ETV Bharat / bharat

Same Sex Marriage Verdict Live: 'সমলিঙ্গ সম্পর্ক স্বীকৃত, সমপ্রেমীদের নিরাপত্তার দায়িত্ব রাষ্ট্রের', বললেন প্রধান বিচারপতি

author img

By PTI

Published : Oct 17, 2023, 11:31 AM IST

Updated : Oct 17, 2023, 1:16 PM IST

সমকাম একটি প্রাকৃতিক, স্বাভাবিক বিষয় ৷ এলজিবিটিকিউ+ বিয়ের স্বীকৃতি নিয়ে রায় ঘোষণা করছে সুপ্রিম কোর্ট ৷

ETV Bharat
সমলিঙ্গ বিবাহ নিয়ে সুপ্রিম কোর্টের রায় ঘোষণা

নয়াদিল্লি, 17 অক্টোবর: "সমকাম, সমপ্রেম একটি প্রাকৃতিক বিষয়", বললেন দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">
  • সমলিঙ্গ বিবাহের ক্ষেত্রে দম্পতিকে সুরক্ষা দেওয়ার বিষয়টি সুনিশ্চিত করার দায় কেন্দ্রীয় সরকারের এবং সংশ্লিষ্ট রাজ্য সরকারের ৷ তবে এই বিয়ে স্পেশাল ম্যারেজ অ্যাক্টের আওতাধীন নাও হতে পারে ৷
  • সমকামী বা সমপ্রেমী দম্পতির বিয়ের অধিকার আছে ৷ রাজ্য সরকারকে এই দম্পতিদের নিরাপত্তা দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে ৷
  • কেন্দ্রীয় এবং রাজ্য সরকারকে এই এলজিবিটিকিউ+ গোষ্ঠীর জন্য একটি হটলাইন চালুর নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ৷
  • পরিবারের কেউ এলজিবিটিকিউ+ গোষ্ঠীভুক্ত কাউকেই হরমোনাল থেরাপির জন্য বাধ্য করতে পারে না ৷
  • দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেন, " সমকাম, সমপ্রেম শহুরে ভাবনা নয় বা তা শুধুমাত্র সমাজের উচ্চশ্রেণির মধ্যেই সীমাবদ্ধ, এমনটাও নয় ৷"
  • এলজিবিটিকিউ+ গোষ্ঠী শুধুমাত্র শহরেই থাকে, এটা ভাবার অর্থ তাদের অস্তিত্ব মুছে ফেলা ৷
  • বিবাহ বিবর্তনবাদ, এই প্রতিষ্ঠানের কোনও পরিবর্তন হয় না, এই ভাবনা সম্পূর্ণ ভ্রান্ত ৷
  • অবিবাহিত দম্পতিরা সন্তান দত্তক নিতে পারেন ৷

"আদালত আইন প্রণয়ন করতে পারে না ৷ আইনের ব্যাখ্যা করতে পারে", বললেন দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ৷ মঙ্গলবার সমলিঙ্গ বিবাহকে আইনি স্বীকৃতি দেওয়া নিয়ে চূড়ান্ত রায় ঘোষণা করবে সুপ্রিম কোর্ট ৷ দেশের প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত পাঁচ বিচারপতির বেঞ্চ এই রায় ঘোষণা করবে ৷

সমলিঙ্গ বিবাহের আইনি স্বীকৃতি চেয়ে বহু আবেদন জমা পড়েছিল সুপ্রিম কোর্টে ৷ এবছরের মে মাসে সেই মামলাগুলির শুনানি হয় ৷ তবে রায় ঘোষণা বাকি ছিল ৷ আজ সেই দিন ৷ সমলিঙ্গ বিবাহ সম্পর্কিত 21টি আবেদনের ভিত্তিতে রায় ঘোষণা পর্ব শুরু হয়েছে ৷ প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় জানান, এই আবেদনগুলি পর্যালোচনা করে চারটি পৃথক রায় দেবে আদালত ৷ দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে গঠিত পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ এই রায় ঘোষণা করছে ৷ এই বেঞ্চের অন্য সদস্যরা এস কে কৌল, বিচারপতি এস রবীন্দ্র ভাট, বিচারপতি হিমা কোহলি, বিচারপতি পিএস নরসিমহা ৷

আরও পড়ুন: সমলিঙ্গ বিবাহে আইনি স্বীকৃতির দাবি, মঙ্গলে রায় ঘোষণা সুপ্রিম কোর্টের

Last Updated : Oct 17, 2023, 1:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.