PM Security Breach : প্রধানমন্ত্রীর নিরাপত্তা লঙ্ঘনে মামলা শুরু শীর্ষ আদালতে

author img

By

Published : Jan 10, 2022, 12:54 PM IST

Updated : Jan 10, 2022, 1:51 PM IST

supreme court begins hearing of plea seeking probe into pm narendra modi's security breach during his punjab visit

প্রধানমন্ত্রীর নিরাপত্তা লঙ্ঘিত (PM Narendra Modi's Security Breach) হওয়ার ঘটনায় শুনানি শুরু হল শীর্ষ আদালতে (Supreme Court of India) ৷ সংশ্লিষ্ট জনস্বার্থ মামলাটি রুজু করেছে ‘লইয়ার’স ভয়েস’ নামে একটি সংগঠন ৷

নয়াদিল্লি,10 জানুয়ারি : গত 5 জানুয়ারি পঞ্জাবের ফিরোজপুর যাওয়ার পথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিরাপত্তা লঙ্ঘিত (PM Narendra Modi's Security Breach) হওয়ার ঘটনায় শুনানি শুরু হল শীর্ষ আদালতে (Supreme Court of India) ৷ ওই ঘটনায় আদালতের তদারকিতে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের দাবিতে জনস্বার্থ মামলা রুজু করেছে ‘লইয়ার’স ভয়েস’ নামে একটি সংগঠন ৷ সোমবার থেকে সেই মামলারই শুনানি শুরু হল ৷ প্রধান বিচারপতি এন ভি রামানার (CJI NV Ramana) নেতৃত্বাধীন ওই বেঞ্চে রয়েছেন বিচারপতি সূর্যকান্ত (Justice Surya Kanta) এবং বিচারপতি হিমা কোহলি (Justice Hima Kohli) ৷

আরও পড়ুন : PM Security Breach : সেদিন প্রধানমন্ত্রীর নিরাপত্তায় ছিল পর্যাপ্ত পুলিশ, স্বরাষ্ট্র মন্ত্রককে জানাল পঞ্জাব সরকার

এদিনের শুনানিতে প্রবীণ আইনজীবী তথা পঞ্জাবের অ্যাডভোকেট জেনারেল ডি এস পাটওয়ালিয়া আদালতকে জানান, পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল ইতিমধ্যেই ঘটনা সংক্রান্ত যাবতীয় তথ্যাবলী বিবেচনাধীন রেখেছে ৷ একইসঙ্গে, প্রধানমন্ত্রীর সফরের দিন নিরাপত্তার দায়িত্বে থাকা সংশ্লিষ্ট সাত আধিকারিককে শোকজের চিঠিও ধরানো হয়েছে বলে জানিয়েছে পঞ্জাব সরকার ৷ কেন ওই আধিকারিকদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে শোকজ করা হয়েছে ৷

এদিন কেন্দ্রের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতকে জানিয়েছেন, প্রধানমন্ত্রীর নিরাপত্তা লঙ্ঘন নিয়ে পঞ্জাবের মুখ্যসচিব এবং ডিজি-কেও শোকজ করা হয়েছে ৷ প্রসঙ্গত, এর আগে মামলাকারীদের আইনজীবী মণীন্দর সিং আদালতকে জানিয়েছিলেন, পঞ্জাবে প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনা আর পাঁচটা আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোনও সমস্য়া নয় ৷ এটি জাতীর নিরাপত্তার সঙ্গে জড়িত ৷ কারণ, প্রধানমন্ত্রীর নিরাপত্তার বিষয়টি বিশেষ নিরাপত্তা গোষ্ঠীসমূহ (Special Protection Groups) বা এসপিজি (SPG) আইনের আওতাভুক্ত ৷ তাই পঞ্জাবের ওই ঘটনা সংসদীয় পরিধির মধ্যে আসে ৷

মামলাকারীদের অভিযোগ, ইচ্ছাকৃতভাবেই প্রধানমন্ত্রীর নিরাপত্তাকে লঙ্ঘিত করা হয়েছে ৷ এর জন্য পঞ্জাব সরকারকেই কাঠগড়ায় তোলা হয়েছে ৷ তাই ঘটনায় পঞ্জাব সরকারের দোষী আধিকারিকদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করার আর্জি জানিয়েছে মামলাকারী সংগঠন ৷ তাদের প্রশ্ন, কীভাবে এবং কেন প্রধানমন্ত্রীর কনভয় যাওয়ার রাস্তায় কিছু মানুষকে ঢোকার অনুমতি দেওয়া হল ?

আরও পড়ুন : PM Security Breach : সেদিন প্রধানমন্ত্রীর নিরাপত্তায় ছিল পর্যাপ্ত পুলিশ, স্বরাষ্ট্র মন্ত্রককে জানাল পঞ্জাব সরকার

মামলাকারী সংগঠন তাদের আবেদনে জানিয়েছে, ‘‘প্রধানমন্ত্রীর নিরাপত্তার সামগ্রিক দায়িত্ব সংশ্লিষ্ট রাজ্য সরকার এবং এসপিজি-র উপরেই বর্তায় ৷ 1988 সালের এসপিজি আইনে (SPG Act 1988) তেমনটাই নির্দেশ রয়েছে ৷ অথচ, পঞ্জাবের ঘটনায় দেখা যাচ্ছে, যেখানে গুন্ডারা জমায়েত করেছিল, সেখানেই স্থানীয় পুলিশ কর্মীরা দাঁড়িয়ে রয়েছেন !’’ আর সেই কারণেই রাজ্য সরকারের গঠিত কোনও তদন্ত কমিটির উপর আস্থা রাখতে নারাজ মামলাকারী সংগঠন ৷ বরং তাদের দাবি, কেন্দ্রীয়ভাবেই এই ঘটনার তদন্ত করা হোক এবং সেই তদন্ত প্রক্রিয়ায় আদালত স্বয়ং নজরদারি চালাক ৷

Last Updated :Jan 10, 2022, 1:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.