ETV Bharat / state

Mamata stands by Stalin: মন্ত্রীর বাড়িতে ইডি হানা, স্ট্যালিনের পাশে দাঁড়িয়ে প্রতিহিংসার রাজনীতি নিয়ে সরব মমতা

author img

By

Published : Jun 13, 2023, 10:00 PM IST

তামিলনাড়ুর মন্ত্রীর বাড়িতে ইডি হানা, স্ট্যালিনের পাশে দাঁড়িয়ে প্রতিহিংসার রাজনীতি নিয়ে সরব মমতা বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ কেজরিওয়াল-সহ অন্যান্য বিরোধী দলগুলি ৷ পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন ৷

Etv Bharat
স্ট্যালিনের পাশে মমতা

কলকাতা, 13 জুন: তামিলনাড়ুর বিদ্যুৎ ও আবগারি দফতরের মন্ত্রী সেন্থিল বালাজির বাড়িতে কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তথা ইডি-র হানা নিয়ে এবার মুখ খুললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে ফের তুঙ্গে রাজনৈতিক চাপানউতোর। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের পাশাপাশি মন্ত্রী সেন্থিল বালাজির পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

মঙ্গলবার সন্ধ্যায় এক টুইট বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, "যেভাবে বিজেপি তাঁদের রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে মঙ্গলবার ডিএমকে-এর বিরুদ্ধে যেভাবে উদ্যত হয়েছে তার কঠোরভাবে নিন্দা করছি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অপব্যবহার চলছে। যেভাবে তামিলনাড়ু সরকারের বিদ্যুৎ ও আবগারি দফতরের মন্ত্রীর বাড়িতে এবং অফিসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হানা হয়েছে তা গ্রহণযোগ্য নয়। এটা আরও একবার বিজেপির বেপরোয়া মনোভাবকে প্রকাশ্যে নিয়ে এসেছে।"

  • I condemn the political vendetta by BJP against DMK @arivalayam today. Misuse of central agencies continues. ED raids in Tamil Nadu at office of Minister for Prohibition and Excise at the state secretariat and his official residence are unacceptable. Desperate acts by BJP.

    — Mamata Banerjee (@MamataOfficial) June 13, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এমনিতেই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিনের সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সু-সম্পর্ক দীর্ঘদিনের। অতীতেও জাতীয় রাজনীতির ক্ষেত্রে বিভিন্ন সময় সমমনভাবাপন্ন অবস্থান নিতে দেখা গিয়েছে বাংলার মুখ্যমন্ত্রী এবং তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীকে। এদিন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী যখন তার সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রীর বাড়িতে ইডি রেড নিয়ে প্রধানমন্ত্রীকে আক্রমণ করেছেন ঠিক সেই সময় তার পাশে দাঁড়ালেন বাংলার মুখ্যমন্ত্রী।

প্রসঙ্গত এদিনই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন এই ঘটনায় মোদি সরকারকে কাঠগড়ায় তুলে বলেছেন, "যাদের সঙ্গে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে পারছে না বিজেপি, তাঁদের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ব্যবহার করে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু কোনও ভাবেই কেন্দ্রের এই ভীতি প্রদর্শনের রাজনীতি সফল হবে না।"

আরও পড়ুন: কাইসেরগঞ্জ থেকে চব্বিশের ভোটে লড়ার ঘোষণা বিজেপির ব্রিজ ভূষণের

উল্লেখ্য, স্ট্যালিনের ঘনিষ্ঠ সেন্থিলের বিরুদ্ধে বেআইনি অর্থ লেনদেন সংক্রান্ত কয়েকটি অভিযোগ রয়েছে। এর আগে গত মে মাসে তাঁর বাড়িতে হানা দিয়েছিল আয়কর বিভাগ। মঙ্গলবারের এই ঘটনার পরেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি সুর চড়িয়েছে কংগ্রেসের মল্লিকার্জুন খাড়গে, শরদ পাওয়ার, আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়াল, সিপিএমের সীতারাম ইয়েচুরি ৷ একাধিক রাজনৈতিক দল দাবি করেছে, বিজেপি রাজনৈতিক স্বার্থে কেন্দ্রীয় এজেন্সিগুলিকে ব্যবহার করছে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.