ETV Bharat / bharat

Supreme Court cancels Ashish Mishra's bail: লখিমপুর খেরিকাণ্ডে আশিস মিশ্রের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ সুপ্রিম কোর্টের

author img

By

Published : Apr 18, 2022, 11:08 AM IST

Updated : Apr 18, 2022, 12:06 PM IST

Supreme Court cancels bail granted to Ashish Mishra in Lakhimpur Kheri violence case
লখিমপুর খেরিকাণ্ডে আশিস মিশ্রের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ সুপ্রিম কোর্টের

লখিমপুর খেরি মামলায় (Lakhimpur Kheri violence case) মন্ত্রী-পুত্র আশিস মিশ্রের জামিন বাতিল হয়ে গেল (Supreme Court cancels Ashish Mishra's bail)৷ তাঁকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট ৷

নয়াদিল্লি, 18 এপ্রিল: লখিমপুর খেরি হিংসার মামলায় (Lakhimpur Kheri violence case) কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র টেনির ছেলে আশিস মিশ্রর জামিন বাতিল করে দিল সুপ্রিম কোর্ট (Supreme Court cancels Ashish Mishra's bail)৷ এক সপ্তাহের মধ্যে তাঁকে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত ৷

গত 10 ফেব্রুয়ারি মন্ত্রী-পুত্রের জামিন মঞ্জুর করেছিল এলাহাবাদ হাইকোর্ট ৷ সেই সময় উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনের প্রচার চলছে জোরকদমে ৷ সেই রায়কে চ্যালেঞ্জ জানায় 3 অক্টোবর লখিমপুর খেরির হিংসায় নিহত কৃষকদের পরিবার ৷ তারই শুনানিতে সুপ্রিম কোর্ট বলেছে, প্রাসঙ্গিক বিষয়গুলিকে উপেক্ষা করে অপ্রাসঙ্গিক পর্যবেক্ষণের ভিত্তিতে রায় দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট ৷ রায় দেওয়ার সময় হাইকোর্টকে কড়া বাক্য-বাণে বিদ্ধ করে বিচারপতি সুর্য কান্ত বলেছেন, "এই ধরনের ফৌজদারি বিচার প্রক্রিয়ায় ভুক্তভোগীর অবারিত অংশগ্রহণের অধিকার রয়েছে ৷ ভুক্তভোগীদের যথাযথ শুনানির সুযোগ দেওয়া হয়নি ৷"

কৃষি আইনের বিরোধিতায় লখিমপুর খেরিতে বিক্ষোভরত 4 কৃষক ও একজন সাংবাদিককে খুনের অভিযোগ রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রীর ছেলে আশিস মিশ্রর বিরুদ্ধে ৷ সুপ্রিম কোর্টে আবেদনকারীরা বলেছিলেন, আশিস মিশ্র সাক্ষীদের জন্য আতঙ্কের কারণ, তাই তাঁর জামিন বাতিল হওয়া উচিত ৷ গত মার্চ মাসে এক সাক্ষীর উপর হামলা চালানো হয়েছিল ৷ অভিযোগ, সম্প্রতি উত্তরপ্রদেশে নির্বাচনে বিজেপির জয়ের পর হামলাকারীরা সাক্ষীদের হুমকিও দিয়েছে ৷

আরও পড়ুন: Ashish Misra gets bail in Lakhimpur Kheri case: লখিমপুর খেরি হিংসায় গ্রেফতারির 4 মাস পর জামিন মন্ত্রী-পুত্রের

সাম্প্রতিক শুনানিগুলিতে উত্তরপ্রদেশ সরকারের তরফে বলা হয়, সাক্ষীদের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, তাই তা নিয়ে চিন্তার কিছু নেই ৷ সরকারের যুক্তি ছিল, আশিস মিশ্র বারবার ভুল করলে তাঁর জামিনের আবেদন খারিজ হতে পারত, কিন্তু তিনি বারবার অপরাধ করেননি ৷ কেন্দ্রীয় মন্ত্রীর ছেলের প্রতি উত্তরপ্রদেশ সরকার নরম মনোভাব দেখাচ্ছে বলে অভিযোগ উঠেছে বিভিন্ন মহলে ৷ সুপ্রিম কোর্টে উত্তরপ্রদেশ সরকারের আইনজীবী মহেশ জেঠমালানি বলেন, "অপরাধ খুবই গুরুতর ৷ ট্রায়ালের সময় এটা পরীক্ষা করে দেখা হবে যে অপরাধটি ইচ্ছেকৃত ছিল কি না ৷ অপরাধের উদ্দেশ্যটি জানা একটি সংক্ষিপ্ত ব্যাপার ৷"

3 অক্টোবর লখিমপুর খেরির হিংসার ঘটনায় মৃত্যু হয় আটজনের ৷ কেন্দ্রীয় মন্ত্রীর কনভয় পাঁচজনকে পিষে মেরে ফেলার পর যে হিংসার আগুন জ্বলে ওঠে তাতে মৃত্যু হয় আরও তিনজনের ৷

আরও পড়ুন: Chargesheet on Lakhimpur Kheri: লখিমপুর খেরি হিংসায় 5 হাজার পাতার চার্জশিটে মূল অভিযুক্ত মন্ত্রীর ছেলে

Last Updated :Apr 18, 2022, 12:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.