহকারে আলোচনা করেছে মন্ত্রিগোষ্ঠী ৷ এরই সঙ্গে পণ্য ও পরিষেবা কর আবেদন সংক্রান্ত ট্রাইবিউন্য়াল নিয়েও তাঁদের মধ্য়ে কথা হয়েছে ৷ প্রসঙ্গত, ভারতের জিএসটি কাউন্সিলের মাথায় রয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী স্বয়ং ৷ তাঁর নেতৃত্বাধীন এই পরিষদের অন্য সদস্যরা হলেন বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের অর্থমন্ত্রী ৷

আরও পড়ুন: 5 মাস পর জিএসটি কাউন্সিলের বৈঠক কেন্দ্রের

এর পাশাপাশি, এদিন রাজ্যগুলির জন্য আরও একটি সুখবর শুনিয়েছন কেন্দ্রীয় অর্থমন্ত্রী ৷ বৈঠকের পর নির্মলা ঘোষণা করেন, 2022 সালের জুন মাস পর্যন্ত জিএসটির ক্ষতিপূরণবাবদ যেখানে যত বকেয়া টাকা রয়েছে, তা মিটিয়ে দেওয়া হবে ৷ যার পরিমাণ 16 হাজার 982 কোটি টাকা ৷ আপাতত নিজের ভাঁড়ারে থাকা অর্থ খরচ করেই এই বকেয়া মেটানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ পরবর্তীতে আবার যখন কর আদায় হবে, তখন সেই টাকার ক্ষতিপূরণ করে নেওয়া হবে ৷

কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন, সংশ্লিষ্ট বকেয়া মেটানো হয়ে গেলে অস্থায়ীভাবে গ্রহণযোগ্য ক্ষতিপূরণের সবটুকুই রাজ্যগুলিকে মিটিয়ে দেওয়া হবে ৷ 2017 সালের জিএসটি আইন অনুসারে এই পদক্ষেপ করা হবে ৷ একইসঙ্গে, যে রাজ্যগুলি কর আদায়ের মাধ্যমে মোটা মুনাফা কামাতে পেরেছে, তাঁদের গ্রহণযোগ্য চূড়ান্ত ক্ষতিপূরণও মিটিয়ে দেওয়া হবে ৷ এর জন্য আরও 16 হাজার 524 কোটি টাকা খরচ হবে কেন্দ্রের ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.