ETV Bharat / bharat

শর্ট সার্কিট থেকে বিপত্তি, বিহারে বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় ঝলসে মৃত 3

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 25, 2023, 8:09 PM IST

Fire in Motihari Bihar: পটনার মোতিহারিতে বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড ৷ তাতে দগ্ধ হয়ে মৃত্যু হল একই পরিবারের তিন সদস্যের। পাশাপাশি দুইজনের অবস্থা আশঙ্কাজনক। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী ও পুলিশ প্রশাসন ৷

বিহারে বাড়িতে আগুন লেগে ঝলসে মৃত তিন
Fire in Motihari Bihar

বিহারে বাড়িতে আগুন লেগে ঝলসে মৃত তিন

মোতিহারী, 25 নভেম্বর: বিহারের মোতিহারীতে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় ঝলসে মৃত্য়ু হল তিনজনের ৷ ঘোড়সাহান থানা এলাকার এই অগ্নিকাণ্ডে আরও দু'জনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার খবর পেয়ে দমকল বাহিনী ও পুলিশ পৌছঁয় ঘটনাস্থলে ৷ জানা যায়, সকলেই ঘরে তালাবন্ধ অবস্থায় ছিলেন ৷ সেখান থেকে তাঁদের উদ্ধার করে আনা হয়েছে ৷ শর্ট সার্কিটের কারণেই আগুন লেগেছে বলে জানানো হয়েছে প্রশাসনের তরফে ৷

সূত্রের খবর, বাড়ির প্রধান মৃত সুবোধ গত রাতে আসল দরজায় তালা লাগিয়ে পরিবারের সঙ্গে ঘুমিয়েছিলেন। সকালে হাঁটতে বেরনোর সময় আশপাশের লোকজনরা দেখেন বাড়ি থেকে ধোঁয়া বেরচ্ছে ৷ তাঁরা দেখেন আগুন লাগার ঘটনা টেরই পাননি বাড়ির ভিতরে থাকা লোকজনরা ৷ বাইরে থেকে লোকজনরা চেঁচামেচি করতে থাকে ৷ ততক্ষণে আগুন ঘরের মধ্যে ছড়িয়ে পড়েছে। অগ্নিকাণ্ডের অভিঘাত এতটাই ছিল যে, বাড়ির ভিতরে থাকা মানুষজন তালা খুলে বাইরে বেরোতেই পারেননি ৷ স্থানীয় লোকজন পুলিশ ও দমকল বিভাগে খবর দেন ৷

আগুনের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দমকল এসে বাড়ির ভিতরে আটকে পড়া সদস্যদের উদ্ধার করতে শুরু করে। এই সময় বাড়ির মালিক সুবোধ ছাদ থেকে লাফ দেন। দমকলের বিভাগের কর্মীরা ও স্থানীয় লোকজনের সহায়তায় বাড়িতে থাকা 4 জনকে কোনওমতে ছাদ থেকে বের করা সম্ভব হয়েছে। সকলকেই স্থানীয় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভরতি করা হয়। সেখানে চিকিৎসা চলাকালীন 3 জনের মৃত্যু হয়েছে ৷ এই ঘটনায় স্বাস্থ্যকর্মীদের উপর গাফিলতির অভিযোগ উঠেছে ৷ এখনও দু'জনের চিকিৎসা চলছে। ঘটনার পর স্থানীয় লোকজন ক্ষিপ্ত হয়ে ওঠেন পিএইচসি স্বাস্থ্যকর্মীদের গাফিলতির অভিযোগ তুলে।

আরও পড়ুন:

  1. সাতসকালে কুলটি রেল স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের 2 ইঞ্জিন
  2. ফোরশোর রোডের পর ঘুসুরির প্লাস্টিক গুদামে ভয়াবহ আগুন, বর্তমানে নিয়ন্ত্রণে
  3. মুম্বইয়ের 24 তলার আবাসনে আগুন, 135 জনকে উদ্ধার দমকলের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.