PM Narendra Modi ফিরে যেতে বাধ্য করব, মোদির মোহালি সফরের আগে হুঁশিয়ারি শিখস ফর জাস্টিসের

author img

By

Published : Aug 21, 2022, 5:09 PM IST

PM Narendra Modi mohali visit

আগামী 24 অগস্ট মোহালিতে হোমি ভাবা ক্যানসার হাসপাতালের উদ্বোধন করার কথা প্রধানমন্ত্রীর (PM Narendra Modi) ৷ পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মানেরও সেই অনুষ্ঠানে থাকার কথা ৷ তার আগেই এই হুমকি দিয়ে রাখল শিখস ফর জাস্টিস (Sikhs for Justice) ৷

মোহালি, 21 অগস্ট: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসন্ন মোহালি সফরের আগে তাঁকে হুঁশিয়ারি দিয়ে রাখল 'শিখস ফর জাস্টিস' (এসএফজে) সংগঠন ৷ আগামী 24 অগস্ট পঞ্জাবের মোহালিতে কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর ৷ তাঁর এই সফরের আগে এক ভিডিয়ো বার্তায় এসএফজে প্রধান গুরপাতওয়ান্ত সিং পান্নন (Sikhs for Justice chief Gurpatwant Singh Pannun) এই হুঁশিয়ারি দিয়েছেন ৷ মোদিকে ফিরে যেতে বাধ্য করা হবে বলে এই ভিডিয়োতে দাবি করা হয়েছে ৷

"আমরা এর আগেও প্রধানমন্ত্রীকে ফিরে যেতে বাধ্য করেছি, আবারও তাই করব ৷" ভিডিয়ো বার্তায় এই কথা বলতে শোনা গিয়েছে শিখস ফর জাস্টিস-এর (Sikhs for Justice) প্রধানকে ৷ তাঁর আরও দাবি, সংগঠনের সদস্যরা ইতিমধ্যেই মোহালি পৌঁছে গিয়েছেন, প্রধানমন্ত্রীর সফরে বাধা সৃষ্টি করতে তাঁরা সঙ্গে গ্রেনেডও নিয়ে গিয়েছেন ৷ নরেন্দ্র মোদির সফরের দিন খালিস্তানের পতাকা নিয়ে মানুষকে পথে নামার ও প্রধানমন্ত্রীর সফরের বিরোধিতা করার ডাক দিয়েছেন সংগঠনটির প্রধান ৷

আরও পড়ুন: হিমাচলের আকাশে দুর্যোগের মেঘ, মৃত 20, জারি সতর্কতা

উল্লেখ্য, আগামী 24 অগস্ট মোহালিতে হোমি ভাবা ক্যানসার হাসপাতালের উদ্বোধন করার কথা প্রধানমন্ত্রীর (PM Narendra Modi) ৷ পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মানেরও সেই অনুষ্ঠানে থাকার কথা ৷ অশান্তির আশঙ্কায় ইতিমধ্যেই ওই এলাকায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে ৷ সূত্রের খবর, মোদির সফরের দিন মোহালিতে পাক গোয়েন্দা সংস্থা আইএসআই হামলা চালানোর পরিকল্পনা করছে বলে তথ্য পেয়েছে দেশের নিরাপত্তা সংস্থাগুলি ৷ ক'দিন আগেই দিল্লি থেকে চার জঙ্গিকে গ্রেফতার করে পঞ্জাব পুলিশ ৷ তাদের জেরা করে পুলিশ জানতে পারে দিল্লি ও পঞ্জাবের মোহালিতে হামলা চালানোর পরিকল্পনা হচ্ছে ৷

উল্লেখ্য, গত 5 জানুয়ারি সড়কপথে পঞ্জাবের ফিরোজপুরে যাওয়ার পথে ভাটিন্ডা ফ্লাইওভারে প্রায় 20 মিনিট আটকে ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কনভয় ৷ বিক্ষোভের জেরে আটকে পড়ে প্রধানমন্ত্রীর কনভয় ৷ বাধ্য হয়ে ফিরে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.