ETV Bharat / bharat

Himachal Pradesh হিমাচলের আকাশে দুর্যোগের মেঘ, মৃত 20, জারি সতর্কতা

author img

By

Published : Aug 21, 2022, 12:45 PM IST

Updated : Aug 21, 2022, 3:01 PM IST

IMD issues  Orange Alert as they predicts moderate to heavy rainfall in Himachal Pradesh
Himachal Pradesh হিমাচলের আকাশে দুর্যোগের মেঘ, জারি সতর্কতা, কুল্লুতে বন্ধ স্কুল

হিমাচলপ্রদেশে (Himachal Pradesh) বাড়ছে দুর্যোগের আশঙ্কা ৷ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া বিভাগ (India Meteorological Department) বা আইএমডি (IMD) ৷ জারি করা হয়েছে কমলা (Orange Alert) এবং হলুদ সতর্কতা (Yellow Alert) ৷

সিমলা, 21 অগস্ট: হিমাচলপ্রদেশে (Himachal Pradesh) মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিল 'ভারতীয় আবহাওয়া বিভাগ' (India Meteorological Department) বা আইএমডি (IMD) ৷ জারি করা হল 'কমলা সতর্কতা' (Orange Alert) ৷ আবহবিবদদের আশঙ্কা, রবিবার যেকোনও সময় ফের দুর্যোগ ঘনাতে পারে হিমালয়ের এই পার্বত্য এলাকায় ৷ এর আগে এদিন হিমাচলের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর জানান, গত 24 ঘণ্টায় প্রাণ গিয়েছে 20 জনের ।

আইএমডি-র রাজ্য সহ-অধিকর্তা বুই লাল (Bui Lal) সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আগামী কয়েক দিন হিমাচলপ্রদেশে ফের বৃষ্টি নামতে পারে ৷ অঞ্চল ভেদে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ শনিবার দেওয়া একটি সাক্ষাৎকারে বুই লাল বলেন, "আগামী পাঁচ দিন হিমাচলপ্রদেশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ রবিবার দুপুর পর্যন্ত সমগ্র রাজ্যে কমলা সতর্কতা জারি করা হয়েছে ৷ এছাড়াও, আগামী 24 অগস্ট পর্যন্ত জারি করা হয়েছে হলুদ সতর্কতা (Yellow Alert) ৷"

আরও পড়ুন: Heavy Rain in Himachal: ভারী বৃষ্টি, ভূমিধসে বিপর্যস্ত হিমাচলে প্রাণহানি 22 জনের

আবহাওয়া বিভাগের হিসাব বলছে, এই কয়েক দিনের মধ্যে হিমাচলপ্রদেশের বেশ কয়েকটি অংশে বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টি হতে পারে ৷ দুর্যোগের কবলে পড়তে পারে কাংড়া, চাম্বা, বিলাসপুর, সিরমুর এবং মান্ডি জেলা-সহ বেশ কিছু এলাকা ৷ বৃষ্টির জেরে সংশ্লিষ্ট এলাকাগুলিতে ভূমিধসের সম্ভাবনাও রয়েছে ৷ যার ফলে যেকোনও সময় ঘটে যেতে পারে ভয়াবহ দুর্ঘটনা ৷ প্রাণহানি ও সম্পদহানির মতো পরিস্থিতি এড়াতে ইতিমধ্য়েই রাজ্য়ে বিপর্যয় মোকাবিলা বাহিনীকে সতর্ক করা হয়েছে ৷ তাদের যেকোনও প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে ৷ আগামী 25 অগস্ট পর্যন্ত বিপর্যয় মোকাবিলা বাহিনীর উদ্দেশে এই নির্দেশিকা জারি করা হয়েছে ৷

প্রসঙ্গেত, বর্ষার মরসুমে ইতিমধ্যেই নাজেহাল দশা হিমাচলপ্রদেশের ৷ বহু জায়গাতেই ভারী বৃষ্টির ফলে ভূমিধসের ঘটনা ঘটেছে ৷ হড়পা বানে ভেসে গিয়েছে বিস্তীর্ণ এলাকা ৷ তাতে এখনও পর্যন্ত অন্তত বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷ প্রায় 743টি রাস্তায় যানচলাচল একেবারে স্তব্ধ হয়ে গিয়েছে ৷ এমতাবস্থায় রাজ্য প্রশাসনের শীর্ষকর্তাদের সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে বৈঠক করেন মুখ্যমন্ত্রী । সেখানে সব ধরনের প্রশাসনিক প্রস্তুতি নিয়ে রাখতে বলা হয় । পাশাপাশি যে সমস্ত জায়গায় আপেল চাষ হয় সেখানকার পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী । পাশাপাশি কেন্দ্রীয় সরকারের থেকে আরও বেশি পরিমাণে সাহায্য চেয়ে পাঠানোর প্রক্রিয়াও শুরু হয়েছে ।

আক্রান্তদের উদ্ধার করতে এবং দুর্যোগ কবলিত এলাকায় স্বাভাবিক জনজীবন ফিরিয়ে আনতে ইতিমধ্য়েই উদ্যোগ নিয়েছে প্রশাসন ৷ ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (National Disaster Response Force) বা এনডিআরএফ (NDRF)-এর সদস্যরা ৷ স্থানীয় পুলিশকে সঙ্গে নিয়ে উদ্ধারকাজ শুরু করেছেন তাঁরা ৷ এর আগে শনিবার কাংড়া জেলার চাক্কি সেতুটি ধসের কবলে পড়ে ভেঙে যায় ৷ কুল্লু জেলার সর্বত্র স্কুল এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি বন্ধ করে দিতে হয় ৷ আবহাওয়ার উন্নতি হলে সেগুলি ফের খোলা হবে ৷

Last Updated :Aug 21, 2022, 3:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.