ETV Bharat / bharat

Chargesheet on Lakhimpur Kheri: লখিমপুর খেরি হিংসায় 5 হাজার পাতার চার্জশিটে মূল অভিযুক্ত মন্ত্রীর ছেলে

author img

By

Published : Jan 3, 2022, 1:48 PM IST

Updated : Jan 3, 2022, 2:10 PM IST

UP Farmers' Killing: 5,000-Page Chargesheet Against Minister's Son, Others
লখিমপুর খেরি হিংসায় 5000 পাতার চার্জশিটে মূল অভিযুক্ত মন্ত্রীর ছেলে

লখিমপুর খেরির হিংসা নিয়ে 5,000 পাতার চার্জশিট (Chargesheet on Lakhimpur Kheri) দিল বিশেষ তদন্তকারী দল ৷ ঘটনার মূল অভিযুক্ত হিসেবে চার্জশিটে রয়েছে কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে (Chargesheet Against Minister's Son) আশিস মিশ্রর নাম ৷

লখনউ, 3 জানুয়ারি : লখিমপুর খেরির ঘটনা নিয়ে স্থানীয় আদালতে 5000 পাতার চার্জশিট (Chargesheet on Lakhimpur Kheri) জমা দিল বিশেষ তদন্তকারী দল ৷ ঘটনার মূল অভিযুক্ত হিসেবে চার্জশিটে রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অজয় মিশ্র টেনির ছেলে (Chargesheet Against Minister's Son) আশিস মিশ্রর নাম ৷

বিশেষ সূত্রে খবর, হিংসা চলাকালীন আশিস মিশ্র ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলে তারা জানতে পেরেছে, চার্জশিটে এটাই জানিয়েছে পুলিশ ৷ চার্জশিটে অভিযুক্ত হিসেবে রয়েছে আশিসের এক আত্মীয়ের নামও ৷

5000 পাতার চার্জশিট (up farmers killing 5000 page chargesheet against ministers son others) একটি তালা বন্ধ বিরাট ট্রাঙ্কে লখিমপুর শহরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে নিয়ে যায় পুলিশ ৷ সরকার পক্ষের শীর্ষ আইনজীবী এসপি যাদব জানিয়েছেন, "হ্যাঁ, চার্জশিট দাখিল করা হয়েছে ৷" চার্জশিটে বীরেন্দ্র শুক্লা নামে আরও একজনের নাম যুক্ত করা হয়েছে ৷ মোট 14 জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে চার্জশিটে ৷

আরও পড়ুন: SIT on Lakhimpur Kheri: লখিমপুর খেরির ঘটনা পরিকল্পিত ষড়যন্ত্র, আদালতে জানাল সিট

উত্তরপ্রদেশের লখিমপুর খেরির ঘটনাকে পরিকল্পিত ষড়যন্ত্র (Lakhimpur Kheri incident was well planned) বলে আগেই দাবি করেছিল বিশেষ তদন্তকারী দল ৷ এই ঘটনায় মূল অভিযুক্ত আশিস মিশ্রের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তাতে কিছু পরিবর্তন করা প্রয়োজন বলে বিচারককে জানিয়েছিল সিট (SIT on Lakhimpur Kheri) ৷ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রের ছেলে-সহ অভিযুক্ত 13 জনের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ আনার আবেদন জানিয়েছিলেন তদন্তকারী আধিকারিকরা (Lakhimpur Kheri incident update) ৷

আরও পড়ুন : Lakhimpur Kheri Violence : লখিমপুরের ঘটনায় পাঁচজনের ছবি প্রকাশ সিটের, সাধারণ মানুষের কাছে পরিচয় জানাতে আর্জি

3 অক্টোবর লখিমপুর খেরিতে বিক্ষোভরত কৃষকদের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশিস মিশ্রের বিরুদ্ধে ৷ এই ঘটনায় 4 জন কৃষক মারা যান (UP Farmers' Killing)৷ এই ঘটনা ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা ৷ তাতে একজন সাংবাদিক-সহ আরও 3 জন মারা যান ৷ সে দিন মোট 8 জন প্রাণ হারিয়েছিলেন ৷ এখনও পর্যন্ত লখিমপুর খেরির ঘটনায় আশিস-সহ 13 জনকে গ্রেফতার করেছে সিট ৷ তাদের লখিমপুর খেরি জেলা সংশোধনাগারে রাখা হয়েছে ৷

আরও পড়ুন : Lakhimpur Kheri Case : লখিমপুর কাণ্ডে বিচারপতি নিয়োগে যোগী সরকারকে 15 নভেম্বর পর্যন্ত সময় সুপ্রিম কোর্টের

Last Updated :Jan 3, 2022, 2:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.