ETV Bharat / bharat

TN Minister V Senthil Balaji: ইডির টানা জেরায় 'অসুস্থ', হাসপাতালে তামিলনাড়ুর বিদ্যুৎমন্ত্রী

author img

By

Published : Jun 14, 2023, 7:28 AM IST

Updated : Jun 14, 2023, 11:38 AM IST

তামিলনাড়ুর বিদ্যুত ও শুল্কমন্ত্রী ভি সেন্থিল বালাজির অফিসে মঙ্গলবার হানা দেয় ইডি। সেখানেই চলে জিজ্ঞাসাবাদ ৷ টানা জেরায় কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে পড়লেন তিনি ৷ সেখান থেকেই তাঁকে ভরতি করা হয় হাসপাতালে ৷

Tamilnadu Minister V Senthil Balaji
হাসপাতালে তামিলনাড়ুর বিদ্যুৎমন্ত্রী

হাসপাতালে তামিলনাড়ুর বিদ্যুৎমন্ত্রী

চেন্নাই, 14 জুন: তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য বালাজির বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে তদন্তে নেমেছে ইডি ৷ তামিলনাড়ুর বিদ্যুৎমন্ত্রী ভি সেন্থিল বালাজির বাড়ি ও অফিসে হানা দেয় ইডি। তাঁকে গ্রেফতার করা হয়। অর্থের বিনিময়ে চাকরি দেওয়া কাণ্ডে বালাজির বিরুদ্ধে ইডি তদন্তের অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট। মঙ্গলবার তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করে ইডি ৷ সূত্রের খবর, বুধবার ভোরে কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে পড়লেন তিনি ৷ সেখান থেকেই তাঁকে ভরতি করা হয় হাসপাতালে ৷ ডিএমকে নেতা তথা তামিলনাডুর মন্ত্রী সেন্থিল বালাজির বাড়িতে ইডি অভিযানকে কেন্দ্র করে এখন তপ্ত জাতীয় রাজনীতি। চিঠি লিখে ঘটনার প্রতিবাদ করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ।

  • #WATCH | Tamil Nadu Electricity Minister V Senthil Balaji was picked up by ED & brought to Omandurar govt hospital. It seems he was not conscious when he was admitted to the hospital. It is totally illegal and unconstitutional arrest. We will fight it legally: DMK Rajya Sabha MP… pic.twitter.com/cUkK2WP7Sn

    — ANI (@ANI) June 13, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সংবাদসংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, চেন্নাইয়ের ওমান্দুরার সরকারি হাসপাতালে বিদ্যুৎমন্ত্রীকে ভরতি করা হয়েছে ৷ সেখানে মোতায়েন করা হয়েছে র‌্যাফ ৷ বিদ্যুৎমন্ত্রী ভি সেন্থিল বালাজিকে ডাক্তারি পরীক্ষার জন্য সেখানে আনা হয়েছে ৷ অর্থ পাচারের মামলায় ইডি তাঁকে গতকাল রাতে নিজেদের হেফাজতে নিয়েছিল। ডিএমকে রাজ্যসভার সাংসদ এন আর এলাঙ্গো ভি সেন্থিল বালাজিকে ইতিমধ্যেই দেখতে গিয়েছেন হাসপাতালে ৷ তিনি বলেন, "হাসপাতালে ভরতি করার সময় তিনি অচৈতন্য অবস্থায় ছিলেন। এটা সম্পূর্ণ বেআইনি ও অসাংবিধানিক গ্রেফতার। আমরা আইনিভাবে লড়াই করব ৷" পাশাপাশি তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রী এমএ সুব্রহ্মণ্যম এবং ক্রীড়ামন্ত্রী উদয়নিধি স্ট্যালিনও ওমান্দুরার হাসপাতালে পৌঁছন সেন্থিল বালাজির সঙ্গে দেখা করতে ৷

  • #WATCH | Rapid Action Force deployed at Omandurar government hospital in Chennai, where Tamil Nadu Electricity Minister V Senthil Balaji has been brought for medical examination

    ED took him (Senthil) into custody last night in connection with a money laundering case. https://t.co/Oe4crk8Ota pic.twitter.com/l0Mh8W2uWj

    — ANI (@ANI) June 14, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় তামিলনাড়ুর মন্ত্রীর অফিস ও বাড়িতে ইডি হানা নিয়ে কেন্দ্রীয় সরকারকে তোপ দেগে নিন্দা করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেছে বেছে শুধু অ-বিজেপি রাজ্যের সরকারকে কেন্দ্রীয় এজেন্সিকে অপব্যবহার করার অভিযোগ করেন মমতা। এদিকে, সেন্থিল বালাজির বাড়িতে ইডি অভিযান প্রসঙ্গে সরব হয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। তিনি দাবি করেছেন, যে সমস্ত দলের সঙ্গে বিজেপি রাজনৈতিকভাবে এঁটে উঠতে পারছে না তাদের বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থাগুলিকে ব্যবহার করা হচ্ছে। গেরুয়া শিবির ভয় পেয়েছে বলেও দাবি করেছেন তাঁরা।

আরও পড়ুন: মন্ত্রীর বাড়িতে ইডি হানা, স্ট্যালিনের পাশে দাঁড়িয়ে প্রতিহিংসার রাজনীতি নিয়ে সরব মমতা

Last Updated : Jun 14, 2023, 11:38 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.