ETV Bharat / bharat

Ashish Misra gets bail in Lakhimpur Kheri case: লখিমপুর খেরি হিংসায় গ্রেফতারির 4 মাস পর জামিন মন্ত্রী-পুত্রের

author img

By

Published : Feb 10, 2022, 2:35 PM IST

Lakhimpur Kheri violence case: ashish-mishra-son-of-union-minister-ajay-mishra-gets-bail
লখিমপুর খেরি হিংসায় গ্রেফতারির 4 মাস পর জামিন মন্ত্রী-পুত্রের

জামিন পেলেন লখিমপুর খেরি হিংসা মামলায় (Lakhimpur Kheri violence case) মূল অভিযুক্ত আশিস মিশ্র ৷ এলাহাবাদ হাইকোর্টের লখনউ বেঞ্চ (Ashish Misra gets bail in Lakhimpur Kheri violence case) কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অজয় মিশ্র টেনির পুত্রের জামিন মঞ্জুর করেছে ৷

লখনউ, 10 ফেব্রুয়ারি: গ্রেফতার হওয়ার চার মাস পর জামিন পেলেন লখিমপুর খেরি হিংসা মামলায় (Lakhimpur Kheri violence case) মূল অভিযুক্ত আশিস মিশ্র ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অজয় মিশ্র টেনির পুত্রের (son of union minister ajay mishra) জামিন মঞ্জুর করেছে এলাহাবাদ হাইকোর্টের লখনউ বেঞ্চ (Ashish Misra gets bail in Lakhimpur Kheri violence case) ৷ উত্তরপ্রদেশ বিধানসভা ভোটের প্রথম পর্বের দিনই জামিন মিলল মন্ত্রী-পুত্রের ৷

আরও পড়ুন: Chargesheet on Lakhimpur Kheri: লখিমপুর খেরি হিংসায় 5 হাজার পাতার চার্জশিটে মূল অভিযুক্ত মন্ত্রীর ছেলে

3 অক্টোবর লখিমপুর খেরিতে বিক্ষোভরত কৃষকদের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশিস মিশ্রের বিরুদ্ধে ৷ এই ঘটনায় 4 জন কৃষক মারা যান (UP Farmers' Killing)৷ এই ঘটনা ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা ৷ তাতে একজন সাংবাদিক-সহ আরও 3 জন মারা যান ৷ সে দিন মোট 8 জন প্রাণ হারিয়েছিলেন ৷ ঘটনার তদন্তে বিশেষ তদন্তকারী দল যে চার্জশিট জমা দিয়েছিল, তাতে নাম ছিল আশিস মিশ্রের ৷

আরও পড়ুন: SIT on Lakhimpur Kheri: লখিমপুর খেরির ঘটনা পরিকল্পিত ষড়যন্ত্র, আদালতে জানাল সিট

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.