ETV Bharat / bharat

Sanjay Raut over Adani: আদানির দুর্নীতির নেপথ্যে বিজেপি, বিস্ফোরক সঞ্জয় রাউত

author img

By

Published : Feb 2, 2023, 2:13 PM IST

Updated : Feb 2, 2023, 3:04 PM IST

হিন্ডেনবার্গ রিপোর্টে গৌতম আদানির বিরুদ্ধে মিথ্যে তথ্য দেওয়া থেকে শুরু করে দুর্নীতির অভিযোগ তোলা হয়েছে ৷ শিল্পপতির এই দুর্নীতির পিছনে বিজেপি আছে বলে দাবি করলেন শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত (Sanjay Raut claim over Adani Scam) ৷

Adani Scam
সঞ্জয় রাউত

মুম্বই, 2 ফেব্রুয়ারি: শিল্পপতি গৌতম আদানির বিরুদ্ধে হিন্ডেনবার্গ রিপোর্ট ঘিরে তোলপাড় দেশ ৷ বিভিন্ন বিরোধাী রাজনৈতিক দলের দাবি তাঁর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘনিষ্ঠতা আছে । গোটা বিযয়টি নিয়েই রাজনৈতিক মহলে তরজা তুঙ্গে ৷ কংগ্রেস-সহ অন্য বিরোধী দলগুলির প্রবল চাপের মুখে বিজেপি সরকার ৷ এর মধ্যে চাঞ্চল্যকর দাবি করলেন শিবসেনা (উদ্ধব ঠাকরে গোষ্ঠীর) সাংসদ সঞ্জয় রাউত ৷ তাঁর দাবি, আদানির এই দুর্নীতি আসলে বিজেপির চক্রান্ত ৷ বিগত 50 বছরে দেশে এরকম বিশাল মাপের দুর্নীতি হয়নি ৷

শুরু হয়েছে সংসদীয় বাজেট অধিবেশন ৷ বৃহস্পতিবার হিন্ডেনবার্গ রিপোর্ট ও আদানির শেয়ারে ধস নিয়ে আলোচনার জন্য সাসপেনশন অফ বিজনেস নোটিশ দেয় একাধিক বিরোধী দলের সাংসদেরা ৷ কিন্তু বাজেট অধিবেশন আরম্ভের সঙ্গে সঙ্গে উত্তপ্ত হয়ে ওঠে সংসদের দুই কক্ষ ৷ দুপুর 2টো পর্যন্ত মুলতুবি ঘোষণা করা হয়েছে ৷ বিরোধী শিবির দেশের প্রধান বিচারপতির তত্ত্বাবধানে একট যুগ্ম সংসদীয় কমিটি (Joint Parliamentary Committee) গঠনের দাবি তুলেছে ৷ এই কমিটি আদানির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের তদন্ত করবে ৷

আরও পড়ুন: আদানির বিরুদ্ধে হিন্ডেনবার্গ রিপোর্ট ! যুগ্ম সংসদীয় কমিটির তদন্ত চাইল বিরোধীরা

সঞ্জয় রাউত জানান, বিজেপি নেতারা বিরোধী দলগুলির বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ তোলে ৷ তাদের পিছনে ইডি, সিবিআই, আয়কর দফতরকে ব্যবহার করা হয় ৷ এখন জানা যাচ্ছে যে, একজন শিল্পপতির মরিশাস, সিঙ্গাপুরে বেনামি কোম্পানি রয়েছে ৷ এটা এক ধরনের আর্থিক প্রতারণা (money laundering) ৷ এ প্রসঙ্গে বিজেপির নীরবতাকে কটাক্ষ করে তিনি বলেন, "এত কিছু সত্ত্বেও একজন বিজেপি নেতারা কোনও কথা বলছেন না ৷ এমনকী কোনও তদন্তকারী সংস্থাও কিছু বলছে না ৷" কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সিগুলি শুধুমাত্র বিরোধীদের জেলে ঢোকানোর জন্য কাজ করে, ক্ষোভে ফেটে পড়েন শিবসেনার (উদ্ধব ঠাকরে) রাজ্যসভা সাংসদ ৷

ভারতের উন্নয়নকে নিচু করে দেখাতে শেয়ার মার্কেটের মধ্যে দিয়ে একটা চক্রান্ত কাজ করছে ৷ আসলে শেয়ার মার্কেট আর সাধারণ মানুষের এতে কিছু করার নেই, জানান সঞ্জয় রাউত ৷ তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, "সাধারণ মানুষ ভরসা করে কোটি কোটি টাকা এলআইসি, এসবিআইতে বিনিয়োগ করেছে ৷ কিন্তু দেখা যাচ্ছে, স্টক মার্কেটে সরকার অন্যের সুবিধের জন্য টাকা খাটাচ্ছে ৷ আদানির এই দুর্নীতি সামনে এসেছে ৷ আমরা সরকারের কাছে জানতে চাই, জনসাধারণের টাকার কী হবে ?" বিজেপির বিরুদ্ধে সঞ্জয়ের অভিযোগ, গেরুয়া শিবির দেশের অর্থনীতিকে ধ্বংস করতে চাইছে ৷ এই দুর্নীতির সঙ্গে বিজেপির সরাসরি যোগাযোগ রয়েছে ৷

আরও পড়ুন: আদানির বিরুদ্ধে হিন্ডেনবার্গ রিপোর্ট ! যুগ্ম সংসদীয় কমিটির তদন্ত দাবি বিরোধীদের

Last Updated :Feb 2, 2023, 3:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.